ক্রীড়া ডেস্ক
গত কদিনে বেশ আলোচনায় রাওয়ালপিন্ডির উইকেট। মরা উইকেটে পাঁচ দিনে ন্যূনতম লড়াই হয়নি পাকিস্তান-অস্ট্রেলিয়া আলোচিত সিরিজের প্রথম টেস্টে। বাজে উইকেটের কারণে শাস্তি জুটছে ভেন্যুটির কপালে। পাঁচ দিনেও উইকেটের আচরণ পরিবর্তন না হওয়ায় একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছে রাওয়ালপিন্ডি।
এ টেস্টে ম্যাচ রেফারির ভূমিকায় ছিলেন রঞ্জন মাদুগালে। তাঁর মতে, রাওয়ালপিন্ডির উইকেটে ব্যাটে-বলে লড়াইয়ের কোনো উপাদানই ছিল না। আজ এক বিবৃতিতে ভেন্যুটির জরিমানার কথা জানিয়েছে আইসিসি। তবে পিন্ডির এমন মরা উইকেটের পক্ষে দাঁড়িয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা। রমিজ বলেছেন, গতি ও বাউন্সি উইকেট বানিয়ে তিনি ম্যাচটা অস্ট্রেলিয়ার হাতে ছেড়ে দিতে চাননি।
কেন এমন উইকেট বানালেন? নিজের ব্যাখ্যায় রমিজ বললেন, ‘আমি হতাশা বুঝতে পারি। ফল হয়তো আরও ভালো হতে পারত। কিন্তু এটা তিন ম্যাচের সিরিজ। এখনো অনেক অনেক ক্রিকেট বাকি আছে। শুধু মাত্র এ জন্য আমরা গতিময় ও বাউন্সি উইকেট বানাইনি। আমরা অস্ট্রেলিয়ার হাতে খেলা ছেড়ে দিতে চাইনি।’
ম্যাচ চলাকালেই পিন্ডির উইকেট নিয়ে হতাশার কথা জানিয়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটার স্টিভ স্মিথ। সরাসরি সমালোচনা না করলেও স্মিথ বলেছিলেন, ‘একদম মরা উইকেট। উইকেটে পেসারদের জন্য গতি ও বাউন্স নেই। আর স্টাম্পে টানা বল করলে আর সে অনুযায়ী ফিল্ডিং সাজালে রান নেওয়া কঠিন। তবে আউট হওয়াও কঠিন।’
গত কদিনে বেশ আলোচনায় রাওয়ালপিন্ডির উইকেট। মরা উইকেটে পাঁচ দিনে ন্যূনতম লড়াই হয়নি পাকিস্তান-অস্ট্রেলিয়া আলোচিত সিরিজের প্রথম টেস্টে। বাজে উইকেটের কারণে শাস্তি জুটছে ভেন্যুটির কপালে। পাঁচ দিনেও উইকেটের আচরণ পরিবর্তন না হওয়ায় একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছে রাওয়ালপিন্ডি।
এ টেস্টে ম্যাচ রেফারির ভূমিকায় ছিলেন রঞ্জন মাদুগালে। তাঁর মতে, রাওয়ালপিন্ডির উইকেটে ব্যাটে-বলে লড়াইয়ের কোনো উপাদানই ছিল না। আজ এক বিবৃতিতে ভেন্যুটির জরিমানার কথা জানিয়েছে আইসিসি। তবে পিন্ডির এমন মরা উইকেটের পক্ষে দাঁড়িয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা। রমিজ বলেছেন, গতি ও বাউন্সি উইকেট বানিয়ে তিনি ম্যাচটা অস্ট্রেলিয়ার হাতে ছেড়ে দিতে চাননি।
কেন এমন উইকেট বানালেন? নিজের ব্যাখ্যায় রমিজ বললেন, ‘আমি হতাশা বুঝতে পারি। ফল হয়তো আরও ভালো হতে পারত। কিন্তু এটা তিন ম্যাচের সিরিজ। এখনো অনেক অনেক ক্রিকেট বাকি আছে। শুধু মাত্র এ জন্য আমরা গতিময় ও বাউন্সি উইকেট বানাইনি। আমরা অস্ট্রেলিয়ার হাতে খেলা ছেড়ে দিতে চাইনি।’
ম্যাচ চলাকালেই পিন্ডির উইকেট নিয়ে হতাশার কথা জানিয়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটার স্টিভ স্মিথ। সরাসরি সমালোচনা না করলেও স্মিথ বলেছিলেন, ‘একদম মরা উইকেট। উইকেটে পেসারদের জন্য গতি ও বাউন্স নেই। আর স্টাম্পে টানা বল করলে আর সে অনুযায়ী ফিল্ডিং সাজালে রান নেওয়া কঠিন। তবে আউট হওয়াও কঠিন।’
দেশের ফুটবলে ২০১৩ সালে আগমন বসুন্ধরা কিংসের। সে হিসাবে ক্লাবটির বয়স খুব বেশি নয়। তবে এই সময়ের মধ্যে প্রিমিয়ার লিগে রাজত্ব প্রতিষ্ঠা করেছে দলটি। তাদের উত্থানে পেছনে চলে যায় একসময় দাপট দেখানো ঐতিহ্যবাহী
১৫ মিনিট আগেআজ ছোটপর্দায় দেখতে পাবেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডের শেষ দিন। জিম্বাবুয়ে বনাম পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে জিম্বাবুয়েনরা। এছাড়া রাতে রয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বেশ কয়েকটি ম্যাচ।
২১ মিনিট আগেআলোকস্বল্পতার কারণে একটু আগেভাগে চতুর্থ দিন শেষ না হলে হয়তো দৃশ্যটা ভিন্ন রকম হতে পারত। বাংলাদেশ হারাতে পারত আরও উইকেট। তবে এখনো হার হাতছানি দিয়ে ডাকছে সফরকারীদের।
৩৬ মিনিট আগেদিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
১২ ঘণ্টা আগে