পাকিস্তান ক্রিকেটকে নির্বোধ বললেন মাইকেল ভন

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ১৩: ৫৪

পাকিস্তান ক্রিকেট দলে নাটক তো আর নতুন কিছু নয়। মাঠের ক্রিকেট তো রয়েছেই, সেটার পাশাপাশি কিছু ‘আনপ্রেডিক্টেবল’ ঘটনা ঘটে যেগুলো রীতিমতো হতভম্ব করে দেয়। নাটকীয়তায় ভরপুর পাকিস্তান ক্রিকেটকে নিয়ে এবার তোপ দাগলেন মাইকেল ভন। 

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের দল থেকে বাবর আজমকে বাদ দেওয়াতেই মূলত তোপের মুখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কারণ বাবরকে বাদ দেওয়ার ব্যাখ্যায় পিসিবি গতকাল বলেছিল ‘বিশ্রামের’ কথা। সামাজিক মাধ্যমে সরব ভন কী করে বা চুপ থাকতে পারেন! নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক লিখেছেন, ‘পাকিস্তান তো জিতলই না এখনো। ১-০ ব্যবধানে পিছিয়ে আছে। এখন তারা বাবর আজমের মতো সেরা খেলোয়াড়কে বাদ দেওয়ার  সিদ্ধান্ত নিল। পাকিস্তান ক্রিকেট যে সারপ্রাইজে ভরপুর সেই ধারণা তো আমার আছে। তবে এটা তো (বাবরকে বাদ দেওয়া) সবকিছুকে ছাড়িয়ে গেছে। নিঃসন্দেহে নির্বোধের মতো সিদ্ধান্ত। যদি না তাকে ছুটিতে পাঠানো হয়।’ 

টেস্টে বাবর সবশেষ সেঞ্চুরি পেয়েছিলেন ২০২২ এর ডিসেম্বরে। করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৮০ বলে ১৬১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এরপর সেঞ্চুরি তো দূরে থাক, টেস্টে টানা ১৭ ইনিংসে ফিফটিই পাননি। মুলতানে শুক্রবার শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে ৩০ ও ৫ রান করেন বাবর। সেই টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান ৫৫৬ রানে অলআউট হয়েছিল। ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৮২৩ রানে ইনিংস ঘোষণা করেছিল। ২৬৭ রানে পিছিয়ে থাকা পাকিস্তান দ্বিতীয় ইনিংসে  ২২০ রানে ৯ উইকেট পড়তেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। ইনিংস ও ৪৭ রানে হেরে টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে ৫০০-এর বেশি রান করেও ইনিংসে হারার বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান।

শুধু বাবরই নয়, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহর মতো পেসারদেরও বিশ্রামে পাঠিয়েছে পিসিবি। বাবর-শাহিন-নাসিমের মতো ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের দল থেকে বাদ পড়লেন আবরার আহমেদ। ডেঙ্গু আক্রান্ত আবরার প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং করতে পারেননি। সুস্থ না হওয়ায় তাই বাদ দেওয়া হয়েছে এই লেগস্পিনারকে। মুলতানে আগামীকাল শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। রাওয়ালপিন্ডিতে সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ২৪ অক্টোবর।

আরও পড়ুন:

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত