ক্রীড়া ডেস্ক
খেলাধুলার জগতে রেকর্ড গড়ার ঘটনা তো প্রায়ই ঘটে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় দল হিসেবে গতকাল ‘ডাবল সেঞ্চুরির’ রেকর্ড গড়ল ভারত। ভারতের আগেই এই রেকর্ড করে ফেলে পাকিস্তান।
ভারতের ২০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। ত্রিনিদাদের তারুবায় ব্রায়ান লারা স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে মাইলফলকের এই ম্যাচটি ভারত জয়ে রাঙাতে পারেনি। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচটি ৪ রানে জেতে ক্যারিবীয়রা।
পাকিস্তান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০তম ম্যাচ খেলেছে গত বছরের ২৫ সেপ্টেম্বর। করাচিতে ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ৩ রানে জয় পায় পাকিস্তান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ২২৩ ম্যাচ খেলার রেকর্ড রয়েছে পাকিস্তানের। ভারত-পাকিস্তানের পরই তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। ব্ল্যাকক্যাপসরা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছে ১৯৩ ম্যাচ। আর দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এই সংস্করণে খেলেছে ১৮০ ম্যাচ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ খেলেছে ১৫২ ম্যাচ। যেখানে এই তালিকায় যৌথভাবে নবম। বাংলাদেশ, আয়ারল্যান্ড দুটো দলই খেলেছে ১৫২ ম্যাচ। বাংলাদেশ জিতেছে ৫৬ ম্যাচ, হেরেছে ৯৩ ম্যাচ ও ৩ ম্যাচ পরিত্যক্ত হয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ বছর সময়টা ভালোই যাচ্ছে বাংলাদেশের। এ বছর ৮ ম্যাচের ৭টিতে জেতে বাংলাদেশ। যার মধ্যে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ।
এখন পর্যন্ত ১২ দল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ বা তার বেশি ম্যাচ খেলেছে। বাংলাদেশ, আয়ারল্যান্ডের পরে এই তালিকায় আছে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। জিম্বাবুয়ে খেলেছে ১২৩ ম্যাচ ও আফগানিস্তান ১১৫ ম্যাচ খেলেছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয়ের তালিকাতেও প্রথম তিনে পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। পাকিস্তান জিতেছে ১৩৪ ম্যাচ, ১২৭ ম্যাচ জিতেছে ভারত আর কিউইরা জিতেছে ৯৮ ম্যাচ।
খেলাধুলার জগতে রেকর্ড গড়ার ঘটনা তো প্রায়ই ঘটে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় দল হিসেবে গতকাল ‘ডাবল সেঞ্চুরির’ রেকর্ড গড়ল ভারত। ভারতের আগেই এই রেকর্ড করে ফেলে পাকিস্তান।
ভারতের ২০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। ত্রিনিদাদের তারুবায় ব্রায়ান লারা স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে মাইলফলকের এই ম্যাচটি ভারত জয়ে রাঙাতে পারেনি। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচটি ৪ রানে জেতে ক্যারিবীয়রা।
পাকিস্তান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০তম ম্যাচ খেলেছে গত বছরের ২৫ সেপ্টেম্বর। করাচিতে ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ৩ রানে জয় পায় পাকিস্তান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ২২৩ ম্যাচ খেলার রেকর্ড রয়েছে পাকিস্তানের। ভারত-পাকিস্তানের পরই তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। ব্ল্যাকক্যাপসরা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছে ১৯৩ ম্যাচ। আর দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এই সংস্করণে খেলেছে ১৮০ ম্যাচ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ খেলেছে ১৫২ ম্যাচ। যেখানে এই তালিকায় যৌথভাবে নবম। বাংলাদেশ, আয়ারল্যান্ড দুটো দলই খেলেছে ১৫২ ম্যাচ। বাংলাদেশ জিতেছে ৫৬ ম্যাচ, হেরেছে ৯৩ ম্যাচ ও ৩ ম্যাচ পরিত্যক্ত হয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ বছর সময়টা ভালোই যাচ্ছে বাংলাদেশের। এ বছর ৮ ম্যাচের ৭টিতে জেতে বাংলাদেশ। যার মধ্যে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ।
এখন পর্যন্ত ১২ দল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ বা তার বেশি ম্যাচ খেলেছে। বাংলাদেশ, আয়ারল্যান্ডের পরে এই তালিকায় আছে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। জিম্বাবুয়ে খেলেছে ১২৩ ম্যাচ ও আফগানিস্তান ১১৫ ম্যাচ খেলেছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয়ের তালিকাতেও প্রথম তিনে পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। পাকিস্তান জিতেছে ১৩৪ ম্যাচ, ১২৭ ম্যাচ জিতেছে ভারত আর কিউইরা জিতেছে ৯৮ ম্যাচ।
‘আমাদের এই বাস্তবতা মেনে নিতে হবে এবং এখান থেকে বেরোতে হবে’—ভারী কণ্ঠে পেপ গার্দিওলার বলা এই কথায় বলে দিচ্ছিল সবকিছু। এই সাধারণ সত্যটা বলতে হয়তো বুক ফেটে যাচ্ছিল ম্যানচেস্টার সিটি কোচের। একটু আগে যেটি হয়েছে, তার জন্য যে মোটেও প্রস্তুত ছিলেন না তিনি!
১৩ মিনিট আগেএটাও কি সম্ভব? মাত্র ৭ রানেই গল্প শেষ আইভোরি কোস্টের! ম্যাচ দেখা তো দূরে থাক, এই স্কোরকার্ড সামাজিক মাধ্যমে কারও নজরে পড়লে তাঁর চোখ রীতিমতো কপালে ওঠার মতো অবস্থা হবে।
১ ঘণ্টা আগেসাবলীলভাবে খেলতে খেলতে হঠাৎই খেই হারানোর ঘটনা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টে দেখা গেছে একই ঘটনা। কোনোমতে ফলোঅন এড়ালেও স্বাগতিকেরা কতক্ষণ টিকবে প্রথম ইনিংসে, সেটাই এখন দেখার বিষয়।
১ ঘণ্টা আগেবুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১৪ ঘণ্টা আগে