নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
মার্ক দেয়ালের স্টাম্প উপড়ে দিয়ে রুবেল হোসেনের বুনো উদযাপন। উইকেটটা যে বিশেষ তাঁর জন্য। ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডারের উইকেটটি বিপিএলে রুবেলের শততম উইকেট।
শততম উইকেট থেকে যে ৩ উইকেট দূরে ছিলেন, সেটা রুবেল জানতেন। উদযাপনও ছিল তাই দেখার মতো। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শততম উইকেটের অনুভূতি নিয়ে রুবেল বলছিলেন, 'অবশ্যই, আলহামদুল্লিলাহ। আমি জানতাম আমার আর ৩ উইকেট লাগবে। যখন ৩ নম্বর উইকেটটা পেলাম, আসলেই খুব ভালো লেগেছে।'
রুবেল পরে উইকেট নিয়েছেন আরও একটি। সব মিলিয়ে ৩৭ রান দিয়ে ৪ উইকেট। এরমধ্যে আজ খুলনা টাইগার্সের বিপক্ষে নিজের প্রথম উইকেটটিও মনে রাখতে চাইবেন রুবেল। এই উইকেট দিয়েই মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় দ্বিতীয়তে উঠে এসেছেন।
এই ম্যাচ শুরুর আগে দুজনের উইকেট ছিল ৯৭টি। সিলেট স্ট্রাইকার্সের তো বটেই, এক সময় রুবেলের জাতীয় দলের সতীর্থ মাশরাফির উইকেটও ৯৭টি। বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দুজনেই যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিলেন। মাশরাফিকে ছাড়িয়ে যেতে পেরে কেমন লাগছে প্রশ্নে রুবেল বললেন, 'অবশ্যই, ভালো লাগার মতো ব্যাপার। মাশরাফি ভাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক। তো সব মিলিয়ে ভালো লাগছে।'
মার্ক দেয়ালের স্টাম্প উপড়ে দিয়ে রুবেল হোসেনের বুনো উদযাপন। উইকেটটা যে বিশেষ তাঁর জন্য। ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডারের উইকেটটি বিপিএলে রুবেলের শততম উইকেট।
শততম উইকেট থেকে যে ৩ উইকেট দূরে ছিলেন, সেটা রুবেল জানতেন। উদযাপনও ছিল তাই দেখার মতো। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শততম উইকেটের অনুভূতি নিয়ে রুবেল বলছিলেন, 'অবশ্যই, আলহামদুল্লিলাহ। আমি জানতাম আমার আর ৩ উইকেট লাগবে। যখন ৩ নম্বর উইকেটটা পেলাম, আসলেই খুব ভালো লেগেছে।'
রুবেল পরে উইকেট নিয়েছেন আরও একটি। সব মিলিয়ে ৩৭ রান দিয়ে ৪ উইকেট। এরমধ্যে আজ খুলনা টাইগার্সের বিপক্ষে নিজের প্রথম উইকেটটিও মনে রাখতে চাইবেন রুবেল। এই উইকেট দিয়েই মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় দ্বিতীয়তে উঠে এসেছেন।
এই ম্যাচ শুরুর আগে দুজনের উইকেট ছিল ৯৭টি। সিলেট স্ট্রাইকার্সের তো বটেই, এক সময় রুবেলের জাতীয় দলের সতীর্থ মাশরাফির উইকেটও ৯৭টি। বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দুজনেই যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিলেন। মাশরাফিকে ছাড়িয়ে যেতে পেরে কেমন লাগছে প্রশ্নে রুবেল বললেন, 'অবশ্যই, ভালো লাগার মতো ব্যাপার। মাশরাফি ভাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক। তো সব মিলিয়ে ভালো লাগছে।'
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৪ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
৬ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
৬ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
৭ ঘণ্টা আগে