ক্রীড়া ডেস্ক
এশিয়া কাপের ফাইনালকে একপেশে বানিয়ে ফেলেছিলেন মোহাম্মদ সিরাজ। তাঁর আগুনে বোলিংয়ে পুড়ে অঙ্গার হয় শ্রীলঙ্কা। এক ওভারে ৪ উইকেটের কীর্তির সঙ্গে ক্যারিয়ার সেরা ২১ রানে ৬ উইকেট নেন তিনি।
সিরাজের তাণ্ডবে মাত্র ৫০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। পরে ১০ উইকেটের জয়ে অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হয় ভারত। দলকে চ্যাম্পিয়ন করার পুরস্কার হিসেবে সেদিন ফাইনাল সেরা হয়েছিলেন। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এবার আরও বড় সাফল্য পেয়েছেন ভারতীয় পেসার।
আজ আইসিসির র্যাঙ্কিং হালনাগাদে নিজের পুরোনো সিংহাসন পেয়েছেন সিরাজ। ৮ ধাপ এগিয়ে ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন তিনি। বছরের শুরুতেও শীর্ষে ছিলেন। জানুয়ারিতে ক্যারিয়ারে প্রথমবার শীর্ষে উঠলেও বেশি দিন তা ধরে রাখতে পারেননি। মার্চেই জশ হ্যাজলউডের কাছে জায়গা হারান। এবার অস্ট্রেলিয়ান পেসারকে পেছনে ফেলেই আবারও চূড়ায় তিনি।
এশিয়া কাপে ৪ ইনিংসে ১০ উইকেট নেন সিরাজ। সিরাজের মতো এশিয়া কাপের পারফরম্যান্সে এগিয়েছেন আফগানিস্তানের দুই স্পিনার মুজিব উর রহমান ও রশিদ খান। দুই ও তিন ধাপ এগিয়ে চার ও পাঁচে আছেন মুজিব-রশিদ। দুই স্পিনারের ওপরে আছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। আগের জায়গায় আছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। দেশের হয়ে তাঁর শীর্ষ ১৪ নম্বরের বিপরীতে তিন ধাপ পিছিয়ে ২৯ নম্বরে মোস্তাফিজুর রহমান।
অন্যদিকে ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে বাবর আজম শীর্ষ স্থান ধরে থাকলেও ২০ এগিয়ে ৯ নম্বরে আছেন হেনরিখ ক্ল্যাসেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৩ বলে ১৭৪ রানে বিধ্বংসী ইনিংস খেলার ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে। তাঁর চেয়ে আর কোনো ব্যাটার সর্বোচ্চ স্ট্রাইকরেটে (২০৯.৬৩) বেশি রান করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার ব্যাটারের দিনই সেঞ্চুরি করা ডেভিড মালানেরও উন্নতি হয়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ৩ ম্যাচে ২৭৭ রানে ক্যারিয়ার সেরা ১৩ নম্বরে আছেন মালান। বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে শীর্ষে থাকা মুশফিকুর রহিমের (২০ নম্বরে) কোনো পরিবর্তন না হলেও উন্নতি হয়েছে সাকিব আল হাসানের। ভারতের বিপক্ষে ৮০ রানের ইনিংসের সৌজন্যে তিন ধাপ এগিয়ে ৩১তম স্থানে বাংলাদেশি অলরাউন্ডার।
এশিয়া কাপের ফাইনালকে একপেশে বানিয়ে ফেলেছিলেন মোহাম্মদ সিরাজ। তাঁর আগুনে বোলিংয়ে পুড়ে অঙ্গার হয় শ্রীলঙ্কা। এক ওভারে ৪ উইকেটের কীর্তির সঙ্গে ক্যারিয়ার সেরা ২১ রানে ৬ উইকেট নেন তিনি।
সিরাজের তাণ্ডবে মাত্র ৫০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। পরে ১০ উইকেটের জয়ে অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হয় ভারত। দলকে চ্যাম্পিয়ন করার পুরস্কার হিসেবে সেদিন ফাইনাল সেরা হয়েছিলেন। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এবার আরও বড় সাফল্য পেয়েছেন ভারতীয় পেসার।
আজ আইসিসির র্যাঙ্কিং হালনাগাদে নিজের পুরোনো সিংহাসন পেয়েছেন সিরাজ। ৮ ধাপ এগিয়ে ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন তিনি। বছরের শুরুতেও শীর্ষে ছিলেন। জানুয়ারিতে ক্যারিয়ারে প্রথমবার শীর্ষে উঠলেও বেশি দিন তা ধরে রাখতে পারেননি। মার্চেই জশ হ্যাজলউডের কাছে জায়গা হারান। এবার অস্ট্রেলিয়ান পেসারকে পেছনে ফেলেই আবারও চূড়ায় তিনি।
এশিয়া কাপে ৪ ইনিংসে ১০ উইকেট নেন সিরাজ। সিরাজের মতো এশিয়া কাপের পারফরম্যান্সে এগিয়েছেন আফগানিস্তানের দুই স্পিনার মুজিব উর রহমান ও রশিদ খান। দুই ও তিন ধাপ এগিয়ে চার ও পাঁচে আছেন মুজিব-রশিদ। দুই স্পিনারের ওপরে আছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। আগের জায়গায় আছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। দেশের হয়ে তাঁর শীর্ষ ১৪ নম্বরের বিপরীতে তিন ধাপ পিছিয়ে ২৯ নম্বরে মোস্তাফিজুর রহমান।
অন্যদিকে ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে বাবর আজম শীর্ষ স্থান ধরে থাকলেও ২০ এগিয়ে ৯ নম্বরে আছেন হেনরিখ ক্ল্যাসেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৩ বলে ১৭৪ রানে বিধ্বংসী ইনিংস খেলার ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে। তাঁর চেয়ে আর কোনো ব্যাটার সর্বোচ্চ স্ট্রাইকরেটে (২০৯.৬৩) বেশি রান করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার ব্যাটারের দিনই সেঞ্চুরি করা ডেভিড মালানেরও উন্নতি হয়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ৩ ম্যাচে ২৭৭ রানে ক্যারিয়ার সেরা ১৩ নম্বরে আছেন মালান। বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে শীর্ষে থাকা মুশফিকুর রহিমের (২০ নম্বরে) কোনো পরিবর্তন না হলেও উন্নতি হয়েছে সাকিব আল হাসানের। ভারতের বিপক্ষে ৮০ রানের ইনিংসের সৌজন্যে তিন ধাপ এগিয়ে ৩১তম স্থানে বাংলাদেশি অলরাউন্ডার।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৫ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৭ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৮ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৮ ঘণ্টা আগে