দিবাকর চৌধুরী
১. পছন্দের ফরম্যাট কোনটি?
মেহেদী হাসান মিরাজ: টেস্ট।
২. জাতীয় দলের ড্রেসিংরুমে সবচেয়ে বেশি মজা করে কে?
মিরাজ: সবাই মজা করে, তবে শরীফুল একটু বেশি।
৩. বাংলাদেশের সেরা অধিনায়ক?
উত্তর: মাশরাফি বিন মর্তুজা।
৪. বাংলাদেশ এবং বিশ্ব ক্রিকেটে পছন্দের খেলোয়াড়?
মিরাজ: দেশে মুশফিকুর রহিম, দেশের বাইরে বিরাট কোহলি।
৫.ক্রিকেট ক্যারিয়ার শেষে নিজের নামের পাশে কত রান বা উইকেট দেখতে চান?
মিরাজ: নির্দিষ্ট করে সংখ্যা বলতে পারছি না, তবে লক্ষ্য ১৫ বছরের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলা।
৬. কার উইকেট পেয়ে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন?
মিরাজ: বিরাট কোহলি, কারণ ওকে কখনো আউট করতে পারিনি।
৭. কোন ব্যাটসম্যান বেশি যন্ত্রণা দেয় বা দিয়েছে?
মিরাজ: চেতেশ্বর পূজারা।
৮. ক্রিকেটার না হলে মিরাজ কী হতেন?
মিরাজ: আমি কখনো ভাবিনি এটা। ক্রিকেটের প্রতি এতই ভালোবাসা ছিল যে ক্রিকেটার না হলে কী হতাম, এটা কখনোই ভাবতে পারিনি।
৯. ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পরে কী করতে চান মিরাজ?
মিরাজ: ব্যবসায়ী হতে চাই।
১০. ভবিষ্যতে কি এমপি হতে চান?
মিরাজ: এখন পর্যন্ত ইচ্ছে নেই, কিন্তু ভবিষ্যতে যদি পরিস্থিতি আসে, তখন দেখা যাবে।
১১. কোন জায়গায় ঘুরতে বেশি ভালো লাগে?
মিরাজ: যেখানে আমার ছোট বেলার স্মৃতি বেশি, সেখানেই আমার ঘুরতে ভালো লাগে। বিশেষ করে বরিশাল এবং খুলনা।
১২. স্ত্রীর হাতের কোন খাবারটি বেশি পছন্দের?
মিরাজ: গরুর মাংস।
১৩. ভাবির সঙ্গে কত বছরের পরিচয়?
মিরাজ: ১০ বছরের।
১৪. ছেলেকে কি ক্রিকেটার বানাতে চান?
মিরাজ: আমার কাছে মনে হয় না সে ক্রিকেটার হবে। মাশাল্লাহ ওর মেধা অনেক ভালো, পড়াশোনা করবে।
১৫. ভাবি আপনার কোন বিষয়টার জন্য বেশি রাগ করেন?
উত্তর: আমি অনেক অগোছালো।
১৬. আপনার বিশেষ ডিনার পার্টিতে কোন নায়িকাকে রাখতে চান?
মিরাজ: পূর্ণিমা আপুকে।
১৭. ফুটবলে কোন দেশের সমর্থক? আর মেসি না রোনালদো?
মিরাজ: ব্রাজিল। আর দুজনই আমার পছন্দের খেলোয়াড়।
১৮. এখন পর্যন্ত যত ম্যাচ খেলেছেন, এর মধ্যে কোনটি বেশি স্পেশাল?
মিরাজ: ওয়ানডেতে ভারতের বিপক্ষে ম্যাচ উইনিং সেঞ্চুরি। টেস্টে ইংল্যান্ডের সঙ্গে অভিষেক ম্যাচ।
১৯. বরিশালের আমড়া নাকি খুলনার চুইঝাল?
মিরাজ: খুলনার চুইঝাল।
২০. কে প্রিয়, জায়েদ খান, নাকি হিরো আলম?
মিরাজ: কী বলব...লোকজন তো ট্রল করবে! হা হা হা!
১. পছন্দের ফরম্যাট কোনটি?
মেহেদী হাসান মিরাজ: টেস্ট।
২. জাতীয় দলের ড্রেসিংরুমে সবচেয়ে বেশি মজা করে কে?
মিরাজ: সবাই মজা করে, তবে শরীফুল একটু বেশি।
৩. বাংলাদেশের সেরা অধিনায়ক?
উত্তর: মাশরাফি বিন মর্তুজা।
৪. বাংলাদেশ এবং বিশ্ব ক্রিকেটে পছন্দের খেলোয়াড়?
মিরাজ: দেশে মুশফিকুর রহিম, দেশের বাইরে বিরাট কোহলি।
৫.ক্রিকেট ক্যারিয়ার শেষে নিজের নামের পাশে কত রান বা উইকেট দেখতে চান?
মিরাজ: নির্দিষ্ট করে সংখ্যা বলতে পারছি না, তবে লক্ষ্য ১৫ বছরের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলা।
৬. কার উইকেট পেয়ে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন?
মিরাজ: বিরাট কোহলি, কারণ ওকে কখনো আউট করতে পারিনি।
৭. কোন ব্যাটসম্যান বেশি যন্ত্রণা দেয় বা দিয়েছে?
মিরাজ: চেতেশ্বর পূজারা।
৮. ক্রিকেটার না হলে মিরাজ কী হতেন?
মিরাজ: আমি কখনো ভাবিনি এটা। ক্রিকেটের প্রতি এতই ভালোবাসা ছিল যে ক্রিকেটার না হলে কী হতাম, এটা কখনোই ভাবতে পারিনি।
৯. ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পরে কী করতে চান মিরাজ?
মিরাজ: ব্যবসায়ী হতে চাই।
১০. ভবিষ্যতে কি এমপি হতে চান?
মিরাজ: এখন পর্যন্ত ইচ্ছে নেই, কিন্তু ভবিষ্যতে যদি পরিস্থিতি আসে, তখন দেখা যাবে।
১১. কোন জায়গায় ঘুরতে বেশি ভালো লাগে?
মিরাজ: যেখানে আমার ছোট বেলার স্মৃতি বেশি, সেখানেই আমার ঘুরতে ভালো লাগে। বিশেষ করে বরিশাল এবং খুলনা।
১২. স্ত্রীর হাতের কোন খাবারটি বেশি পছন্দের?
মিরাজ: গরুর মাংস।
১৩. ভাবির সঙ্গে কত বছরের পরিচয়?
মিরাজ: ১০ বছরের।
১৪. ছেলেকে কি ক্রিকেটার বানাতে চান?
মিরাজ: আমার কাছে মনে হয় না সে ক্রিকেটার হবে। মাশাল্লাহ ওর মেধা অনেক ভালো, পড়াশোনা করবে।
১৫. ভাবি আপনার কোন বিষয়টার জন্য বেশি রাগ করেন?
উত্তর: আমি অনেক অগোছালো।
১৬. আপনার বিশেষ ডিনার পার্টিতে কোন নায়িকাকে রাখতে চান?
মিরাজ: পূর্ণিমা আপুকে।
১৭. ফুটবলে কোন দেশের সমর্থক? আর মেসি না রোনালদো?
মিরাজ: ব্রাজিল। আর দুজনই আমার পছন্দের খেলোয়াড়।
১৮. এখন পর্যন্ত যত ম্যাচ খেলেছেন, এর মধ্যে কোনটি বেশি স্পেশাল?
মিরাজ: ওয়ানডেতে ভারতের বিপক্ষে ম্যাচ উইনিং সেঞ্চুরি। টেস্টে ইংল্যান্ডের সঙ্গে অভিষেক ম্যাচ।
১৯. বরিশালের আমড়া নাকি খুলনার চুইঝাল?
মিরাজ: খুলনার চুইঝাল।
২০. কে প্রিয়, জায়েদ খান, নাকি হিরো আলম?
মিরাজ: কী বলব...লোকজন তো ট্রল করবে! হা হা হা!
ভুটানের নারী লিগে পারো এফসির হয়ে খেলবেন সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। এক সপ্তাহ আগেই ভুটানে পৌঁছে অনুশীলন। শুরু করে দিয়েছেন তাঁরা। আজ ভুটানের বিমান ধরেছেন আরও পাঁচ ফুটবলার।
২ মিনিট আগেহায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গত রাতে অভিষেক শর্মার ব্যাটিংটা ছিল ভিডিও গেমসের মতোই। বোলারদের যেভাবে বলে কয়ে চার-ছক্কা মেরেছেন, সেটা দেখে অনেকেই তাজ্জব বনে গেছেন। বিধ্বংসী ব্যাটিংয়ে ভারতের এই তরুণ ব্যাটার তছনছ করে দিয়েছেন রেকর্ড বইয়ের পাতা।
২৪ মিনিট আগেজয় দিয়ে শুরু করতে চেয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও কোচ সারোয়ার ইমরান। ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত সেই জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তবে সে ম্যাচে এমন দুর্দান্ত পারফরম্যান্স করেছে যে দলকে নিয়ে বেড়ে গেছে প্রত্যাশা।
১ ঘণ্টা আগেহারতেই যেন ভুলে গেছে বার্সেলোনা। সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল মিলে টানা ২৪ ম্যাচ অপরাজিত বার্সা। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ—সব জায়গাতেই দুর্দান্ত খেলছে বার্সা।
১ ঘণ্টা আগে