নেপালের নতুন অধিনায়ক ২১ বছরের লামিচানে

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৪
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৬

নেপাল ক্রিকেটের অস্থিতিশীল পরিস্থিতির কারণে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে জ্ঞানেন্দ্র মাল্লাকে। ৩১ বছর বয়সী মাল্লারের জায়গায় সন্দ্বীপ লামিচানেকে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২১ বছর বয়সী তরুণ এই লেগ স্পিনার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে চেনা মুখ। খেলেছেন আইপিএল, বিপিএলসহ বেশ কয়েকটি লিগে। 

লামিচানে এর আগে ২০১৬ সালে এশিয়া কাপ ও পরের বছর এশিয়ান ক্রিকেট কাউন্সিল বিশ্বকাপ বাছাইপর্বে নেপাল অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। সম্প্রতি নেপালের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগে কাঠমান্ডু কিংস এলিভেনের হয়েও অধিনায়কত্ব করেন লামিচানে। এবার জাতীয় দলের অধিনায়কত্ব পাওয়ার পর দারুণ উচ্ছ্বসিত লামিচানে। তিনি বলেন, ‘শুভকামনা নেপাল। আমরা সেরাটা দেব এবং খেলাটা উপভোগ করব। জয় নেপাল।’ 

এদিকে বোর্ডের সঙ্গে ঝামেলায় জড়ানো জ্ঞানেন্দ্র মাল্লা ও দীপেন্দ্র সিং দুজনই ছিলেন ভালো ছন্দে। সর্বশেষ দুই ওয়ানডেতে হাফ সেঞ্চুরি করেছিলেন মাল্লা। দারুণ ছন্দে ছিলেন দীপেন্দ্র সিং। তবু তাদের দায়িত্ব থেকে সরিয়েছে নেপাল ক্রিকেট। ছয় মাসের জন্য কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছেন এ দুই ক্রিকেটার। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত