Ajker Patrika

তামিমের বলা ‘পৃথিবী গোলে’র ব্যাখ্যা দিলেন মিরাজ

অনলাইন ডেস্ক
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৮: ৫৫
মিরাজের সঙ্গে তামিমের গত বছর কথিত ফোনালাপ ফাঁস নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল। ছবি: বিসিবি
মিরাজের সঙ্গে তামিমের গত বছর কথিত ফোনালাপ ফাঁস নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল। ছবি: বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটারের ফোনালাপ একটা বেসরকারি টিভিতে প্রচার হলে গত বছর বেশ হই-চই হয়েছিল। তামিম ইকবাল আর মেহেদী হাসান মিরাজের সেই ফোনালাপ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনাও হয়েছে। তবে ওই ফোনালাপটা ছিল মূলত একটা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের প্রচারণা। সেটি প্রচারিত হয়েছিল বিজ্ঞাপনের অংশ হিসেবে।

মজাটা হচ্ছে, এবার বিপিএলে যে বোলারই তামিমকে আউট করছেন, সম্পাদনা করে ফেসবুকে মিরাজকে বলা তামিমের সেই ফোনালাপ ফেসবুকে ছেড়ে দেওয়া হচ্ছে—‘একটা কথা শোন... পৃথিবী গোল... আজকে তুই ওই সাইডে, আমি এই সাইড। কাল আমি ওই সাইডে বসব, তুই ওই সাইডে আসবি। ভুলে যাইস না।’

তামিম-মিরাজের ওই ফোনালাপ এখন রীতিমতো হাস্যরসের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। আজ মিরপুরে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয়েছিল মিরাজের কাছে। আজকের পত্রিকাকে জাতীয় দলের এই তারকা অলরাউন্ডার বললেন, ‘এটা একটা বিজ্ঞাপন ছিল। তখন এটা দুষ্টুমি মতো করা হয়েছিল। প্রতিটি মানুষ এটা সিরিয়াসলি নিয়েছিল। এখন সেটা অন্য রকমভাবে ভাইরাল হচ্ছে। এটা সিরিয়াস কিছু না। এটা নেতিবাচক কোনো উদ্দেশ্য নয়, শুধুই মজার ছলে করা হয়েছিল।’

বিজ্ঞাপনে কিংবা মাঠে-মাঠের বাইরে যে মজা রসিকতাই হোক, তামিমের কাছ থেকে সব সময় ভালো পরামর্শ পেয়ে থাকেন মিরাজ। বললেন, ‘তিনি (তামিম) সব সময় চেষ্টা করেন, দলের সবাই যেন পারফর্ম করে। ৩-৪ মাসে আগে তামিম ভাই জাতীয় দলের ড্রেসিংরুমে এসে বলেছিলেন, প্রতিটি মানুষের অবস্থানকে সম্মান করা উচিত। তখন শান্ত অধিনায়ক, ওকে নিয়ে অনেক রকম কথা হচ্ছিল। তামিম ভাই বলছিলেন, দলের সবাই যেন ওকে সমর্থন করে, ওর পাশে যেন সবাই থাকে। তিনি যখন অধিনায়ক ছিলেন, অনুভব করেছেন, অধিনায়ককে দলের সবাই সমর্থন করলে দল একটা ভালো অবস্থানে যেতে পারে।’

কদিন আগে মিরাজকে কল দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের আরেক বড় তারকা সাকিব আল হাসান। সাকিবের সঙ্গে সাম্প্রতিক কথোপকথন নিয়ে মিরাজ বললেন, ‘বিপিএল চলার মধ্যে একদিন ফোন দিয়েছিলেন সাকিব ভাই। এই একটু খোঁজখবর নিয়েছেন। আমাদের পারফরম্যান্স নিয়ে আলাপ হচ্ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আট মাসের পরিচয়, চার মাসে ‘বাগদান’

সৌদি রাষ্ট্রদূত নিয়ে ভিন্ন কথা বলছে মডেল মেঘনার পরিবার

৯ টুকরো লাশ: সবুজকে হেমায়েতপুর থেকে ডেকে নিয়ে হত্যা করেন পলাশ-তৃষা

সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মেঘনার সহযোগী সমির, পুলিশের প্রতিবেদন

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত