শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। চ্যাম্পিয়ন-রানার্সআপ-টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সব দেখে ফেলার আর একটা জিনিসেই হয়তো সবার আগ্রহ ছিল! বিশ্বকাপে আইসিসির সেরা একাদশ। অপেক্ষা বাড়ায়নি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ঘোষণা করেছে এবারের বিশ্বকাপের সেরা একাদশ।
তারকাদের সঙ্গে নতুনরা যেমন পারফর্ম করেছেন তেমনি অনেক পরীক্ষিতরা হতাশা উপহার দিয়েছেন। সবার তো এগারোজনের একাদশে থাকার সুযোগ নেই। সেরাদের মধ্যে থেকেই তাই আইসিসি সেরা একাদশ নির্বাচন করেছে। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার তিনজন জায়গা পেয়েছেন সেরা একাদশে। বিশ্বকাপের সেরা খেলোয়াড় ডেভিড ওয়ার্নারের সঙ্গে আছেন অ্যাডাম জাম্পা আর জশ হ্যাজেলউড। অন্যদিকে রানার্সআপ নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করছেন ট্রেন্ট বোল্ট।
সুপার টুয়েলভ থেকে একমাত্র অপরাজিত দল হয়ে সেমিফাইনালে উঠেছিল পাকিস্তান। যদিও সেমিতে অজিদের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। আইসিসির সেরা একাদশে পাকিস্তান থেকে আছেন শুধু বাবর আজম। এই একাদশের অধিনায়কের দায়িত্বও থাকছে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক বাবরের কাঁধে। সেমির আরেক দল ইংল্যান্ড দল থেকে আছেন ওপেনার জশ বাটলার আর অলরাউন্ডার মঈন আলী।
সুপার টুয়েলভে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সমান চার জয় নিয়েও রানরেটের মারপ্যাঁচে বাদ পড়েছিল দক্ষিণ আফ্রিকা। সেমিতে না উঠলেও প্রোটিয়াদের দুজন আছেন আইসিসির সেরা একাদশে। এইডেন মার্কারামের সঙ্গে পেসার আনরিখ নর্খিয়ে। সেরা একাদশের বাকি দুজন আছেন শ্রীলঙ্কা থেকে। সুপার টুয়েলভ থেকে বিদায় নিলেও লঙ্কানদের চারিথ আসালঙ্কা আর বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ওয়ানিন্দু হাসারাঙ্গা আছেন এই একাদশে।
বিশ্বকাপের সেরা একাদশ:
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ২৮৯ রান
জশ বাটলার (ইংল্যান্ড)- ২৬৯ রান
বাবর আজম (পাকিস্তান)– ৩০৩ রান
চারিথ আসালঙ্কা (শ্রীলঙ্কা)– ২৩১ রান
এইডেন মার্কারাম (দক্ষিণ আফ্রিকা)– ১৬২ রান
মঈন আলী (ইংল্যান্ড)– ৯২ রান ও ৭ উইকেট
ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)– ১৬ উইকেট
অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)– ১৩ উইকেট
জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)– ১১ উইকেট
ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)– ১৩ উইকেট
আনরিখ নর্খিয়ে (দক্ষিণ আফ্রিকা)– ৯ উইকেট
দ্বাদশ খেলোয়াড়:
শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)- ৭ উইকেট
শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। চ্যাম্পিয়ন-রানার্সআপ-টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সব দেখে ফেলার আর একটা জিনিসেই হয়তো সবার আগ্রহ ছিল! বিশ্বকাপে আইসিসির সেরা একাদশ। অপেক্ষা বাড়ায়নি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ঘোষণা করেছে এবারের বিশ্বকাপের সেরা একাদশ।
তারকাদের সঙ্গে নতুনরা যেমন পারফর্ম করেছেন তেমনি অনেক পরীক্ষিতরা হতাশা উপহার দিয়েছেন। সবার তো এগারোজনের একাদশে থাকার সুযোগ নেই। সেরাদের মধ্যে থেকেই তাই আইসিসি সেরা একাদশ নির্বাচন করেছে। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার তিনজন জায়গা পেয়েছেন সেরা একাদশে। বিশ্বকাপের সেরা খেলোয়াড় ডেভিড ওয়ার্নারের সঙ্গে আছেন অ্যাডাম জাম্পা আর জশ হ্যাজেলউড। অন্যদিকে রানার্সআপ নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করছেন ট্রেন্ট বোল্ট।
সুপার টুয়েলভ থেকে একমাত্র অপরাজিত দল হয়ে সেমিফাইনালে উঠেছিল পাকিস্তান। যদিও সেমিতে অজিদের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল টুর্নামেন্ট থেকে। আইসিসির সেরা একাদশে পাকিস্তান থেকে আছেন শুধু বাবর আজম। এই একাদশের অধিনায়কের দায়িত্বও থাকছে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক বাবরের কাঁধে। সেমির আরেক দল ইংল্যান্ড দল থেকে আছেন ওপেনার জশ বাটলার আর অলরাউন্ডার মঈন আলী।
সুপার টুয়েলভে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সমান চার জয় নিয়েও রানরেটের মারপ্যাঁচে বাদ পড়েছিল দক্ষিণ আফ্রিকা। সেমিতে না উঠলেও প্রোটিয়াদের দুজন আছেন আইসিসির সেরা একাদশে। এইডেন মার্কারামের সঙ্গে পেসার আনরিখ নর্খিয়ে। সেরা একাদশের বাকি দুজন আছেন শ্রীলঙ্কা থেকে। সুপার টুয়েলভ থেকে বিদায় নিলেও লঙ্কানদের চারিথ আসালঙ্কা আর বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ওয়ানিন্দু হাসারাঙ্গা আছেন এই একাদশে।
বিশ্বকাপের সেরা একাদশ:
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ২৮৯ রান
জশ বাটলার (ইংল্যান্ড)- ২৬৯ রান
বাবর আজম (পাকিস্তান)– ৩০৩ রান
চারিথ আসালঙ্কা (শ্রীলঙ্কা)– ২৩১ রান
এইডেন মার্কারাম (দক্ষিণ আফ্রিকা)– ১৬২ রান
মঈন আলী (ইংল্যান্ড)– ৯২ রান ও ৭ উইকেট
ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)– ১৬ উইকেট
অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)– ১৩ উইকেট
জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)– ১১ উইকেট
ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)– ১৩ উইকেট
আনরিখ নর্খিয়ে (দক্ষিণ আফ্রিকা)– ৯ উইকেট
দ্বাদশ খেলোয়াড়:
শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)- ৭ উইকেট
বিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
৩০ মিনিট আগেলাহোর কালান্দার্স সবশেষ ম্যাচ খেলেছে ১৫ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচে লাহোরের জার্সিতে রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। এক সপ্তাহ পর আজ লাহোর কালান্দার্স খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।
১ ঘণ্টা আগেআইসিসির ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই পেয়েছেন জসপ্রীত বুমরা। গত বছর দুর্দান্ত ছন্দে থাকায় এবার বুমরা পেয়েছেন আরও এক পুরস্কার। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের এই পেসার।
১ ঘণ্টা আগেবাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন চলে গেছে বৃষ্টির পেটে। বেরসিক বৃষ্টির বাগড়ায় মাঠ কাভারে ছিল ঢাকা। আকাশে কালো মেঘের ঘনঘটা ছিল অনেকক্ষণ পর্যন্ত। তবে সবশেষ খবর অনুযায়ী, সিলেটের আকাশ রোদে ঝলমল করছে।
২ ঘণ্টা আগে