Ajker Patrika

দেশে না থেকেও সাকিব যেভাবে ভারতীয় ভিসা পাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ১৭
দেশে না থেকেও সাকিব যেভাবে ভারতীয় ভিসা পাচ্ছেন

পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ধবলধোলাই করে বীরের বেশে দেশে ফেরা বাংলাদেশ দলকে আজ নিজের কার্যালয়ে সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সংবর্ধনা অনুষ্ঠানে দলের সব ক্রিকেটার ছিলেন; ছিলেন না শুধু একজন—দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। 

তিন দিন আগে যখন বাংলাদেশ দলের ক্রিকেটাররা ভারতীয় ভিসা সেন্টারে গিয়েছেন ভিসাপ্রক্রিয়া শুরু করতে, অনুমিতভাবেই সেখানে সাকিব ছিলেন না। তারকা অলরাউন্ডার এখন ইংল্যান্ডে ব্যস্ত সারের হয়ে কাউন্টি ক্রিকেট নিয়ে। গত দুই মাস ধরেই তিনি দেশের বাইরে। গত মাসে যুক্তরাষ্ট্র থেকে গিয়ে পাকিস্তান সিরিজ খেলেছেন। সিরিজ শেষে সেখান থেকে দুবাইয়ে হয়ে গেছেন ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে। কাউন্টি দলটির হয়ে মাত্র একটি ম্যাচই খেলবেন তিনি। 

দেশে যখন সতীর্থরা ভারতীয় ভিসাপ্রক্রিয়া সারছেন, সাকিব সেটাই করছেন ইংল্যান্ডে। বিসিবি সূত্র জানিয়েছে, লন্ডন থেকেই তাঁর ভারতের ‘ওয়ার্ক ভিসা’ নেওয়ার কথা। সাকিবের ভিসাপ্রক্রিয়া নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী কাল বলছিলেন, ‘এই মুহূর্তে ওর ভিসার বিষয়টি পুরোপুরি বলতে পারব না। এতটুকুই জানি, সে ভারতে দলের সঙ্গে যোগ দেবে।’ 

সতীর্থরা যখন ভারত সফরের প্রস্তুতি নিচ্ছে, তখন কাউন্টি ক্রিকেটে দারুণভাবে ঝালিয়ে নিচ্ছেন সাকিব। সারের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন তিনি, ম্যাচে পেয়েছেন ৯ উইকেট। তবে প্রথম ইনিংসে ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি, করেছেন ১২ রান।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত