ক্রীড়া ডেস্ক
ভারতকে হারিয়ে ২০২০ সালে সর্বশেষ যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। দুই বছর পর কোয়ার্টার ফাইনালে সেই ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে যুবাদের। অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে গত রাতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভারত জিতেছে অনায়াসে, ৫ উইকেট আর ১১৫ বল হাতে রেখে।
আগেরবার বাংলাদেশের কাছে শিরোপা হারানোর জ্বালা মেটাতেই কাল মাঠে নেমেছিলেন ভারতীয় যুবারা। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরু থেকে তাই আগ্রাসী ভারতীয় বোলাররা। তাঁদের তোপে ১১১ রানেই গুটিয়ে যায় রাকিবুল হাসানের দল। অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত যা একটু ভুগেছে তার কৃতিত্ব রিপন মণ্ডলের। ৯ ওভার বোলিং করে ৩১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই পেসার। তবে রিপনের একার লড়াই শেষ পর্যন্ত বৃথাই গেছে।
ভারতের ওপেনিং ব্যাটার আংক্রিস রঘুভানশি ৪৪ রান করে বাকিদের কাজটা সহজ করে দেন। পেসার তানজিম হাসান সাকিব শুরুতে আরেক ওপেনার হারনুর সিংকে আউট করলেও রঘুভানশির দৃঢ়তায় সেটা ভারতের বিপদের কারণ হতে পারেনি। এরপর রিপনের দারুণ বোলিংয়ে দ্রুত ৪ উইকেট হারালেও অধিনায়ক যশ ডুলের অপরাজিত ২০ রানের ইনিংসে জয় নিশ্চিত করেন ভারতীয় যুবারা।
এর আগে ব্যাটিংয়ে ব্যর্থতার প্রদর্শনী দেখান বাংলাদেশ যুবারা। ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে ভয়ডরহীন ক্রিকেট খেলার কথা বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক রাকিবুল। যদিও ব্যাটিংয়ে এর ছিটেফোঁটাও দেখা যায়নি। ভারতীয় বোলারদের সামনে একপ্রকার অসহায় আত্মসমর্পণ করেন যুবা ব্যাটাররা। শুরুটা ওপেনার মাহফিজুল ইসলামকে দিয়ে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ।
ভারতীয় বোলারদের তোপের মুখে দলের রানটা যে ১০০ পার হলো, সেটার বড় অবদান এস এম মেহরব ও আশিকুর জামানের। দুজন মিলে অষ্টম উইকেটে গড়েন ৫০ রানের জুটি। ৪৮ বলে ৩০ রান করে মেহেরব ফেরার পর আর ৫ রান যোগ করতেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। মেহেরব ছাড়া দুই অঙ্ক ছাড়াতে পেরেছেন শুধু আইচ মোল্লা (১৭) ও আশিকুর জামান (১৬)। বাংলাদেশ ইনিংসে ধস নামানো ভারতীয় পেসার রবি কুমার ৭ ওভারে ১৪ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন। আগামী বুধবার ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
ভারতকে হারিয়ে ২০২০ সালে সর্বশেষ যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। দুই বছর পর কোয়ার্টার ফাইনালে সেই ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে যুবাদের। অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে গত রাতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভারত জিতেছে অনায়াসে, ৫ উইকেট আর ১১৫ বল হাতে রেখে।
আগেরবার বাংলাদেশের কাছে শিরোপা হারানোর জ্বালা মেটাতেই কাল মাঠে নেমেছিলেন ভারতীয় যুবারা। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরু থেকে তাই আগ্রাসী ভারতীয় বোলাররা। তাঁদের তোপে ১১১ রানেই গুটিয়ে যায় রাকিবুল হাসানের দল। অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত যা একটু ভুগেছে তার কৃতিত্ব রিপন মণ্ডলের। ৯ ওভার বোলিং করে ৩১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই পেসার। তবে রিপনের একার লড়াই শেষ পর্যন্ত বৃথাই গেছে।
ভারতের ওপেনিং ব্যাটার আংক্রিস রঘুভানশি ৪৪ রান করে বাকিদের কাজটা সহজ করে দেন। পেসার তানজিম হাসান সাকিব শুরুতে আরেক ওপেনার হারনুর সিংকে আউট করলেও রঘুভানশির দৃঢ়তায় সেটা ভারতের বিপদের কারণ হতে পারেনি। এরপর রিপনের দারুণ বোলিংয়ে দ্রুত ৪ উইকেট হারালেও অধিনায়ক যশ ডুলের অপরাজিত ২০ রানের ইনিংসে জয় নিশ্চিত করেন ভারতীয় যুবারা।
এর আগে ব্যাটিংয়ে ব্যর্থতার প্রদর্শনী দেখান বাংলাদেশ যুবারা। ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে ভয়ডরহীন ক্রিকেট খেলার কথা বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক রাকিবুল। যদিও ব্যাটিংয়ে এর ছিটেফোঁটাও দেখা যায়নি। ভারতীয় বোলারদের সামনে একপ্রকার অসহায় আত্মসমর্পণ করেন যুবা ব্যাটাররা। শুরুটা ওপেনার মাহফিজুল ইসলামকে দিয়ে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ।
ভারতীয় বোলারদের তোপের মুখে দলের রানটা যে ১০০ পার হলো, সেটার বড় অবদান এস এম মেহরব ও আশিকুর জামানের। দুজন মিলে অষ্টম উইকেটে গড়েন ৫০ রানের জুটি। ৪৮ বলে ৩০ রান করে মেহেরব ফেরার পর আর ৫ রান যোগ করতেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। মেহেরব ছাড়া দুই অঙ্ক ছাড়াতে পেরেছেন শুধু আইচ মোল্লা (১৭) ও আশিকুর জামান (১৬)। বাংলাদেশ ইনিংসে ধস নামানো ভারতীয় পেসার রবি কুমার ৭ ওভারে ১৪ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন। আগামী বুধবার ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
ফলোঅন এড়ানো দূরে থাক, দুই ইনিংস মিলিয়ে দুই শ’ রান করতেই হিমশিম খেতে হলো বাংলাদেশকে। প্রথম ইনিংসে মুমিনুল হকের ফিফটিতে টেনেটুনে ১৫৯ রান। দ্বিতীয় ইনিংসে আরও খারাপ অবস্থা—১৪৩ রানে অলআউট। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনেই বাংলাদেশ হেরেছে ইনিংস ও ২৭৩ রানে।
২৫ মিনিট আগেচ্যাম্পিয়ন দল বলে কথা। তা-ও আবার টানা দুবার চ্যাম্পিয়ন। বাংলাদেশ নারী ফুটবল দলের বরণ তো জাঁকজমকপূর্ণই হবে। সাবিনা খাতুনদের দেখতে ঢাকা বিমানবন্দরে দেখা গেছে উপচে পড়া ভিড়।
২ ঘণ্টা আগেবাংলাদেশের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ধসে পড়ে নিয়মিতই। মাঝে মধ্যে দুই একটা জুটিতে যা রান হয়, সেটা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারে না।
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝখানেই শোনা গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা গেল, শান্তকে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না।
৩ ঘণ্টা আগে