ক্রীড়া ডেস্ক
ক্যারিয়ারের অধিকাংশ সময় জুড়ে সমালোচনা সহ্য করতে হয়েছে নাজমুল হোসেন শান্তকে। এখন যখন আবার তিনি বাংলাদেশের অধিনায়ক, তখন আরও বেশি করে ধেয়ে আসছে সমালোচনার তির। দল ও মাঠের পারফরম্যান্স সব মিলিয়ে বাজে পারফরম্যান্সের কারণে বেশি করে বিদ্রুপের শিকার হতে হয় শান্তকে।
শান্তর নেতৃত্বে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ। সেমিফাইনালের আশা জাগিয়েও বাংলাদেশ ব্যর্থ হয়েছে। সংবাদ সম্মেলন, ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান—শান্ত যেখানে যা বলেছেন, বেশিরভাগ সময়ই সমালোচনা হয়েছে। সামাজিক মাধ্যমেও ট্রলের শিকার হতে হয়েছে তাঁকে। বিশ্বকাপ শেষে বাংলাদেশ ক্রিকেট দলের যখন আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ব্যস্ততা নেই, তখন সামাজিক মাধ্যমে রহস্যময় পোস্ট করেছেন শান্ত। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ অধিনায়ক আজ নিজের হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেছেন। ক্যাপশন দিয়েছেন, ‘আমি শান্ত ছিলাম। তবে অন্ধ ছিলাম না।’ তবে শান্তর এই পোস্ট চলমান কোটা সংস্কার আন্দোলনকে নিয়ে কিনা, সেটা অবশ্য পরিষ্কার নয়।
বাংলাদেশের তিন সংস্করণের শান্ত হয়েছেন এ বছরই। এর আগেও ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। সব মিলিয়ে বাংলাদেশকে ৩৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে জয় পেয়েছে ১৪ ম্যাচ। যার মধ্যে গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণে শান্তর নেতৃত্বে বাংলাদেশ জয় পেয়েছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ৩ ম্যাচ জিতেছে, যা বাংলাদেশের এক আসরে সর্বোচ্চ জয়। শান্তর নেতৃত্বে বাংলাদেশ হেরেছে ১৯ ম্যাচ ও ১ ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে ১৬ গড় ও ৯৫.৭২ স্ট্রাইকরেটে করেছেন ১১২ রান।
ক্যারিয়ারের অধিকাংশ সময় জুড়ে সমালোচনা সহ্য করতে হয়েছে নাজমুল হোসেন শান্তকে। এখন যখন আবার তিনি বাংলাদেশের অধিনায়ক, তখন আরও বেশি করে ধেয়ে আসছে সমালোচনার তির। দল ও মাঠের পারফরম্যান্স সব মিলিয়ে বাজে পারফরম্যান্সের কারণে বেশি করে বিদ্রুপের শিকার হতে হয় শান্তকে।
শান্তর নেতৃত্বে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ। সেমিফাইনালের আশা জাগিয়েও বাংলাদেশ ব্যর্থ হয়েছে। সংবাদ সম্মেলন, ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান—শান্ত যেখানে যা বলেছেন, বেশিরভাগ সময়ই সমালোচনা হয়েছে। সামাজিক মাধ্যমেও ট্রলের শিকার হতে হয়েছে তাঁকে। বিশ্বকাপ শেষে বাংলাদেশ ক্রিকেট দলের যখন আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ব্যস্ততা নেই, তখন সামাজিক মাধ্যমে রহস্যময় পোস্ট করেছেন শান্ত। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ অধিনায়ক আজ নিজের হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেছেন। ক্যাপশন দিয়েছেন, ‘আমি শান্ত ছিলাম। তবে অন্ধ ছিলাম না।’ তবে শান্তর এই পোস্ট চলমান কোটা সংস্কার আন্দোলনকে নিয়ে কিনা, সেটা অবশ্য পরিষ্কার নয়।
বাংলাদেশের তিন সংস্করণের শান্ত হয়েছেন এ বছরই। এর আগেও ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। সব মিলিয়ে বাংলাদেশকে ৩৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে জয় পেয়েছে ১৪ ম্যাচ। যার মধ্যে গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণে শান্তর নেতৃত্বে বাংলাদেশ জয় পেয়েছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ৩ ম্যাচ জিতেছে, যা বাংলাদেশের এক আসরে সর্বোচ্চ জয়। শান্তর নেতৃত্বে বাংলাদেশ হেরেছে ১৯ ম্যাচ ও ১ ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে ১৬ গড় ও ৯৫.৭২ স্ট্রাইকরেটে করেছেন ১১২ রান।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৫ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৭ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৮ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৮ ঘণ্টা আগে