ক্রীড়া ডেস্ক
পাকিস্তান ক্রিকেট দলে নাটক তো আর নতুন কিছু নয়। মাঠের ক্রিকেট তো রয়েছেই, সেটার পাশাপাশি কিছু ‘আনপ্রেডিক্টেবল’ ঘটনা ঘটে যেগুলো রীতিমতো হতভম্ব করে দেয়। নাটকীয়তায় ভরপুর পাকিস্তান ক্রিকেটকে নিয়ে এবার তোপ দাগলেন মাইকেল ভন।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের দল থেকে বাবর আজমকে বাদ দেওয়াতেই মূলত তোপের মুখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কারণ বাবরকে বাদ দেওয়ার ব্যাখ্যায় পিসিবি গতকাল বলেছিল ‘বিশ্রামের’ কথা। সামাজিক মাধ্যমে সরব ভন কী করে বা চুপ থাকতে পারেন! নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক লিখেছেন, ‘পাকিস্তান তো জিতলই না এখনো। ১-০ ব্যবধানে পিছিয়ে আছে। এখন তারা বাবর আজমের মতো সেরা খেলোয়াড়কে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল। পাকিস্তান ক্রিকেট যে সারপ্রাইজে ভরপুর সেই ধারণা তো আমার আছে। তবে এটা তো (বাবরকে বাদ দেওয়া) সবকিছুকে ছাড়িয়ে গেছে। নিঃসন্দেহে নির্বোধের মতো সিদ্ধান্ত। যদি না তাকে ছুটিতে পাঠানো হয়।’
টেস্টে বাবর সবশেষ সেঞ্চুরি পেয়েছিলেন ২০২২ এর ডিসেম্বরে। করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৮০ বলে ১৬১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এরপর সেঞ্চুরি তো দূরে থাক, টেস্টে টানা ১৭ ইনিংসে ফিফটিই পাননি। মুলতানে শুক্রবার শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে ৩০ ও ৫ রান করেন বাবর। সেই টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান ৫৫৬ রানে অলআউট হয়েছিল। ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৮২৩ রানে ইনিংস ঘোষণা করেছিল। ২৬৭ রানে পিছিয়ে থাকা পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ২২০ রানে ৯ উইকেট পড়তেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। ইনিংস ও ৪৭ রানে হেরে টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে ৫০০-এর বেশি রান করেও ইনিংসে হারার বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান।
শুধু বাবরই নয়, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহর মতো পেসারদেরও বিশ্রামে পাঠিয়েছে পিসিবি। বাবর-শাহিন-নাসিমের মতো ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের দল থেকে বাদ পড়লেন আবরার আহমেদ। ডেঙ্গু আক্রান্ত আবরার প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং করতে পারেননি। সুস্থ না হওয়ায় তাই বাদ দেওয়া হয়েছে এই লেগস্পিনারকে। মুলতানে আগামীকাল শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। রাওয়ালপিন্ডিতে সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ২৪ অক্টোবর।
আরও পড়ুন:
পাকিস্তান ক্রিকেট দলে নাটক তো আর নতুন কিছু নয়। মাঠের ক্রিকেট তো রয়েছেই, সেটার পাশাপাশি কিছু ‘আনপ্রেডিক্টেবল’ ঘটনা ঘটে যেগুলো রীতিমতো হতভম্ব করে দেয়। নাটকীয়তায় ভরপুর পাকিস্তান ক্রিকেটকে নিয়ে এবার তোপ দাগলেন মাইকেল ভন।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের দল থেকে বাবর আজমকে বাদ দেওয়াতেই মূলত তোপের মুখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কারণ বাবরকে বাদ দেওয়ার ব্যাখ্যায় পিসিবি গতকাল বলেছিল ‘বিশ্রামের’ কথা। সামাজিক মাধ্যমে সরব ভন কী করে বা চুপ থাকতে পারেন! নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক লিখেছেন, ‘পাকিস্তান তো জিতলই না এখনো। ১-০ ব্যবধানে পিছিয়ে আছে। এখন তারা বাবর আজমের মতো সেরা খেলোয়াড়কে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল। পাকিস্তান ক্রিকেট যে সারপ্রাইজে ভরপুর সেই ধারণা তো আমার আছে। তবে এটা তো (বাবরকে বাদ দেওয়া) সবকিছুকে ছাড়িয়ে গেছে। নিঃসন্দেহে নির্বোধের মতো সিদ্ধান্ত। যদি না তাকে ছুটিতে পাঠানো হয়।’
টেস্টে বাবর সবশেষ সেঞ্চুরি পেয়েছিলেন ২০২২ এর ডিসেম্বরে। করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৮০ বলে ১৬১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এরপর সেঞ্চুরি তো দূরে থাক, টেস্টে টানা ১৭ ইনিংসে ফিফটিই পাননি। মুলতানে শুক্রবার শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে ৩০ ও ৫ রান করেন বাবর। সেই টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান ৫৫৬ রানে অলআউট হয়েছিল। ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৮২৩ রানে ইনিংস ঘোষণা করেছিল। ২৬৭ রানে পিছিয়ে থাকা পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ২২০ রানে ৯ উইকেট পড়তেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। ইনিংস ও ৪৭ রানে হেরে টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে ৫০০-এর বেশি রান করেও ইনিংসে হারার বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান।
শুধু বাবরই নয়, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহর মতো পেসারদেরও বিশ্রামে পাঠিয়েছে পিসিবি। বাবর-শাহিন-নাসিমের মতো ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের দল থেকে বাদ পড়লেন আবরার আহমেদ। ডেঙ্গু আক্রান্ত আবরার প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং করতে পারেননি। সুস্থ না হওয়ায় তাই বাদ দেওয়া হয়েছে এই লেগস্পিনারকে। মুলতানে আগামীকাল শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। রাওয়ালপিন্ডিতে সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ২৪ অক্টোবর।
আরও পড়ুন:
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আজ মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ম্যাচের মধ্যমণি মুশফিকুর রহিম। সামাজিক মাধ্যমে গত রাতে আচমকা এক ঘোষণায় ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিক। আজ মোহামেডান-রূপগঞ্জ টাইগার্স ম্যাচের আগে দেওয়া হয় ‘গার্ড অব অনার’।
১৫ মিনিট আগেভারত-পাকিস্তান ম্যাচের চেয়েও বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ গত কয়েক বছর দারুণ উত্তেজনা ছড়াচ্ছে। বিশেষ করে ২০১৮ নিদহাস ট্রফিতে মুশফিকুর রহিমের সেই ‘নাগিন ড্যান্স’-এর পর থেকেই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক উত্তপ্ত। এবার শত্রুতা ভুলে মুশফিককে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন শ্রীলঙ্কান এক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেমুশফিকুর রহিমের কাছে ক্রিকেট একটা ধ্যানের নাম। ক্রিকেট তাঁর কাছে ধর্ম পালনের মতো। ক্রিকেট তাঁর কাছে এতটাই পবিত্র, মুশফিকের স্ত্রী জান্নাতুল কিফায়েত মন্ডির সামাজিক মাধ্যমে এক পোস্টে আজ জানিয়েছেন, অজু ছাড়া ব্যাট-বল পর্যন্ত স্পর্শ করেন না ‘মি. ডিপেন্ডবল’।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ১৫ সদস্যের দলে থাকলেও একাদশে নামা হয়নি তাঁর। টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্সও ছিল বিবর্ণ। তবে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন তিনি।
৪ ঘণ্টা আগে