Ajker Patrika

ডাবল সেঞ্চুরিতে উল্টো রথে ভারত-পাকিস্তান, বাংলাদেশ কোথায় 

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১৭: ৪১
ডাবল সেঞ্চুরিতে উল্টো রথে ভারত-পাকিস্তান, বাংলাদেশ কোথায় 

খেলাধুলার জগতে রেকর্ড গড়ার ঘটনা তো প্রায়ই ঘটে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় দল হিসেবে গতকাল ‘ডাবল সেঞ্চুরির’ রেকর্ড গড়ল ভারত। ভারতের আগেই এই রেকর্ড করে ফেলে পাকিস্তান।

ভারতের ২০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। ত্রিনিদাদের তারুবায় ব্রায়ান লারা স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে মাইলফলকের এই ম্যাচটি ভারত জয়ে রাঙাতে পারেনি। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচটি ৪ রানে জেতে ক্যারিবীয়রা।    

পাকিস্তান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০তম ম্যাচ খেলেছে গত বছরের ২৫ সেপ্টেম্বর। করাচিতে ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ৩ রানে জয় পায় পাকিস্তান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ২২৩ ম্যাচ খেলার রেকর্ড রয়েছে পাকিস্তানের। ভারত-পাকিস্তানের পরই তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। ব্ল্যাকক্যাপসরা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছে ১৯৩ ম্যাচ। আর দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এই সংস্করণে খেলেছে  ১৮০ ম্যাচ। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ খেলেছে ১৫২ ম্যাচ। যেখানে এই তালিকায় যৌথভাবে নবম। বাংলাদেশ, আয়ারল্যান্ড দুটো দলই খেলেছে ১৫২ ম্যাচ। বাংলাদেশ জিতেছে ৫৬ ম্যাচ, হেরেছে ৯৩ ম্যাচ ও ৩ ম্যাচ পরিত্যক্ত হয়েছে।   আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ বছর সময়টা ভালোই যাচ্ছে বাংলাদেশের। এ বছর ৮ ম্যাচের ৭টিতে জেতে বাংলাদেশ। যার মধ্যে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ। 

এখন পর্যন্ত ১২ দল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ বা তার বেশি ম্যাচ খেলেছে। বাংলাদেশ, আয়ারল্যান্ডের পরে এই তালিকায় আছে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। জিম্বাবুয়ে খেলেছে ১২৩ ম্যাচ ও আফগানিস্তান ১১৫ ম্যাচ খেলেছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয়ের তালিকাতেও প্রথম তিনে পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। পাকিস্তান জিতেছে ১৩৪ ম্যাচ, ১২৭ ম্যাচ জিতেছে ভারত আর কিউইরা জিতেছে ৯৮ ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত