ধর্ষণে অভিযুক্ত লামিচানের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল নেপাল

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬: ৩৩
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ২৬

সন্দীপ লামিচানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (ক্যান)। ক্যানের মহাব্যবস্থাপক বৃতান্ত খানাল ইএসপিএন ক্রিকইনফোকে লামিচানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানিয়েছেন।

চলতি বছরের জানুয়ারিতে লামিচানের জামিন মঞ্জুর করে আদালত। নেপাল যদি দেশের বাইরে খেলতে যায়, লামিচানের খেলা নির্ভর করবে কোর্টের অনুমতির ওপর। ক্যানের মহাব্যবস্থাপকের কথারও সারমর্ম এটাই। 

গত বছরের ৬ সেপ্টেম্বর গৌশালা মহানগর পুলিশের কাছে লামিচানের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন ১৭ বছরের কিশোরী। ৮ সেপ্টেম্বর কাঠমান্ডু জেলা আদালত নেপালি এই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গ্রেপ্তারি পরোয়ানা জারির পরই নেপালি লেগস্পিনারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপর ৬ অক্টোবর দেশে ফিরলে কাঠমাণ্ডু ত্রিভুবন বিমানবন্দর থেকে তাঁকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করেছিল পুলিশ। নিজেকে তখন নির্দোষ দাবি করেছিলেন নেপালি এই তারকা ক্রিকেটার। 

গত বছরের ৩০ আগস্ট কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন লামিচানে। নেপালি এই লেগস্পিনারের এটাই সর্বশেষ ক্রিকেট ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে ৩০ ওয়ানডে ও ৪৪ টি-টোয়েন্টি খেলেছেন লামিচানে। ৭৪ ম্যাচে নিয়েছেন ১৫৪ উইকেট। ওয়ানডেতে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ২২ ম্যাচে ৫০ উইকেট নিয়েছেন তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত