ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ শুরু হতে আর দুই সপ্তাহের মতো বাকি। আগেই স্কোয়াড ঘোষণা করে দিয়েছে দলগুলো। তবে স্কোয়াডে পরিবর্তনের সুযোগ রয়েছে ১০ অক্টোবর পর্যন্ত। সেই সুযোগ কাজে লাগিয়ে স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। নতুন করে পাঁচজনকে যুক্ত করেছে তারা।
আগের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে একজনকে। নতুন করে যুক্ত হওয়া পাঁচজন হলেন-পাথুম নিশাঙ্কা, মিনোদ ভানুকা, আসেন বান্দারা, লক্ষ্মণ সান্দাকান ও রমেশ মেন্ডিস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে কাঁধের চোটে পড়েন পেসার লাহিরু মধুশঙ্কা। এখনো সেরে উঠতে না পারায় স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে।
নতুন পাঁচজনের মধ্যে চায়নাম্যান সান্দাকানের ২০টি টি-টোয়েন্টি খেলা অভিজ্ঞতা রয়েছে। বাকি চারজন মিলে এই সংস্করণে মোট ১৫টি ম্যাচ খেলেছেন। ঘরের মাঠে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে দলে ছিলেন না সান্দাকান। তাঁকে নিয়ে শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে স্পিনার সংখ্যা দাঁড়াল চারজন। বাকি তিনজন হলেন লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা, অফ স্পিনার মহেশ থিকসানা ও বাঁহাতি স্পিনার প্রাভিন জয়াবিক্রমা।
একজনকে বাদ ও পাঁচজন যুক্ত হওয়ায় শ্রীলঙ্কার স্কোয়াডের দাঁড়িয়েছে ২৩ জনে। এর মধ্যে অবশ্য চারজন রয়েছেন রিজার্ভ খেলোয়াড় হিসেবে। করোনার কঠোর নীতি, জৈব সুরক্ষা-বলয়ে খেলোয়াড়দের মানসিক অবসাদ মিলিয়ে যেকোনো সময় খেলোয়াড়ের পরিবর্তন করতে হতে পারে। আগে থেকে তাই সবকিছু মাথায় রেখে স্কোয়াডে বড় রাখা হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
প্রথম রাউন্ডে খেলতে হবে শ্রীলঙ্কাকে। ‘এ’ গ্রুপে বাকি তিন প্রতিপক্ষ নামিবিয়া, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। বিশ্বকাপ শুরুর আগে ওমানের সঙ্গে ৭ ও ৯ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
বিশ্বকাপ শুরু হতে আর দুই সপ্তাহের মতো বাকি। আগেই স্কোয়াড ঘোষণা করে দিয়েছে দলগুলো। তবে স্কোয়াডে পরিবর্তনের সুযোগ রয়েছে ১০ অক্টোবর পর্যন্ত। সেই সুযোগ কাজে লাগিয়ে স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। নতুন করে পাঁচজনকে যুক্ত করেছে তারা।
আগের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে একজনকে। নতুন করে যুক্ত হওয়া পাঁচজন হলেন-পাথুম নিশাঙ্কা, মিনোদ ভানুকা, আসেন বান্দারা, লক্ষ্মণ সান্দাকান ও রমেশ মেন্ডিস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে কাঁধের চোটে পড়েন পেসার লাহিরু মধুশঙ্কা। এখনো সেরে উঠতে না পারায় স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে।
নতুন পাঁচজনের মধ্যে চায়নাম্যান সান্দাকানের ২০টি টি-টোয়েন্টি খেলা অভিজ্ঞতা রয়েছে। বাকি চারজন মিলে এই সংস্করণে মোট ১৫টি ম্যাচ খেলেছেন। ঘরের মাঠে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে দলে ছিলেন না সান্দাকান। তাঁকে নিয়ে শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে স্পিনার সংখ্যা দাঁড়াল চারজন। বাকি তিনজন হলেন লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা, অফ স্পিনার মহেশ থিকসানা ও বাঁহাতি স্পিনার প্রাভিন জয়াবিক্রমা।
একজনকে বাদ ও পাঁচজন যুক্ত হওয়ায় শ্রীলঙ্কার স্কোয়াডের দাঁড়িয়েছে ২৩ জনে। এর মধ্যে অবশ্য চারজন রয়েছেন রিজার্ভ খেলোয়াড় হিসেবে। করোনার কঠোর নীতি, জৈব সুরক্ষা-বলয়ে খেলোয়াড়দের মানসিক অবসাদ মিলিয়ে যেকোনো সময় খেলোয়াড়ের পরিবর্তন করতে হতে পারে। আগে থেকে তাই সবকিছু মাথায় রেখে স্কোয়াডে বড় রাখা হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
প্রথম রাউন্ডে খেলতে হবে শ্রীলঙ্কাকে। ‘এ’ গ্রুপে বাকি তিন প্রতিপক্ষ নামিবিয়া, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। বিশ্বকাপ শুরুর আগে ওমানের সঙ্গে ৭ ও ৯ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
জ্যামাইকার কিংস্টনে আগামীকাল শুরু হচ্ছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই টেস্টে সবাইকে সুস্থ ও ফিট অবস্থায় পাচ্ছে সফরকারী দল। মাথায় আঘাত পাওয়া তাসকিন আহমেদও এখন ফিট।
১০ ঘণ্টা আগে৫১৬ রানের লক্ষ্য। এত রান তাড়া করে জেতার নজির নেই টেস্টে। দক্ষিণ আফ্রিকার এই রান পাহাড়ের তলে পিষ্ট হতে বসা শ্রীলঙ্কা দিন পার করেছে ৫ উইকেটে ১০৩ রানে। জয়ের জন্য সফরকারীদের দরকার আরও ৪১৩ রান।
১০ ঘণ্টা আগেসভা হলেও আগামী চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে এল না চূড়ান্ত সিদ্ধান্ত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টুর্নামেন্ট আয়োজনের কার্যকরী সমাধানের জন্য আরও কয়েক দিন সময় দিয়েছে আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। আজ সভা শেষে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট...
১২ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ আফগানিস্তানকে ৪৫ রানে হারিয়েছে যুবারা। ২২৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে ২ উইকেটে ১১৬ রান পর্যন্ত পৌঁছে গিয়েছিল আফগান যুবারা। জয়ের আশা জাগিয়েও ইকবাল হোসেন ইমন-মারুফ মৃধাদের তোপ দাগানো বোলিংয়ে খেই হারায়
১২ ঘণ্টা আগে