ক্রীড়া ডেস্ক
বড় ইনিংস খেলা তো দূরে থাক, লিটন দাসের জন্য এখন এক অঙ্কের গণ্ডি পেরোনোই বিশাল চ্যালেঞ্জ। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে তাঁর এক অঙ্কের ঘরে আউট হওয়া খুব পরিচিত দৃশ্য। কখনো কখনো বিদায় নিচ্ছেন রানের খাতা খোলার আগেই।
রানখরায় ভুগতে থাকা লিটন এরই মধ্যে গড়েছেন বিশেষ এক রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের উইকেটরক্ষকদের মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ পাঁচ ডিসমিসাল করেছেন তিনি। সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমন কীর্তি গড়েছেন লিটন। তাতে ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিমকে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজের বিপক্ষে ৩ ডিসমিসাল করেছিলেন মুশফিক। বিশ্বকাপের সেই বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ভেন্যু ছিল জোহানেসবার্গ। ১টি ক্যাচের পাশাপাশি স্ট্যাম্পিং করেছেন ২টি।
সেন্ট ভিনসেন্টে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লিটন মেরেছেন গোল্ডেন ডাক। অধিনায়কত্বের চাপ বা সাম্প্রতিক অফফর্মের চাপেই হয়তো এমনটা হয়েছে। তবে উইকেটের পিছনে ছিলেন দুর্দান্ত। ওয়েস্ট ইন্ডিজের ১০ উইকেটের মধ্যে অর্ধেকেই অবদান তাঁর। ৪টি ক্যাচ ধরেছেন এবং একটি স্ট্যাম্পিং করেছেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের উইকেটরক্ষকদের মধ্যে দুইয়ে শুধু মুশফিক একাই নন। নুরুল হাসান সোহান এক ম্যাচে তিনটি করে ডিসমিসালের কীর্তি গড়েছেন দুইবার করে। দুটিই তিনি করেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। লিটনেরও এক ম্যাচে তিনটি ডিসমিসালের কীর্তি রয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে গত বছর উইকেটরক্ষক হিসেবে তিনটি ক্যাচ ধরেন লিটন।
ডিসমিসাল | প্রতিপক্ষ | ভেন্যু | সাল | |
---|---|---|---|---|
লিটন দাস | ৫ | ওয়েস্ট ইন্ডিজ | সেন্ট ভিনসেন্ট | ২০২৪ |
মুশফিকুর রহিম | ৩ | ওয়েস্ট ইন্ডিজ | জোহানেসবার্গ | ২০০৭ (বিশ্বকাপ) |
নুরুল হাসান সোহান | ৩ | পাপুয়া নিউগিনি | আল আমেরাত | ২০২১ (বিশ্বকাপ) |
নুরুল হাসান সোহান | ৩ | জিম্বাবুয়ে | ব্রিসবেন | ২০২২ (বিশ্বকাপ) |
লিটন দাস | ৩ | আয়ারল্যান্ড | চট্টগ্রাম | ২০২৩ |
বড় ইনিংস খেলা তো দূরে থাক, লিটন দাসের জন্য এখন এক অঙ্কের গণ্ডি পেরোনোই বিশাল চ্যালেঞ্জ। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে তাঁর এক অঙ্কের ঘরে আউট হওয়া খুব পরিচিত দৃশ্য। কখনো কখনো বিদায় নিচ্ছেন রানের খাতা খোলার আগেই।
রানখরায় ভুগতে থাকা লিটন এরই মধ্যে গড়েছেন বিশেষ এক রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের উইকেটরক্ষকদের মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ পাঁচ ডিসমিসাল করেছেন তিনি। সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমন কীর্তি গড়েছেন লিটন। তাতে ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিমকে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজের বিপক্ষে ৩ ডিসমিসাল করেছিলেন মুশফিক। বিশ্বকাপের সেই বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ভেন্যু ছিল জোহানেসবার্গ। ১টি ক্যাচের পাশাপাশি স্ট্যাম্পিং করেছেন ২টি।
সেন্ট ভিনসেন্টে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লিটন মেরেছেন গোল্ডেন ডাক। অধিনায়কত্বের চাপ বা সাম্প্রতিক অফফর্মের চাপেই হয়তো এমনটা হয়েছে। তবে উইকেটের পিছনে ছিলেন দুর্দান্ত। ওয়েস্ট ইন্ডিজের ১০ উইকেটের মধ্যে অর্ধেকেই অবদান তাঁর। ৪টি ক্যাচ ধরেছেন এবং একটি স্ট্যাম্পিং করেছেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের উইকেটরক্ষকদের মধ্যে দুইয়ে শুধু মুশফিক একাই নন। নুরুল হাসান সোহান এক ম্যাচে তিনটি করে ডিসমিসালের কীর্তি গড়েছেন দুইবার করে। দুটিই তিনি করেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। লিটনেরও এক ম্যাচে তিনটি ডিসমিসালের কীর্তি রয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে গত বছর উইকেটরক্ষক হিসেবে তিনটি ক্যাচ ধরেন লিটন।
ডিসমিসাল | প্রতিপক্ষ | ভেন্যু | সাল | |
---|---|---|---|---|
লিটন দাস | ৫ | ওয়েস্ট ইন্ডিজ | সেন্ট ভিনসেন্ট | ২০২৪ |
মুশফিকুর রহিম | ৩ | ওয়েস্ট ইন্ডিজ | জোহানেসবার্গ | ২০০৭ (বিশ্বকাপ) |
নুরুল হাসান সোহান | ৩ | পাপুয়া নিউগিনি | আল আমেরাত | ২০২১ (বিশ্বকাপ) |
নুরুল হাসান সোহান | ৩ | জিম্বাবুয়ে | ব্রিসবেন | ২০২২ (বিশ্বকাপ) |
লিটন দাস | ৩ | আয়ারল্যান্ড | চট্টগ্রাম | ২০২৩ |
লাহোর কালান্দার্স সবশেষ ম্যাচ খেলেছে ১৫ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচে লাহোরের জার্সিতে রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। এক সপ্তাহ পর আজ লাহোর কালান্দার্স খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।
৮ মিনিট আগেআইসিসির ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই পেয়েছেন জসপ্রীত বুমরা। গত বছর দুর্দান্ত ছন্দে থাকায় এবার বুমরা পেয়েছেন আরও এক পুরস্কার। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের এই পেসার।
৪১ মিনিট আগেবাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন চলে গেছে বৃষ্টির পেটে। বেরসিক বৃষ্টির বাগড়ায় মাঠ কাভারে ছিল ঢাকা। আকাশে কালো মেঘের ঘনঘটা ছিল অনেকক্ষণ পর্যন্ত। তবে সবশেষ খবর অনুযায়ী, সিলেটের আকাশ রোদে ঝলমল করছে।
১ ঘণ্টা আগেফেডারেশন কাপ জিতে গত মৌসুমে ‘ট্রেবল’ শিরোপা নিশ্চিত করেছিল বসুন্ধরা কিংস। এবারের মৌসুমটা চ্যালেঞ্জ কাপ জিতে শুরু করলেও চেনা ছন্দে নেই তারা। প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই থেকে প্রায় ছিটকে গেছে বলা যায়। লড়াইটা এখন তাদের ফেডারেশন কাপের শিরোপা ধরে রাখার। যেখানে বাধা হয়ে দাঁড়িয়ে আছে আবাহনী লিমিটেড।
২ ঘণ্টা আগে