বাবরের নেতৃত্বে আইসিসির সেরা একাদশে তিন অস্ট্রেলিয়ান

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৬: ৪৯
Thumbnail image

শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। চ্যাম্পিয়ন-রানার্সআপ-টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সব দেখে ফেলার আর একটা জিনিসেই হয়তো সবার আগ্রহ ছিল! বিশ্বকাপে আইসিসির সেরা একাদশ। অপেক্ষা বাড়ায়নি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ঘোষণা করেছে এবারের বিশ্বকাপের সেরা একাদশ। 

তারকাদের সঙ্গে নতুনরা যেমন পারফর্ম করেছেন তেমনি অনেক পরীক্ষিতরা হতাশা উপহার দিয়েছেন। সবার তো এগারোজনের একাদশে থাকার সুযোগ নেই। সেরাদের মধ্যে থেকেই তাই আইসিসি সেরা একাদশ নির্বাচন করেছে। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার তিনজন জায়গা পেয়েছেন সেরা একাদশে। বিশ্বকাপের সেরা খেলোয়াড় ডেভিড ওয়ার্নারের সঙ্গে আছেন অ্যাডাম জাম্পা আর জশ হ্যাজেলউড। অন্যদিকে রানার্সআপ নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করছেন ট্রেন্ট বোল্ট। 

সুপার টুয়েলভ থেকে একমাত্র অপরাজিত দল হয়ে সেমিফাইনালে উঠেছিল পাকিস্তান। যদিও সেমিতে অজিদের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। আইসিসির সেরা একাদশে পাকিস্তান থেকে আছেন শুধু বাবর আজম। এই একাদশের অধিনায়কের দায়িত্বও থাকছে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক বাবরের কাঁধে। সেমির আরেক দল ইংল্যান্ড দল থেকে আছেন ওপেনার জশ বাটলার আর অলরাউন্ডার মঈন আলী। 

সুপার টুয়েলভে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সমান চার জয় নিয়েও রানরেটের মারপ্যাঁচে বাদ পড়েছিল দক্ষিণ আফ্রিকা। সেমিতে না উঠলেও প্রোটিয়াদের দুজন আছেন আইসিসির সেরা একাদশে। এইডেন মার্কারামের সঙ্গে পেসার আনরিখ নর্খিয়ে। সেরা একাদশের বাকি দুজন আছেন শ্রীলঙ্কা থেকে। সুপার টুয়েলভ থেকে বিদায় নিলেও লঙ্কানদের চারিথ আসালঙ্কা আর বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ওয়ানিন্দু হাসারাঙ্গা আছেন এই একাদশে। 

বিশ্বকাপের সেরা একাদশ:

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ২৮৯ রান 
জশ বাটলার (ইংল্যান্ড)- ২৬৯ রান 
বাবর আজম (পাকিস্তান)– ৩০৩ রান 
চারিথ আসালঙ্কা (শ্রীলঙ্কা)– ২৩১ রান 
এইডেন মার্কারাম (দক্ষিণ আফ্রিকা)– ১৬২ রান
মঈন আলী (ইংল্যান্ড)– ৯২ রান ও ৭ উইকেট
ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)– ১৬ উইকেট 
অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)– ১৩ উইকেট
জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)– ১১ উইকেট 
ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)– ১৩ উইকেট 
আনরিখ নর্খিয়ে (দক্ষিণ আফ্রিকা)– ৯ উইকেট 

দ্বাদশ খেলোয়াড়: 
শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)- ৭ উইকেট 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত