ক্রীড়া ডেস্ক
সময়টা ভালো যাচ্ছে না ভারতের। নিউজিল্যান্ডের কাছে ৩ ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে ভারত। যেখানে ভারত তাদের ইতিহাসে প্রথমবারের মতো ঘরের মাঠে ৩-০ ব্যবধানে টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে। প্রভাব পড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলেও।
নিউজিল্যান্ড সিরিজে ভারতের পারফরম্যান্স কতটা হতশ্রী ছিল, সেটা বোঝাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তৃতীয় টেস্টের স্কোরকার্ডই স্পষ্ট। নিউজিল্যান্ডের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মার দল গুটিয়ে গেছে ১২১ রানে। টেস্ট সিরিজে ধবলধোলাই হয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলে দুইয়ে নেমে গেল ভারত। এশিয়ার দলটির সাফল্যের হার ৫৮.৩৩। তারা এই চক্রে খেলেছে ১৪ টেস্ট। অথচ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ৭৪.২৪ শতাংশ সফলতার হার নিয়ে সবার ওপরে ছিল ভারত।
ভারতের হারানো সিংহাসন এখন অস্ট্রেলিয়ার দখলে। ১২ ম্যাচ খেলা অজিদের সফলতার হার ৬২.৫। এই দুটি দলই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে এ মাসের শেষে। ২২ নভেম্বর পার্থে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। উড়তে থাকা ভারতের জন্য ফাইনাল খেলা অনেকটা শঙ্কার মুখেই পড়েছে। কারণ ভারতের কাছে এই পাঁচ ম্যাচই শেষ সুযোগ ফাইনালে উঠতে।
ভারতের মাঠে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের। পাঁচ থেকে চারে উঠেছে ব্ল্যাকক্যাপসরা। কিউইদের সফলতার হার এখন ৫৪.৫৫। টম লাথামের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড এবারই ভারতকে তাদের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে। কিউইরা এগিয়ে যাওয়ায় পেছাল দক্ষিণ আফ্রিকা। চার থেকে পাঁচে নেমে যাওয়া প্রোটিয়াদের সফলতার হার এখন ৫৪.১৯।
পয়েন্ট টেবিলের প্রথম পাঁচ দলের মধ্যে এখন ফাইনালে ওঠার প্রতিযোগিতা জমে উঠেছে। শ্রীলঙ্কার এখনো বাকি চার ম্যাচ। যার মধ্যে দুটি খেলবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাকি দুই ম্যাচ লঙ্কানরা খেলবে দক্ষিণ আফ্রিকার মাঠে প্রোটিয়াদের বিপক্ষে। নিউজিল্যান্ডের হাতে বাকি রয়েছে ৩ ম্যাচ। ২৮ নভেম্বর ক্রাইস্টচার্চে শুরু হচ্ছে নিউজিল্যান্ড-ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ।
দক্ষিণ আফ্রিকার হাতে থাকা ৪ ম্যাচের ৪টি খেলবে ঘরের মাঠে। শ্রীলঙ্কা-পাকিস্তান দুই দলের বিপক্ষেই দুটি করে ম্যাচ খেলবে প্রোটিয়ারা। অন্যদিকে অস্ট্রেলিয়ার বাকি থাকল ৭ ম্যাচ। তবে পয়েন্ট টেবিলের ছয়, সাত, আট ও নয় নম্বরে থাকা ইংল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল খেলার সুযোগ শেষ। বাংলাদেশের এই চক্রে বাকি কেবল ২ ম্যাচ। দুটি ম্যাচই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে খেলবে বাংলাদেশ।
সময়টা ভালো যাচ্ছে না ভারতের। নিউজিল্যান্ডের কাছে ৩ ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে ভারত। যেখানে ভারত তাদের ইতিহাসে প্রথমবারের মতো ঘরের মাঠে ৩-০ ব্যবধানে টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে। প্রভাব পড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলেও।
নিউজিল্যান্ড সিরিজে ভারতের পারফরম্যান্স কতটা হতশ্রী ছিল, সেটা বোঝাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তৃতীয় টেস্টের স্কোরকার্ডই স্পষ্ট। নিউজিল্যান্ডের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মার দল গুটিয়ে গেছে ১২১ রানে। টেস্ট সিরিজে ধবলধোলাই হয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলে দুইয়ে নেমে গেল ভারত। এশিয়ার দলটির সাফল্যের হার ৫৮.৩৩। তারা এই চক্রে খেলেছে ১৪ টেস্ট। অথচ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ৭৪.২৪ শতাংশ সফলতার হার নিয়ে সবার ওপরে ছিল ভারত।
ভারতের হারানো সিংহাসন এখন অস্ট্রেলিয়ার দখলে। ১২ ম্যাচ খেলা অজিদের সফলতার হার ৬২.৫। এই দুটি দলই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে এ মাসের শেষে। ২২ নভেম্বর পার্থে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। উড়তে থাকা ভারতের জন্য ফাইনাল খেলা অনেকটা শঙ্কার মুখেই পড়েছে। কারণ ভারতের কাছে এই পাঁচ ম্যাচই শেষ সুযোগ ফাইনালে উঠতে।
ভারতের মাঠে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের। পাঁচ থেকে চারে উঠেছে ব্ল্যাকক্যাপসরা। কিউইদের সফলতার হার এখন ৫৪.৫৫। টম লাথামের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড এবারই ভারতকে তাদের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে। কিউইরা এগিয়ে যাওয়ায় পেছাল দক্ষিণ আফ্রিকা। চার থেকে পাঁচে নেমে যাওয়া প্রোটিয়াদের সফলতার হার এখন ৫৪.১৯।
পয়েন্ট টেবিলের প্রথম পাঁচ দলের মধ্যে এখন ফাইনালে ওঠার প্রতিযোগিতা জমে উঠেছে। শ্রীলঙ্কার এখনো বাকি চার ম্যাচ। যার মধ্যে দুটি খেলবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাকি দুই ম্যাচ লঙ্কানরা খেলবে দক্ষিণ আফ্রিকার মাঠে প্রোটিয়াদের বিপক্ষে। নিউজিল্যান্ডের হাতে বাকি রয়েছে ৩ ম্যাচ। ২৮ নভেম্বর ক্রাইস্টচার্চে শুরু হচ্ছে নিউজিল্যান্ড-ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ।
দক্ষিণ আফ্রিকার হাতে থাকা ৪ ম্যাচের ৪টি খেলবে ঘরের মাঠে। শ্রীলঙ্কা-পাকিস্তান দুই দলের বিপক্ষেই দুটি করে ম্যাচ খেলবে প্রোটিয়ারা। অন্যদিকে অস্ট্রেলিয়ার বাকি থাকল ৭ ম্যাচ। তবে পয়েন্ট টেবিলের ছয়, সাত, আট ও নয় নম্বরে থাকা ইংল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল খেলার সুযোগ শেষ। বাংলাদেশের এই চক্রে বাকি কেবল ২ ম্যাচ। দুটি ম্যাচই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে খেলবে বাংলাদেশ।
বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ৫২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ৭ মার্চ তালিকার সংখ্যা কমিয়ে চূড়ান্ত দল ঘোষণা করবেন তিনি। ব্রাজিলের ভক্তদের জন্য সুখবর হলো প্রাথমিক দলে রাখা হয়েছে নেইমারকে। প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরলেন ৩৩ বছর বয়সী
১ ঘণ্টা আগেজাতীয় নির্বাচক প্যানেল থেকে পদত্যাগের ঘোষণা আগেই দিয়েছেন হান্নান সরকার। নির্বাচক হিসেবে গতকাল ছিল তাঁর শেষ কর্ম দিবস। তবে জাতীয় দলের আগে বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচকও ছিলেন তিনি। লম্বা দেশের ক্রিকেট বেশ কাছ থেকে দেখেছেন জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার। দীর্ঘ দিন বিসিবির নির্বাচক হিসেবে দায়িত্ব...
১ ঘণ্টা আগেপুরো ম্যাচে আক্রমণ করে গেল আল নাসর। কাঙ্ক্ষিত ফল তুলে নিল প্রতিপক্ষ আল ওরাবাহ! সৌদি প্রো লিগে নিজেদের শেষ তিন ম্যাচে দ্বিতীয় হার দেখল ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। গতকাল রাতে আল জাউফ ইউনিভার্সিটি স্টেডিয়ামে আল ওরাবাহর কাছে ২-১ গোলে হেরেছে তারা।
৪ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে তিনটি দল। আরেকটি দল কারা যাবে সে হিসেব মিলবে আজ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে। সেমিতে যাওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে প্রোটিয়াদের। কাগজ-কলমে তাদের ‘বি’ গ্রুপের আরেকটি দল আফগানিস্তানেরও সুযোগ রয়েছে। নেট রান রেটে প্রোটিয়াদের চেয়ে অনেক পিছিয়ে আফগানরা।
৪ ঘণ্টা আগে