৫ বলে ১৭ করেও জেতাতে পারলেন না মুশফিক

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ২২: ৪১

শেষ বলে ৪ মারলেই দলকে জেতাতে পারতেন মুশফিকুর রহিম। কিন্তু আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে মাত্র ১ রান নিতে পারলেন তিনি। আর এতে তাঁর দল জোবার্গ বাফালোজের ২ রানের হার নিশ্চিত হয়ে যায়। 

ডারবান কালান্দার্সের হারটি জিম আফ্রো টি–টেন টুর্নামেন্টে টানা চতুর্থ হার বাফালোজের। দলের টানা চতুর্থ হার এড়াতে অবশ্য সর্বোচ্চ চেষ্টাই করেছেন মুশফিক। শেষ ওভারে জিততে ২১ রান প্রয়োজন ছিল তাদের। ওমরজাইয়ের প্রথম বলে রবি বোপারা ১ রান নিলে বাংলাদেশি ব্যাটার স্ট্রাইকে পান। স্ট্রাইক পেয়ে টানা ৪ বাউন্ডারি মারেন তিনি। শেষ বলে আরেকটা বাউন্ডারি মারতে পারলেই টুর্নামেন্টে দ্বিতীয় জয় এনে দিতে পারতেন। কিন্তু শেষ পর্যন্ত আর পারলেন না তিনি। 

ডারবান কালান্দার্সের দেওয়া ১২২ রানের লক্ষ্য ব্যাটিংয়ে নেমে শুরুটাও ভালো ছিল না বাফালোজের। ১০ রানের সময় মিল্টন সুম্বা আউট হন। দ্রুত ফিরে যান আরেক ওপেনার উইল স্মিডও। তৃতীয় উইকেটে ইউসুফ পাঠানের সঙ্গে ৩৪ রানের জুটি গড়ে দলকে জয়ের আশা দেখাচ্ছিলেন মোহাম্মদ হাফিজ। কিন্তু ১৩ বলে ৩০ রান করে তিনি আউট হলে আবারও ধাক্কায় খায় বাফালোজ। সাতে নেমে মুশফিক ৬ বলে ১৮ রানের ঝোড়ো ইনিংস খেলেও দলের হার এড়াতে পারলেন না আর। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১১৯ রান করতে পারেন তাঁরা। 

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১২১ রান করে ডারবান। তিন ব্যাটারের ত্রিশোর্ধ্ব ইনিংসে এই চ্যালেঞ্জিং স্কোরটা পায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করে টিম সেইফার্ট। ৬ ম্যাচে ডারবানদের এটি চতুর্থ জয়। ৮ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে তারা। রানরেটে এগিয়ে থাকায় সমান পয়েন্ট নিয়ে শীর্ষে কেপ টাউন স্যাম্প আর্মি। ডারবানের চেয়ে আবার এক ম্যাচ কমও খেলেছে তারা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত