ক্রীড়া ডেস্ক
বড় ইনিংস খেলা তো দূরে থাক, লিটন দাসের জন্য এখন এক অঙ্কের গণ্ডি পেরোনোই বিশাল চ্যালেঞ্জ। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে তাঁর এক অঙ্কের ঘরে আউট হওয়া খুব পরিচিত দৃশ্য। কখনো কখনো বিদায় নিচ্ছেন রানের খাতা খোলার আগেই।
রানখরায় ভুগতে থাকা লিটন এরই মধ্যে গড়েছেন বিশেষ এক রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের উইকেটরক্ষকদের মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ পাঁচ ডিসমিসাল করেছেন তিনি। সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমন কীর্তি গড়েছেন লিটন। তাতে ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিমকে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজের বিপক্ষে ৩ ডিসমিসাল করেছিলেন মুশফিক। বিশ্বকাপের সেই বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ভেন্যু ছিল জোহানেসবার্গ। ১টি ক্যাচের পাশাপাশি স্ট্যাম্পিং করেছেন ২টি।
সেন্ট ভিনসেন্টে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লিটন মেরেছেন গোল্ডেন ডাক। অধিনায়কত্বের চাপ বা সাম্প্রতিক অফফর্মের চাপেই হয়তো এমনটা হয়েছে। তবে উইকেটের পিছনে ছিলেন দুর্দান্ত। ওয়েস্ট ইন্ডিজের ১০ উইকেটের মধ্যে অর্ধেকেই অবদান তাঁর। ৪টি ক্যাচ ধরেছেন এবং একটি স্ট্যাম্পিং করেছেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের উইকেটরক্ষকদের মধ্যে দুইয়ে শুধু মুশফিক একাই নন। নুরুল হাসান সোহান এক ম্যাচে তিনটি করে ডিসমিসালের কীর্তি গড়েছেন দুইবার করে। দুটিই তিনি করেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। লিটনেরও এক ম্যাচে তিনটি ডিসমিসালের কীর্তি রয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে গত বছর উইকেটরক্ষক হিসেবে তিনটি ক্যাচ ধরেন লিটন।
ডিসমিসাল | প্রতিপক্ষ | ভেন্যু | সাল | |
---|---|---|---|---|
লিটন দাস | ৫ | ওয়েস্ট ইন্ডিজ | সেন্ট ভিনসেন্ট | ২০২৪ |
মুশফিকুর রহিম | ৩ | ওয়েস্ট ইন্ডিজ | জোহানেসবার্গ | ২০০৭ (বিশ্বকাপ) |
নুরুল হাসান সোহান | ৩ | পাপুয়া নিউগিনি | আল আমেরাত | ২০২১ (বিশ্বকাপ) |
নুরুল হাসান সোহান | ৩ | জিম্বাবুয়ে | ব্রিসবেন | ২০২২ (বিশ্বকাপ) |
লিটন দাস | ৩ | আয়ারল্যান্ড | চট্টগ্রাম | ২০২৩ |
বড় ইনিংস খেলা তো দূরে থাক, লিটন দাসের জন্য এখন এক অঙ্কের গণ্ডি পেরোনোই বিশাল চ্যালেঞ্জ। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে তাঁর এক অঙ্কের ঘরে আউট হওয়া খুব পরিচিত দৃশ্য। কখনো কখনো বিদায় নিচ্ছেন রানের খাতা খোলার আগেই।
রানখরায় ভুগতে থাকা লিটন এরই মধ্যে গড়েছেন বিশেষ এক রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের উইকেটরক্ষকদের মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ পাঁচ ডিসমিসাল করেছেন তিনি। সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমন কীর্তি গড়েছেন লিটন। তাতে ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিমকে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজের বিপক্ষে ৩ ডিসমিসাল করেছিলেন মুশফিক। বিশ্বকাপের সেই বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ভেন্যু ছিল জোহানেসবার্গ। ১টি ক্যাচের পাশাপাশি স্ট্যাম্পিং করেছেন ২টি।
