৪ মাসে ‘ম্যাজিক’ কিছু করা যাবে না, বলছেন বিসিবি সভাপতি

ক্রীড়া ডেস্ক    
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১৩: ৪৮
Thumbnail image
বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ছবি: ফাইল ছবি

নাজমুল হোসেন পাপনের পদত্যাগের পর ২০২৪ সালের আগস্টে বিসিবি সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ। অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছেন। তাঁর অধীনে চার মাস এবং তার আগের ৮ মাস—সব মিলিয়ে বছরটা বাংলাদেশ দলের কেটেছে ভালো-মন্দে মিশ্র। ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পর সংস্কার ও খেলার উন্নতির জন্য বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছিলেন ফারুক। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে বিসিবি ও বাংলাদেশের গত ৪ মাসের খেলার অবস্থা ব্যাখ্যা করেছেন তিনি।

ফারুক বললেন, তাঁর অধীনে বাংলাদেশ দলের অর্জন মিশ্র, ‘এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অর্জন মিশ্র বলব। পাকিস্তানে সিরিজ জিতেছি। ভারতে হেরেছি। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ১-১ ড্র হয়েছে টেস্ট সিরিজ। ঢাকায় আবার দুটো হোম সিরিজ হেরেছি। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জিতেছি। মোটামুটি মিশ্র।’

ফারুকের পরিকল্পনা ভালো উইকেটে খেলা দেওয়া। আইসিসির ইভেন্ট ও এশিয়ার বাইরে গেলেই ভালো উইকেটে খাবি খায় বাংলাদেশ। বিপিএলেও মিরপুরে প্রথম দুই দিন বেশ রান উঠেছে। উইকেটের সঙ্গে অভ্যস্ত হওয়ার দারুণ সুযোগ ক্রিকেটারদের। সামনেও কয়েক সিরিজে ভালো উইকেটে দেওয়ার ইঙ্গিত দিলেন ফারুক, ‘ওয়েস্ট ইন্ডিজে আমরা ভালো উইকেটে ওয়ানডে খেলেছিলাম। কিন্তু আমরা কিছুটা পিছিয়ে ছিলাম রান তোলায়। তাই আমার মনে হয়েছে আমাদের দুই-তিনটা সিরিজ ভালো উইকেটে খেলা দরকার। তাই আমরা ভালো উইকেটে খেলার চেষ্টা করছি।’

ভালো উইকেটের সুফল প্রসঙ্গে ফারুকের ব্যাখ্যা, ‘ভালো উইকেট একজন ভালো ব্যাটার পড়তে পারে। এই উইকেটে একজন ব্যাটার জানে কোথায় বল পড়লে কোন শট সে খেলবে। থামবে, না উঠবে, না নিচে নামবে। তখন কিন্তু সে ভয়ডরহীন শট খেলে। তবে সব সময় যে ব্যাটিং বান্ধব উইকেট বানাতে হবে ব্যাপারটা তা না। সেই অভ্যাসটা থাকতে হবে, ভয়ডরহীন ক্রিকেট খেলবেন।’

ভালো ফল পেতে হলে প্রক্রিয়ার মধ্যে যেতে হয়। এত অল্প সময়ে জাদুকরী কিছু করা যাবে না বললেন ফারুক, ‘ফলাফল চাইলে কিছু প্রক্রিয়ার মধ্যে যাওয়া দরকার। আমার ৪ মাস হয়েছে দায়িত্বের। আমরা যদি প্রক্রিয়াটা ঠিক করতে পারি তাহলে লজিক্যালি রেজাল্ট আসবে। এ জন্য একটু ধৈর্য ধরতে হবে। ৪ মাসে ম্যাজিক কিছু করা যাবে না।’

সংবাদমাধ্যমে গঠনমূলক সমালোচনা করার অনুরোধ করেছেন বিসিবি সভাপতি, ‘ক্রিকেটাররা যাই খেলুক। আমি বোর্ড থেকে বলেছি, এটা নিয়ে কথা বলা যাবে না কারওই। আবার কেউ ভালো খেললেও কথা বলা যাবে না বেশি। কেউ খুব ভালো ক্রিকেট খেললে ফেসবুক স্ট্যাটাস দিত। এগুলো এখন কমেছে। আমাদের সবার মধ্যে সমন্বয় দরকার। মিডিয়ায় সমালোচনা আসবেই। তবে গঠনমূলক সমালোচনা হলে আমাদের জন্য শুধরিয়ে কাজ করাটা সহজ হয়। সবাই ধৈর্য ধরবেন। ক্রুটি পেলে অবশ্যই সমালোচনা করবেন।’

অন্তর্বর্তীকালীন আর ৭ মাস বিসিবির দায়িত্বে থাকার কথা জানিয়েছেন ফারুক। এ সময়ে নিজের পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগ রাখতে চান তিনি, ‘আমার এ মেয়াদে সময় আছে ৭ মাস। আমার প্রত্যাশা যা আছে তাই করতে চাই। আমার বড় পরিকল্পনাগুলো আমি শুরু করতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উপাচার্যের সঙ্গে ‘বাগ্‌বিতণ্ডা,’ ঢাবি ছাত্রদলের ৪ নেতাকে শোকজ

ফরিদপুরে আজকের পত্রিকার সাংবাদিক সৌগত বসুর বাড়িতে হামলা, বাবা-মাকে কুপিয়ে জখম

৬ জানুয়ারি ফরিদপুরে সমাবেশ করবেন সারজিস-হাসনাত

আ.লীগ নেতাকে নিজেদের কর্মী দাবি জামায়াতের, থানা থেকে ছাড়াতে তদবির

সৈয়দ আশরাফের তিনবার জানাজা নিয়ে বিরক্ত হয়েছিলেন শেখ হাসিনা: সোহেল তাজ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত