ক্রীড়া ডেস্ক
বাবর আজমের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পিসিবির কেন্দ্রীয় চুক্তি ও দল থাকে বাদ পড়েন ফখর জামান। এক্সে করা পোস্টের জন্য ফখরকে কারণ দর্শানোর নোটিশও পাঠায় পিসিবি। কয়েক মাস পর বাবরকে নিয়ে করা সেই পোস্টের ব্যাখ্যা দিলেন ফখর। জানিয়েছেন বোর্ডের বিপক্ষে কিছু বলতে চাননি তিনি। ভুলভাবে তাঁর পোস্টকে ব্যাখ্যা করা হয়েছে।
পোস্টটা বোর্ডের সিদ্ধান্তের আগের উল্লেখ করে সম্প্রতি এক অনুষ্ঠানে ফখর বলেছেন, ‘আমি পরে বিষয়টা নিয়ে ভেবেছি যে, আমার আসলে তখন টুইটটা আমার করা উচিত হয়নি। তবে লোকে আমার পোস্টটা ভুলভাবে নিয়েছে। তারা ভেবেছে আমি বোর্ডের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছি। তবে এটা শতভাগ ভুল। আপনি যদি আমার টুইটের সময়টা দেখেন, দেখা যাবে আমি বোর্ডের সিদ্ধান্তের আগে পোস্ট করেছিলাম।’
ফখরের দাবি, বাবরের অর্জনকে ছোট করে দেখা হচ্ছি। এ জন্যই করেছেন পোস্ট। এই বাঁহাতি ওপেনার বলেন, ‘আমি ২-৩ দিন ধরে নিউজে দেখছিলাম সাংবাদিকেরা এবং সাবেক ক্রিকেটাররা বাবরের সমালোচনা করছিলেন। মনে করেছিলাম বাবর দলের জন্য অনেক কিছু করেছে, তবুও তারা চাচ্ছিলেন যেন বাবরকে দল থেকে বাদ দেওয়া হয়।’
তবে এভাবে পোস্ট করা ঠিক হয়নি মনে করছেন ফখর। পরবর্তী প্রজন্মকে কিছুটা সাবধান করেই বললেন, ‘আমি আসলে সে সব দেখে নিজের মতামতটা দিয়েছিলাম। তবে আমি বুঝতে পারছি, কেউই বোর্ডের ঊর্ধ্বে নয়। তরুণ ক্রিকেটারদের এও বলতে চাই যে, তোমরা যত বড়ই হও না কেন, কেউই বোর্ডের ঊর্ধ্বে নয় এবং তোমাদের তাদের সমালোচনা করা উচিত নয় যখন তোমরা খেলা চালিয়ে যাচ্ছো। তবে হ্যাঁ, আমার ব্যাখ্যাটা হচ্ছে আমি টুইটটা করেছিলাম বোর্ডের সিদ্ধান্তের আগে।’
বাবর আজমের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পিসিবির কেন্দ্রীয় চুক্তি ও দল থাকে বাদ পড়েন ফখর জামান। এক্সে করা পোস্টের জন্য ফখরকে কারণ দর্শানোর নোটিশও পাঠায় পিসিবি। কয়েক মাস পর বাবরকে নিয়ে করা সেই পোস্টের ব্যাখ্যা দিলেন ফখর। জানিয়েছেন বোর্ডের বিপক্ষে কিছু বলতে চাননি তিনি। ভুলভাবে তাঁর পোস্টকে ব্যাখ্যা করা হয়েছে।
পোস্টটা বোর্ডের সিদ্ধান্তের আগের উল্লেখ করে সম্প্রতি এক অনুষ্ঠানে ফখর বলেছেন, ‘আমি পরে বিষয়টা নিয়ে ভেবেছি যে, আমার আসলে তখন টুইটটা আমার করা উচিত হয়নি। তবে লোকে আমার পোস্টটা ভুলভাবে নিয়েছে। তারা ভেবেছে আমি বোর্ডের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছি। তবে এটা শতভাগ ভুল। আপনি যদি আমার টুইটের সময়টা দেখেন, দেখা যাবে আমি বোর্ডের সিদ্ধান্তের আগে পোস্ট করেছিলাম।’
ফখরের দাবি, বাবরের অর্জনকে ছোট করে দেখা হচ্ছি। এ জন্যই করেছেন পোস্ট। এই বাঁহাতি ওপেনার বলেন, ‘আমি ২-৩ দিন ধরে নিউজে দেখছিলাম সাংবাদিকেরা এবং সাবেক ক্রিকেটাররা বাবরের সমালোচনা করছিলেন। মনে করেছিলাম বাবর দলের জন্য অনেক কিছু করেছে, তবুও তারা চাচ্ছিলেন যেন বাবরকে দল থেকে বাদ দেওয়া হয়।’
তবে এভাবে পোস্ট করা ঠিক হয়নি মনে করছেন ফখর। পরবর্তী প্রজন্মকে কিছুটা সাবধান করেই বললেন, ‘আমি আসলে সে সব দেখে নিজের মতামতটা দিয়েছিলাম। তবে আমি বুঝতে পারছি, কেউই বোর্ডের ঊর্ধ্বে নয়। তরুণ ক্রিকেটারদের এও বলতে চাই যে, তোমরা যত বড়ই হও না কেন, কেউই বোর্ডের ঊর্ধ্বে নয় এবং তোমাদের তাদের সমালোচনা করা উচিত নয় যখন তোমরা খেলা চালিয়ে যাচ্ছো। তবে হ্যাঁ, আমার ব্যাখ্যাটা হচ্ছে আমি টুইটটা করেছিলাম বোর্ডের সিদ্ধান্তের আগে।’
বোর্ডার-গাভাস্কার ট্রফি ১-১-এ সমতায় থাকায় বক্সিং ডে টেস্ট নিয়ে এমনিতেই সবার আগ্রহ বাড়ছে। ক্রমবর্ধমান সে আগ্রহে নতুন মাত্রা এনেছে মাঠের বাইরে দুই শিবিরের অন্য উত্তেজনা। ছবি তোলা নিয়ে কিছুদিন আগে মেলবোর্ন বিমানবন্দরে অস্ট্রেলীয় সাংবাদিকদের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়েছিলেন ভারতের বিরাট কোহলি। পরে নাকি
১৫ মিনিট আগে২০২৪ এনসিএল টি-টোয়েন্টির প্রাপ্তির তালিকা করলে সবার আগে আসবে জিসান আলমের নাম। ২০২৩ যুব এশিয়া কাপজয়ী দলের এই ওপেনার এনসিএল টি-টোয়েন্টির প্রথম ম্যাচেই ঝোড়ো সেঞ্চুরি করে আলোচনায় আসেন।
২২ মিনিট আগেঅবশেষে চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ করেছে আইসিসি। সূচিতে তেমন কোনো চমক নেই। গত দুই মাসে নানা মাধ্যমে চ্যাম্পিয়নস ট্রফির সূচি সামনে চলে এসেছে। হাইব্রিড মডেলে হতে যাওয়া টুর্নামেন্টে বাংলাদেশের সূচিও অনেকটা জানা। ‘এ’ গ্রুপে ভারত থাকায় বাংলাদেশকে খেলতে হবে পাকিস্তান ও আরব আমিরাতে। হাইব্রিড মডেলে ভ্রমণ
১ ঘণ্টা আগে১২৭ রান, ১৫ উইকেট, ৪.৫৬ রানরেট—একটা ম্যাচ কতটা ম্যাড়মেড়ে হতে পারে, এই পরিসংখ্যানে স্পষ্ট। ম্যাড়মেড়ে এই ম্যাচটিই হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণের ফাইনাল। তবে সিলেটে এমন ফাইনাল দেখতে আসেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।
১৩ ঘণ্টা আগে