সেন্ট ভিনসেন্টে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লিটন মেরেছেন গোল্ডেন ডাক। অধিনায়কত্বের চাপ বা সাম্প্রতিক অফফর্মের চাপেই হয়তো এমনটা হয়েছে। তবে উইকেটের পিছনে ছিলেন দুর্দান্ত। ওয়েস্ট ইন্ডিজের ১০ উইকেটের মধ্যে অর্ধেকেই অবদান তাঁর। ৪টি ক্যাচ ধরেছেন এবং একটি স্ট্যাম্পিং করেছেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের উইকেটরক্ষকদের মধ্যে দুইয়ে শুধু মুশফিক একাই নন। নুরুল হাসান সোহান এক ম্যাচে তিনটি করে ডিসমিসালের কীর্তি গড়েছেন দুইবার করে। দুটিই তিনি করেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। লিটনেরও এক ম্যাচে তিনটি ডিসমিসালের কীর্তি রয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে গত বছর উইকেটরক্ষক হিসেবে তিনটি ক্যাচ ধরেন লিটন।
ডিসমিসাল | প্রতিপক্ষ | ভেন্যু | সাল | |
---|---|---|---|---|
লিটন দাস | ৫ | ওয়েস্ট ইন্ডিজ | সেন্ট ভিনসেন্ট | ২০২৪ |
মুশফিকুর রহিম | ৩ | ওয়েস্ট ইন্ডিজ | জোহানেসবার্গ | ২০০৭ (বিশ্বকাপ) |
নুরুল হাসান সোহান | ৩ | পাপুয়া নিউগিনি | আল আমেরাত | ২০২১ (বিশ্বকাপ) |
নুরুল হাসান সোহান | ৩ | জিম্বাবুয়ে | ব্রিসবেন | ২০২২ (বিশ্বকাপ) |
লিটন দাস | ৩ | আয়ারল্যান্ড | চট্টগ্রাম | ২০২৩ |
সেমিফাইনালে এক পা আগে থেকেই দিয়ে রেখেছিল দক্ষিণ আফ্রিকা। আনুষ্ঠানিকতাই ছিল বাকি। করাচিতে গতকাল ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে প্রোটিয়ারা। শেষ চারে প্রতিপক্ষ ঠিক না হলেও আপাতত সেটা নিয়ে ভাবতে চান না দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মার্কো ইয়ানসেন।
২৮ মিনিট আগেকাগজে-কলমে হলেও আফগানিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের আশা টিকে ছিল। কিন্তু করাচিতে গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ডের হতশ্রী পারফরম্যান্সেই আফগানদের বিদায় নিশ্চিত হয়েছে। বাংলাদেশ তো আগেভাগেই ছিটকে গেছে। আর আইসিসির থেকে বাংলাদেশের চেয়ে বেশি টাকা নিয়ে দেশে ফিরছে...
১ ঘণ্টা আগেভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। শিহরণ জাগানিয়া ম্যাচটির জন্য খেলোয়াড়দের মানসিকতা নিয়ে কোনো দুর্ভাবনা নেই কোচ হাভিয়ের কাবরেরার। আপাতত কিংস অ্যারেনায় অনুশীলন করলেও ৫ মার্চ সৌদি আরবে যাবে দল।
১৪ ঘণ্টা আগেবৃষ্টি আগের দিন অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে তুললেও ক্ষীণ করে তুলেছিল আফগানদের শেষ চারের ওঠার সম্ভাবনা। সেটা এতই ক্ষীণ যে তা উবে যাওয়ার জন্য গতকাল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের শেষ পর্যন্তও অপেক্ষা করতে হলো না। করাচিতে কাল ইংল্যান্ডে ১৭৯ রানে অলআউট করেই শেষ চার নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। তাতেই
১৪ ঘণ্টা আগে