ক্রীড়া ডেস্ক
আইসিসি ছেলেদের ক্রিকেট কমিটির প্রধান হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন সৌরভ গাঙ্গুলী। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) গতকাল এক বিবৃতিতে সেটা নিশ্চিত করেছে। ভারতের আরেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণও প্যানেলে জায়গা ধরে রেখেছেন।
নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে আইসিসি গতকাল সংস্থার পদগুলোতে কে কোথায় আছেন, সেটা জানিয়েছে। সৌরভ-লক্ষ্মণের পাশাপাশি ছেলেদের ক্রিকেট কমিটিতে বর্তমানে খেলছেন, এমন ক্রিকেটারদের মধ্যে শুধু দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা আছেন। বাকিরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন। এই কমিটিতে আছেন আফগানিস্তানের সাবেক ক্রিকেটার হামিদ হাসান, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ডেসমন্ড হেইন্স এবং সাবেক ইংলিশ ক্রিকেটর জোনাথন ট্রট। বর্তমানে আফগানদের প্রধান কোচের দায়িত্বে আছেন ট্রট।
আইসিসি নারী ক্রিকেট কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্যাথেরিন ক্যাম্পবেল। এই কমিটিতে অস্ট্রেলিয়ার সাবেক নারী ক্রিকেটার অ্যাভ্রিল ফাহে আছেন। আরও আছেন ফোলেৎসি মোসেকি। ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) প্রধান নির্বাহী হিসেবেও কাজ করছেন। সংস্থাগুলোর দায়িত্বরত কর্মকর্তাদের নামের পাশাপাশি আফগানিস্তানের নারী ক্রিকেটারদের জন্য যে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে, সেটাও আইসিসি জানিয়েছে।
২০২১ সালে সৌরভ ছেলেদের ক্রিকেট কমিটির প্রধান হিসেবে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন। চার বছর আগে অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হয়েছিলেন সৌরভ। তিন বছর দায়িত্ব পালন করে কুম্বলে পদত্যাগ করেছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে সৌরভের। ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত ছিলেন বিসিসিআই প্রধানের দায়িত্বে। এছাড়া তাঁর নেতৃত্বে ভারত ২০০২ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শিরোপা জিতেছিল যুগ্মভাবে। সেবার ভারতের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।
আইসিসি ছেলেদের ক্রিকেট কমিটির প্রধান হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন সৌরভ গাঙ্গুলী। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) গতকাল এক বিবৃতিতে সেটা নিশ্চিত করেছে। ভারতের আরেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণও প্যানেলে জায়গা ধরে রেখেছেন।
নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে আইসিসি গতকাল সংস্থার পদগুলোতে কে কোথায় আছেন, সেটা জানিয়েছে। সৌরভ-লক্ষ্মণের পাশাপাশি ছেলেদের ক্রিকেট কমিটিতে বর্তমানে খেলছেন, এমন ক্রিকেটারদের মধ্যে শুধু দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা আছেন। বাকিরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন। এই কমিটিতে আছেন আফগানিস্তানের সাবেক ক্রিকেটার হামিদ হাসান, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ডেসমন্ড হেইন্স এবং সাবেক ইংলিশ ক্রিকেটর জোনাথন ট্রট। বর্তমানে আফগানদের প্রধান কোচের দায়িত্বে আছেন ট্রট।
আইসিসি নারী ক্রিকেট কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্যাথেরিন ক্যাম্পবেল। এই কমিটিতে অস্ট্রেলিয়ার সাবেক নারী ক্রিকেটার অ্যাভ্রিল ফাহে আছেন। আরও আছেন ফোলেৎসি মোসেকি। ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) প্রধান নির্বাহী হিসেবেও কাজ করছেন। সংস্থাগুলোর দায়িত্বরত কর্মকর্তাদের নামের পাশাপাশি আফগানিস্তানের নারী ক্রিকেটারদের জন্য যে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে, সেটাও আইসিসি জানিয়েছে।
২০২১ সালে সৌরভ ছেলেদের ক্রিকেট কমিটির প্রধান হিসেবে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন। চার বছর আগে অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হয়েছিলেন সৌরভ। তিন বছর দায়িত্ব পালন করে কুম্বলে পদত্যাগ করেছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে সৌরভের। ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত ছিলেন বিসিসিআই প্রধানের দায়িত্বে। এছাড়া তাঁর নেতৃত্বে ভারত ২০০২ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শিরোপা জিতেছিল যুগ্মভাবে। সেবার ভারতের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।
আইসিসির ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই পেয়েছেন জসপ্রীত বুমরা। গত বছর দুর্দান্ত ছন্দে থাকায় এবার বুমরা পেয়েছেন আরও এক পুরস্কার। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের এই পেসার।
৬ মিনিট আগেবাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন চলে গেছে বৃষ্টির পেটে। বেরসিক বৃষ্টির বাগড়ায় মাঠ কাভারে ছিল ঢাকা। আকাশে কালো মেঘের ঘনঘটা ছিল অনেকক্ষণ পর্যন্ত। তবে সবশেষ খবর অনুযায়ী, সিলেটের আকাশ রোদে ঝলমল করছে।
১ ঘণ্টা আগেফেডারেশন কাপ জিতে গত মৌসুমে ‘ট্রেবল’ শিরোপা নিশ্চিত করেছিল বসুন্ধরা কিংস। এবারের মৌসুমটা চ্যালেঞ্জ কাপ জিতে শুরু করলেও চেনা ছন্দে নেই তারা। প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই থেকে প্রায় ছিটকে গেছে বলা যায়। লড়াইটা এখন তাদের ফেডারেশন কাপের শিরোপা ধরে রাখার। যেখানে বাধা হয়ে দাঁড়িয়ে আছে আবাহনী লিমিটেড।
১ ঘণ্টা আগেফুটবল হোক বা ক্রিকেট—কোনো খেলায় কখন যে কী ঘটবে, তা আগে থেকে অনুমান করা মুশকিল। ম্যাচের ফল ছাপিয়ে মাঝেমধ্যে অপ্রত্যাশিত ঘটনাও ঘটে। টটেনহাম হটস্পার স্টেডিয়ামে গত রাতে এক প্রিমিয়ার লিগে আগুন নিয়ে আতঙ্ক দেখা গেছে
১ ঘণ্টা আগে