Ajker Patrika

ভারতীয় ক্রিকেটারের মুখে বাংলা শুনে মজা পেলেন গাভাস্কার

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১৪: ৩৯
ভারতীয় ক্রিকেটারের মুখে বাংলা শুনে মজা পেলেন গাভাস্কার

ব্যাটিংয়ে ফর্মে না থাকলেও উইকেটরক্ষক সঞ্জু স্যামসন খুবই সক্রিয়। উইকেটের পেছন থেকে বোলারকে উজ্জীবিত রাখতে বিভিন্ন কথা বলতে শোনা যায় তাঁর মুখে। বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজে এবার স্যামসন নজর কেড়েছেন বাংলায় কথা বলে।   

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গত রাতে বাংলাদেশের ইনিংসের ১১তম ওভারে স্যামসনকে বাংলায় কথা বলতে শোনা যায়। ওভারের পঞ্চম বলে রিয়ান পরাগকে ডিপ মিড উইকেটে পুল করে সিঙ্গেল নেন মাহমুদউল্লাহ রিয়াদ। উইকেটের পেছন থেকে পরাগের প্রশংসা করে স্যামসন বলেন, ‘খুব ভালো।’ ধারাভাষ্যকার হিসেবে কাজ করা সুনীল গাভাস্কার ব্যাপারটা ভালোমতোই লক্ষ করেছেন। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি ধারাভাষ্যকক্ষে বলেছেন, ‘স্যামসন এখন বাংলা ভাষায় পারদর্শী হয়ে উঠছে।’ স্যামসনের মুখে বাংলা শোনাটা অবাক করার মতোই। কারণ স্যামসনের জন্ম ভারতের কেরালা রাজ্যের ত্রিবান্দ্রাম শহরে। দক্ষিণ ভারতীয়রা নিজেদের রাজ্য ভাষায় কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। 

স্যামসনের বাংলায় কথা বলাটা পরে পরাগের জন্য ‘টনিক’ হিসেবে কাজ করেছে। ১১তম ওভারের শেষ বলে পরাগ তুলে নেন মেহেদী হাসান মিরাজকে। ইনসাইড আউট ড্রাইভ করতে গিয়ে মিরাজ টাইমিংয়ে গড়বড় করেন। লংঅফে ক্যাচ ধরেন বদলি ফিল্ডার হিসেবে নামা রবি বিষ্ণুই। তা ছাড়া পরাগের বাড়ি ভারতের আসাম রাজ্যে। বাংলাদেশের সীমান্তবর্তী এই রাজ্যের অধিকাংশ লোকই বাংলা জানে। পরাগের সঙ্গে থাকতে থাকতেই হয়তো বাংলা রপ্ত করছেন স্যামসন। 

১১তম ওভারে যখন পরাগ বোলিংয়ে এলেন, তখন আরও একটি আলোচিত ঘটনা ঘটে। ওভারের চতুর্থ বলে হেলেদুলে এসে ডান হাতটা হালকা বাঁকিয়ে বলটা ছেড়েছেন তিনি। মাঠের আম্পায়ার যখন তৃতীয় আম্পায়ারের স্মরণাপন্ন হন, যাচাই-বাছাই করে সেটা নো বল ডাকা হয়েছে। কারণ বোলিংয়ের পর পরাগের পেছনের পায়ের অবস্থান ছিল ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) নিয়ম বিরুদ্ধ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত