দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সিরিজটি হবে বাংলাদেশের মাঠে। এই সিরিজের জন্য আয়ারল্যান্ড দল ঘোষণা করেছে গত রাতে।
এবারের সিরিজে বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল খেলবে সীমিত ওভারের ক্রিকেট। ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সিরিজের জন্যই গত রাতে দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। দুই সিরিজেই আইরিশদের অধিনায়ক গ্যাবি লুইস। সিরিজে ক্রিকেটারদের গড় বয়স ২৩ বছরেরও কম। সব মিলিয়ে বাংলাদেশ সিরিজের দলে আছেন আয়ারল্যান্ডের ১৬ ক্রিকেটার। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলের মধ্যে পার্থক্য শুধু একটা। ওয়ানডে দলে থাকলেও অ্যালিস টেক্টর নেই টি-টোয়েন্টি সিরিজে। টেক্টরের পরিবর্তে টি-টোয়েন্টিতে আছেন রেবেকা স্টোকেল।
স্থায়ী অধিনায়ক হিসেবে লুইসের বাংলাদেশ সফরের দলে আছেন ওরলা প্রেন্ডারগার্স্ট, লরা ডেলানির মতো তারকা অলরাউন্ডাররা। প্রেন্ডারগার্স্ট আয়ারল্যান্ডকে দুই ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে রয়েছে এ বছরের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে আইরিশদের ঐতিহাসিক সিরিজ জয়। ডেলানি আন্তর্জাতিক ক্রিকেটে ১১৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। যেখানে রয়েছে ৭৭ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ৩৯ ওয়ানডে। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে ১ সেঞ্চুরি ও ৩ ফিফটি করেছেন আইরিশ এই অলরাউন্ডার। পুরো ওয়ানডে ক্যারিয়ারেও তাঁর ১ সেঞ্চুরি ও ৩ ফিফটি।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ-আয়ারল্যান্ড সবশেষ মুখোমুখি হয়েছে ২০২২ সালে টি-টোয়েন্টি সংস্করণে। আবুধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ তখন ৭ রানে হারিয়েছিল আয়ারল্যান্ডকে। ওয়ানডেতে সবশেষ এই দল মুখোমুখি হয়েছে আরও আগে। ২০১৭ সালে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ পেয়েছিল ৭ উইকেটের জয়। এবার বাংলাদেশ-আয়ারল্যান্ড দল দুটি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। যেখানে ওয়ানডে সিরিজটি আইসিসি ওমেন্স ওডিআই চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
বাংলাদেশ সিরিজে আয়ারল্যান্ড নারী ক্রিকেটারদের ওয়ানডে দল
গ্যাবি লুইস (অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিনা কুলটার রেইলি, লরা ডেলানি, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, আর্লেন কেলি, অ্যামি ম্যাগুয়ার, জেন ম্যাগুয়ার, কারা মারে, লিয়া পল, ওরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোয়ে, ফ্রেয়া সার্জেন্ট, অ্যালিস টেক্টর
বাংলাদেশ সিরিজে আয়ারল্যান্ড নারী ক্রিকেটারদের টি-টোয়েন্টি দল
গ্যাবি লুইস (অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিনা কুল্টার রেইলি, লরা ডেলানি, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, আর্লেন কেলি, অ্যামি ম্যাগুয়ার, জেন ম্যাগুয়ার, কারা মারে, লিয়া পল, ওরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোয়ে, ফ্রেয়া সার্জেন্ট, রেবেকা স্টোকেল
বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের সিরিজের সূচি
ম্যাচ তারিখ ভেন্যু শুরুর সময়
১ম ওয়ানডে ২৭ নভেম্বর মিরপুর সকাল ১০টা
২য় ওয়ানডে ৩০ নভেম্বর মিরপুর সকাল ১০টা
৩য় ওয়ানডে ২ ডিসেম্বর মিরপুর সকাল ১০টা
১ম টি-টোয়েন্টি ৫ ডিসেম্বর সিলেট বেলা ২টা
২য় টি-টোয়েন্টি ৭ ডিসেম্বর সিলেট বেলা ২টা
৩য় টি-টোয়েন্টি ৯ ডিসেম্বর সিলেট সকাল ১০টা
দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সিরিজটি হবে বাংলাদেশের মাঠে। এই সিরিজের জন্য আয়ারল্যান্ড দল ঘোষণা করেছে গত রাতে।
এবারের সিরিজে বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল খেলবে সীমিত ওভারের ক্রিকেট। ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সিরিজের জন্যই গত রাতে দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। দুই সিরিজেই আইরিশদের অধিনায়ক গ্যাবি লুইস। সিরিজে ক্রিকেটারদের গড় বয়স ২৩ বছরেরও কম। সব মিলিয়ে বাংলাদেশ সিরিজের দলে আছেন আয়ারল্যান্ডের ১৬ ক্রিকেটার। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলের মধ্যে পার্থক্য শুধু একটা। ওয়ানডে দলে থাকলেও অ্যালিস টেক্টর নেই টি-টোয়েন্টি সিরিজে। টেক্টরের পরিবর্তে টি-টোয়েন্টিতে আছেন রেবেকা স্টোকেল।
স্থায়ী অধিনায়ক হিসেবে লুইসের বাংলাদেশ সফরের দলে আছেন ওরলা প্রেন্ডারগার্স্ট, লরা ডেলানির মতো তারকা অলরাউন্ডাররা। প্রেন্ডারগার্স্ট আয়ারল্যান্ডকে দুই ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে রয়েছে এ বছরের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে আইরিশদের ঐতিহাসিক সিরিজ জয়। ডেলানি আন্তর্জাতিক ক্রিকেটে ১১৬ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। যেখানে রয়েছে ৭৭ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ৩৯ ওয়ানডে। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে ১ সেঞ্চুরি ও ৩ ফিফটি করেছেন আইরিশ এই অলরাউন্ডার। পুরো ওয়ানডে ক্যারিয়ারেও তাঁর ১ সেঞ্চুরি ও ৩ ফিফটি।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ-আয়ারল্যান্ড সবশেষ মুখোমুখি হয়েছে ২০২২ সালে টি-টোয়েন্টি সংস্করণে। আবুধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ তখন ৭ রানে হারিয়েছিল আয়ারল্যান্ডকে। ওয়ানডেতে সবশেষ এই দল মুখোমুখি হয়েছে আরও আগে। ২০১৭ সালে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ পেয়েছিল ৭ উইকেটের জয়। এবার বাংলাদেশ-আয়ারল্যান্ড দল দুটি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। যেখানে ওয়ানডে সিরিজটি আইসিসি ওমেন্স ওডিআই চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
বাংলাদেশ সিরিজে আয়ারল্যান্ড নারী ক্রিকেটারদের ওয়ানডে দল
গ্যাবি লুইস (অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিনা কুলটার রেইলি, লরা ডেলানি, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, আর্লেন কেলি, অ্যামি ম্যাগুয়ার, জেন ম্যাগুয়ার, কারা মারে, লিয়া পল, ওরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোয়ে, ফ্রেয়া সার্জেন্ট, অ্যালিস টেক্টর
বাংলাদেশ সিরিজে আয়ারল্যান্ড নারী ক্রিকেটারদের টি-টোয়েন্টি দল
গ্যাবি লুইস (অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিনা কুল্টার রেইলি, লরা ডেলানি, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, আর্লেন কেলি, অ্যামি ম্যাগুয়ার, জেন ম্যাগুয়ার, কারা মারে, লিয়া পল, ওরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোয়ে, ফ্রেয়া সার্জেন্ট, রেবেকা স্টোকেল
বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের সিরিজের সূচি
ম্যাচ তারিখ ভেন্যু শুরুর সময়
১ম ওয়ানডে ২৭ নভেম্বর মিরপুর সকাল ১০টা
২য় ওয়ানডে ৩০ নভেম্বর মিরপুর সকাল ১০টা
৩য় ওয়ানডে ২ ডিসেম্বর মিরপুর সকাল ১০টা
১ম টি-টোয়েন্টি ৫ ডিসেম্বর সিলেট বেলা ২টা
২য় টি-টোয়েন্টি ৭ ডিসেম্বর সিলেট বেলা ২টা
৩য় টি-টোয়েন্টি ৯ ডিসেম্বর সিলেট সকাল ১০টা
বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন চলে গেছে বৃষ্টির পেটে। বেরসিক বৃষ্টির বাগড়ায় মাঠ কাভারে ছিল ঢাকা। আকাশে কালো মেঘের ঘনঘটা ছিল অনেকক্ষণ পর্যন্ত। তবে সবশেষ খবর অনুযায়ী, সিলেটের আকাশ রোদে ঝলমল করছে।
২৬ মিনিট আগেফেডারেশন কাপ জিতে গত মৌসুমে ‘ট্রেবল’ শিরোপা নিশ্চিত করেছিল বসুন্ধরা কিংস। এবারের মৌসুমটা চ্যালেঞ্জ কাপ জিতে শুরু করলেও চেনা ছন্দে নেই তারা। প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই থেকে প্রায় ছিটকে গেছে বলা যায়। লড়াইটা এখন তাদের ফেডারেশন কাপের শিরোপা ধরে রাখার। যেখানে বাধা হয়ে দাঁড়িয়ে আছে আবাহনী লিমিটেড।
৩৯ মিনিট আগেফুটবল হোক বা ক্রিকেট—কোনো খেলায় কখন যে কী ঘটবে, তা আগে থেকে অনুমান করা মুশকিল। ম্যাচের ফল ছাপিয়ে মাঝেমধ্যে অপ্রত্যাশিত ঘটনাও ঘটে। টটেনহাম হটস্পার স্টেডিয়ামে গত রাতে এক প্রিমিয়ার লিগে আগুন নিয়ে আতঙ্ক দেখা গেছে
১ ঘণ্টা আগেমুখে হামজা চৌধুরীর সব সময় হাসি লেগেই থাকে। কিন্তু টার্ফ মুর স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপের শেফিল্ড ইউনাইটেড-বার্নলি ম্যাচ শেষে হামজাকে দেখা গেল ভিন্ন রূপে। সদা হাস্যোজ্জ্বল বাংলাদেশি এই ডিফেন্সিভ মিডফিল্ডার ধারণ করলেন রুদ্রমূর্তি।
২ ঘণ্টা আগে