নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আঙুলের চোট থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তামিম ইকবাল। যদিও কদিন ধরে মিরপুরে অনুশীলন শুরু করেছেন বাঁহাতি ওপেনার। স্পিন বোলিংয়ের বিপক্ষে বেশ উন্নতি করলেও এখনো পেসারদের বিপক্ষে তামিম স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারছেন না।
তামিমের সর্বশেষ অবস্থা সম্পর্কে আজ বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও বায়েজিদ ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘তামিমের হাতের বৃদ্ধাঙ্গুলে যে চিড় ধরা পড়েছিল, তার পুনর্বাসন প্রক্রিয়া এখনো চলছে। পুনর্বাসনের প্রায় ২ সপ্তাহ চলে গেছে। উন্নতি হচ্ছে। স্পিন বোলিংয়ের বিপক্ষে দিনকে দিন ভালো খেলছে। রেঞ্জ অব মোশনসহ (গতির ব্যাপ্তি) বাকি সবকিছুই ভালো হচ্ছে। কিন্তু পেসের বিরুদ্ধে খেলতে এখনো স্বাচ্ছন্দ্য বোধ করছে না। বলা যায়, এখনো পুরোপুরি সেরে ওঠেনি।’
পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে খেলবেন না তামিম। তবে খেলতে চান টেস্ট সিরিজে। সে লক্ষ্যে প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ড থেকে খেলতে চেয়েছিলেন তামিম। কিন্তু চোট পুরোপুরি সেরে না ওঠায় এনসিএলের এই রাউন্ডে খেলা হচ্ছে না তাঁর।
এ ব্যাপারে বায়েজিদ ইসলাম বলেছেন, ‘আমাদের পরিকল্পনা ছিল ওকে এনসিএলের পঞ্চম রাউন্ডে খেলানোর। এই মুহূর্তে মনে হচ্ছে এনসিএল খেলতে পারবে না। তবে চেষ্টা করব ষষ্ঠ রাউন্ডে খেলানোর। এখন পর্যন্ত যে অবস্থা তাতে শঙ্কা থেকে যাচ্ছে। এখনো বলা যাচ্ছে না। আশা করছি সে সেরে উঠবে।’
তবে পাকিস্তান সিরিজে তামিমের খেলার ব্যাপারে আশাবাদী বায়েজিদ, ‘সেরে ওঠার জন্য যতটুকু সময় লাগে ততটুকু সময় আমরা তাকে দিয়েছি। সেও ভালোভাবে ওভারকাম করেছে। আশা করছি পাকিস্তান সিরিজের আগেই সেরে উঠবে।’
আঙুলের চোট থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তামিম ইকবাল। যদিও কদিন ধরে মিরপুরে অনুশীলন শুরু করেছেন বাঁহাতি ওপেনার। স্পিন বোলিংয়ের বিপক্ষে বেশ উন্নতি করলেও এখনো পেসারদের বিপক্ষে তামিম স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারছেন না।
তামিমের সর্বশেষ অবস্থা সম্পর্কে আজ বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও বায়েজিদ ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘তামিমের হাতের বৃদ্ধাঙ্গুলে যে চিড় ধরা পড়েছিল, তার পুনর্বাসন প্রক্রিয়া এখনো চলছে। পুনর্বাসনের প্রায় ২ সপ্তাহ চলে গেছে। উন্নতি হচ্ছে। স্পিন বোলিংয়ের বিপক্ষে দিনকে দিন ভালো খেলছে। রেঞ্জ অব মোশনসহ (গতির ব্যাপ্তি) বাকি সবকিছুই ভালো হচ্ছে। কিন্তু পেসের বিরুদ্ধে খেলতে এখনো স্বাচ্ছন্দ্য বোধ করছে না। বলা যায়, এখনো পুরোপুরি সেরে ওঠেনি।’
পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে খেলবেন না তামিম। তবে খেলতে চান টেস্ট সিরিজে। সে লক্ষ্যে প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ড থেকে খেলতে চেয়েছিলেন তামিম। কিন্তু চোট পুরোপুরি সেরে না ওঠায় এনসিএলের এই রাউন্ডে খেলা হচ্ছে না তাঁর।
এ ব্যাপারে বায়েজিদ ইসলাম বলেছেন, ‘আমাদের পরিকল্পনা ছিল ওকে এনসিএলের পঞ্চম রাউন্ডে খেলানোর। এই মুহূর্তে মনে হচ্ছে এনসিএল খেলতে পারবে না। তবে চেষ্টা করব ষষ্ঠ রাউন্ডে খেলানোর। এখন পর্যন্ত যে অবস্থা তাতে শঙ্কা থেকে যাচ্ছে। এখনো বলা যাচ্ছে না। আশা করছি সে সেরে উঠবে।’
তবে পাকিস্তান সিরিজে তামিমের খেলার ব্যাপারে আশাবাদী বায়েজিদ, ‘সেরে ওঠার জন্য যতটুকু সময় লাগে ততটুকু সময় আমরা তাকে দিয়েছি। সেও ভালোভাবে ওভারকাম করেছে। আশা করছি পাকিস্তান সিরিজের আগেই সেরে উঠবে।’
দেশের ফুটবলে ২০১৩ সালে আগমন বসুন্ধরা কিংসের। সে হিসাবে ক্লাবটির বয়স খুব বেশি নয়। তবে এই সময়ের মধ্যে প্রিমিয়ার লিগে রাজত্ব প্রতিষ্ঠা করেছে দলটি। তাদের উত্থানে পেছনে চলে যায় একসময় দাপট দেখানো ঐতিহ্যবাহী
২৭ মিনিট আগেআজ ছোটপর্দায় দেখতে পাবেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডের শেষ দিন। জিম্বাবুয়ে বনাম পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে জিম্বাবুয়েনরা। এছাড়া রাতে রয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বেশ কয়েকটি ম্যাচ।
৩৩ মিনিট আগেআলোকস্বল্পতার কারণে একটু আগেভাগে চতুর্থ দিন শেষ না হলে হয়তো দৃশ্যটা ভিন্ন রকম হতে পারত। বাংলাদেশ হারাতে পারত আরও উইকেট। তবে এখনো হার হাতছানি দিয়ে ডাকছে সফরকারীদের।
১ ঘণ্টা আগেদিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
১৩ ঘণ্টা আগে