ক্রীড়া ডেস্ক
রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্টে চলছে রানবন্যা। দুটো দলই রান করছে সমান তালে। আজ দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ড ৪৭৬ রানে এগিয়ে আছে ঠিকই। তবে কোনো উইকেট পড়েনি পাকিস্তানের। দুই ওপেনার ইমাম-উল-হক ও আব্দুল্লাহ শফিক অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন। পাকিস্তানের দুই ওপেনারই আছেন সেঞ্চুরির দাঁড়প্রান্তে।
গতকাল ৭৫ ওভারে ৪ উইকেটে ৫০৬ রানে প্রথম দিনের খেলা শেষ করেছিল ইংল্যান্ড। আজকে ১৫১ রান যোগ করতেই বাকি ৬ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। ১০১ ওভারে ৬৫৭ রানে অলআউট হয়ে যায় ইংলিশরা। ইংলিশ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১৫৩ রান করেছিলেন হ্যারি ব্রুক। ১১৬ বলে সাজানো এই ইনিংসে চার মেরেছেন ১৯টি এবং ছক্কা মেরেছেন ৫টি। পাকিস্তানি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন জাহিদ মাহমুদ। এই ৪ উইকেট নিয়ে ৩৩ ওভার বোলিং করে ২৩৫ রান খরচ করেছেন পাকিস্তানি এই লেগস্পিনার।
রানের পাহাড় গড়ে পাকিস্তানকে চেপে ধরার জন্য ৬ বোলারকে কাজে লাগায় ইংল্যান্ড। তবে ইংলিশ বোলারদের হতাশই হতে হয়েছে। দুই পাকিস্তানি ওপেনার ইমাম ও শফিক সতর্ক ব্যাটিং করেছেন। ১৮১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন এই দুই ওপেনার। শফিক অপরাজিত আছেন ৮৯ রান করে এবং ৯০ রান করে ইমাম অপরাজিত আছেন।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-ইংল্যান্ড প্রথম টেস্টে চলছে রানবন্যা। দুটো দলই রান করছে সমান তালে। আজ দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ড ৪৭৬ রানে এগিয়ে আছে ঠিকই। তবে কোনো উইকেট পড়েনি পাকিস্তানের। দুই ওপেনার ইমাম-উল-হক ও আব্দুল্লাহ শফিক অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন। পাকিস্তানের দুই ওপেনারই আছেন সেঞ্চুরির দাঁড়প্রান্তে।
গতকাল ৭৫ ওভারে ৪ উইকেটে ৫০৬ রানে প্রথম দিনের খেলা শেষ করেছিল ইংল্যান্ড। আজকে ১৫১ রান যোগ করতেই বাকি ৬ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। ১০১ ওভারে ৬৫৭ রানে অলআউট হয়ে যায় ইংলিশরা। ইংলিশ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১৫৩ রান করেছিলেন হ্যারি ব্রুক। ১১৬ বলে সাজানো এই ইনিংসে চার মেরেছেন ১৯টি এবং ছক্কা মেরেছেন ৫টি। পাকিস্তানি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন জাহিদ মাহমুদ। এই ৪ উইকেট নিয়ে ৩৩ ওভার বোলিং করে ২৩৫ রান খরচ করেছেন পাকিস্তানি এই লেগস্পিনার।
রানের পাহাড় গড়ে পাকিস্তানকে চেপে ধরার জন্য ৬ বোলারকে কাজে লাগায় ইংল্যান্ড। তবে ইংলিশ বোলারদের হতাশই হতে হয়েছে। দুই পাকিস্তানি ওপেনার ইমাম ও শফিক সতর্ক ব্যাটিং করেছেন। ১৮১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন এই দুই ওপেনার। শফিক অপরাজিত আছেন ৮৯ রান করে এবং ৯০ রান করে ইমাম অপরাজিত আছেন।
৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশন তো দূর কি বাত, সফরকারীরা টিকতে পেরেছে ১৩.৫ বল। মাত্র ৪২ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছে লঙ্কানরা। টেস্টে এক ইনিংসে এটিই সর্বনিম্ন স্কোর তাদের।
৪ ঘণ্টা আগেবৃষ্টি আইনে সিরিজের প্রথম ওয়ানডেতে জিতেছিল জিম্বাবুয়ে। আর একটি ম্যাচ জিতলেই নিজেদের করে নিতে পারত সিরিজ। সঙ্গে প্রথমবারের মতো পেত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ। সেই ইচ্ছে অপূর্ণই থেকে গেল জিম্বাবুয়েনদের।
৬ ঘণ্টা আগে৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশনও টিকতে পারেনি সফরকারীরা। আজ দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের পর ব্যাটিংয়ে নেমে লঙ্কানরা অলআউট হয়েছে মাত্র ৪২ রানে! যার মধ্যে আবার ৬ রানই এসেছে অতিরিক্ত থেকে।
৮ ঘণ্টা আগে