ক্রীড়া ডেস্ক
১৭ বছরের খরা কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা জিতল ভারত। এমন অর্জনের পর রোহিত শর্মা-বিরাট কোহলিদের জন্য বড় অঙ্কের বোনাস ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে আর্থিক পুরস্কারের বণ্টন পছন্দ না হওয়ায়, নিজের বাড়তি বোনাস ফিরিয়ে দিয়েছেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের কোচ রাহুল দ্রাবিড়।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে আড়ালের নায়ক ছিলেন কোচরা। চ্যাম্পিয়ন ভারতীয় দলকে ১২৫ কোটি রুপি আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় বিসিসিআই। বিশ্বকাপ দলের ১৫ ক্রিকেটার এবং প্রধান কোচ রাহুল পেয়েছেন ৫ কোটি রুপি। তবে রাহুলের তিন সহকারী কোচের বোনাসের পরিমাণ আড়াই কোটি রুপি, এই তারতম্য পছন্দ হয়নি তাঁর। সহকর্মীদের সঙ্গে নিজের বোনাসের সামঞ্জস্য রেখে বাড়তি বোনাস ফিরিয়ে দিয়েছেন তিনি। অর্থাৎ রাহুল আড়াই কোটি রেখে বাকিটা ফিরিয়ে দিয়েছেন, সাবেক হয়ে যাওয়া এই ভারতীয় কোচ।
বোনাসের অসম বণ্টন নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাহুল বলেছেন, বোলিং কোচ পরশ মামব্রে, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর এবং ফিল্ডিং কোচ টি দিলীপের অবদান কোনো অংশে কম নয়। তাঁদেরও সমান টাকা পাওয়া উচিত। তিনি সহকারীদের চেয়ে বেশি টাকা নিতে পারবেন না।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা অবশ্য রাহুলের এমন সিদ্ধান্তকে সম্মানের চোখেই দেখছেন, ‘দ্রাবিড় আড়াই কোটি টাকা ফিরিয়ে দিয়েছেন। তিনি চান এই টাকা চারজন কোচের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হোক। আমরা তাঁর আবেগ, ইচ্ছাকে মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
কোচিং স্টাফদের মধ্যে বোনাসের এমন অসম বণ্টন নিয়ে অবশ্য এবারই প্রথম প্রতিবাদ জানাননি রাহুল। ২০১৮ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের জন্য ৫০ লাখ রুপি বোনাস পেয়েছিলেন। দলের প্রত্যেক ক্রিকেটারকে ৩০ লাখ এবং কোচিং স্টাফদের ২০ লাখ রুপি দেওয়া হয়। পরে বিসিসিআইকে চ্যাম্পিয়ন দলের সকলের মধ্যে সমান ২৫ লাখ রুপি বণ্টনের অনুরোধ জানান এই কোচ।
১৭ বছরের খরা কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা জিতল ভারত। এমন অর্জনের পর রোহিত শর্মা-বিরাট কোহলিদের জন্য বড় অঙ্কের বোনাস ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে আর্থিক পুরস্কারের বণ্টন পছন্দ না হওয়ায়, নিজের বাড়তি বোনাস ফিরিয়ে দিয়েছেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের কোচ রাহুল দ্রাবিড়।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে আড়ালের নায়ক ছিলেন কোচরা। চ্যাম্পিয়ন ভারতীয় দলকে ১২৫ কোটি রুপি আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় বিসিসিআই। বিশ্বকাপ দলের ১৫ ক্রিকেটার এবং প্রধান কোচ রাহুল পেয়েছেন ৫ কোটি রুপি। তবে রাহুলের তিন সহকারী কোচের বোনাসের পরিমাণ আড়াই কোটি রুপি, এই তারতম্য পছন্দ হয়নি তাঁর। সহকর্মীদের সঙ্গে নিজের বোনাসের সামঞ্জস্য রেখে বাড়তি বোনাস ফিরিয়ে দিয়েছেন তিনি। অর্থাৎ রাহুল আড়াই কোটি রেখে বাকিটা ফিরিয়ে দিয়েছেন, সাবেক হয়ে যাওয়া এই ভারতীয় কোচ।
বোনাসের অসম বণ্টন নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাহুল বলেছেন, বোলিং কোচ পরশ মামব্রে, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর এবং ফিল্ডিং কোচ টি দিলীপের অবদান কোনো অংশে কম নয়। তাঁদেরও সমান টাকা পাওয়া উচিত। তিনি সহকারীদের চেয়ে বেশি টাকা নিতে পারবেন না।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা অবশ্য রাহুলের এমন সিদ্ধান্তকে সম্মানের চোখেই দেখছেন, ‘দ্রাবিড় আড়াই কোটি টাকা ফিরিয়ে দিয়েছেন। তিনি চান এই টাকা চারজন কোচের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হোক। আমরা তাঁর আবেগ, ইচ্ছাকে মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
কোচিং স্টাফদের মধ্যে বোনাসের এমন অসম বণ্টন নিয়ে অবশ্য এবারই প্রথম প্রতিবাদ জানাননি রাহুল। ২০১৮ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের জন্য ৫০ লাখ রুপি বোনাস পেয়েছিলেন। দলের প্রত্যেক ক্রিকেটারকে ৩০ লাখ এবং কোচিং স্টাফদের ২০ লাখ রুপি দেওয়া হয়। পরে বিসিসিআইকে চ্যাম্পিয়ন দলের সকলের মধ্যে সমান ২৫ লাখ রুপি বণ্টনের অনুরোধ জানান এই কোচ।
বাংলাদেশের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ধসে পড়ে নিয়মিতই। মাঝে মধ্যে দুই একটা জুটিতে যা রান হয়, সেটা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারে না।
১৩ মিনিট আগেদক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝখানেই শোনা গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা গেল, শান্তকে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না।
১ ঘণ্টা আগেইচ্ছে প্রকাশ করেও সাকিব আল হাসান মিরপুরে খেলতে পারেননি তাঁর বিদায়ী টেস্ট ৷ দুবাইয়ে এসেও ঢাকায় আসতে পারেননি ৷ আজ বিসিবি সভাপতি জানিয়েছেন, সাকিবের খেলার সম্ভাবনা নেই আসন্ন আফগানিস্তান সিরিজেও।
২ ঘণ্টা আগেবাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্ষ, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
৩ ঘণ্টা আগে