নিজস্ব প্রতিবেদক, অ্যাডিলেড থেকে
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচেও আলোচনায় আম্পায়ারিং। শাদাব খানের করা ১১তম ওভারের পঞ্চম বলে এলবিডব্লিউ হয়ে গেছেন সাকিব আল হাসান। আম্পায়ারের এই সিদ্ধান্তে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক যে সন্তুষ্ট নন, তাঁর অবিভ্যক্তিতেই পরিষ্কার।
শাদাবের শূন্যে ভাসিয়ে দেওয়া বল ডাউন দ্য উইকেটে খেলতে চেয়েছিলেন সাকিব। বাঁহাতি অলরাউন্ডারের ফ্লিক টাইমিং না হওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানের জোরালো আবেদন। দক্ষিণ আফ্রিকান আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক একটু সময় নিয়ে আবদনে সাড়া দেন। সাকিব দ্রুতই আত্মবিশ্বাসের সঙ্গে রিভিউ নেন।
টিভি রিপ্লেতে স্পাইকের রেখা দেখা যায়। বড় পর্দায় সেটি দেখে সাকিব পাকিস্তানি উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে রসিকতা করে ফের ব্যাটিংয়ের প্রস্তুতি নেন। ঠিক এ সময় টিভি আম্পায়ার জানিয়ে দেন সাকিব আউট। তাঁর রায়, বল ব্যাটে লাগেনি, সরাসরি সাকিবের বুটে লেগেছে।
সাকিব অবশ্য আম্পায়ারের সিদ্ধান্তে একমত হতে পারছিলেন না। তিনি কথা বললেন অন ফিল্ড আম্পায়ারদের সঙ্গে। আম্পায়াররা তাঁকে তাগিদ দিলেন দ্রুত মাঠ ছাড়তে। বাংলাদেশ অধিনায়ক অসন্তুষ্টি নিয়েই শূন্য রানে ফিরে গেলেন ড্রেসিংরুমে।
সাকিব দ্রুত ফিরে যাওয়ায় মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ একটু চাপে পড়েছে। ১৪.৩ ওভারে ৪ উইকেটে তাদের রান ৯৭। ১৮ রানের মধ্যেই পড়েছে ৩ উইকেট।
ধারাভাষ্যকর ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়াও একমত হতে পারেননি আম্পায়ারদের এই সিদ্ধান্তে। তাঁর যুক্তি, ‘সাকিবের ব্যাট মোটেও মাটিতে লাগেনি। বল ব্যাটে লেগেছে, এ ছাড়া আর কিছুই হয়নি। বাংলাদেশ বাজে আম্পায়ারিংয়ের শিকার।’
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচেও আলোচনায় আম্পায়ারিং। শাদাব খানের করা ১১তম ওভারের পঞ্চম বলে এলবিডব্লিউ হয়ে গেছেন সাকিব আল হাসান। আম্পায়ারের এই সিদ্ধান্তে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক যে সন্তুষ্ট নন, তাঁর অবিভ্যক্তিতেই পরিষ্কার।
শাদাবের শূন্যে ভাসিয়ে দেওয়া বল ডাউন দ্য উইকেটে খেলতে চেয়েছিলেন সাকিব। বাঁহাতি অলরাউন্ডারের ফ্লিক টাইমিং না হওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানের জোরালো আবেদন। দক্ষিণ আফ্রিকান আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক একটু সময় নিয়ে আবদনে সাড়া দেন। সাকিব দ্রুতই আত্মবিশ্বাসের সঙ্গে রিভিউ নেন।
টিভি রিপ্লেতে স্পাইকের রেখা দেখা যায়। বড় পর্দায় সেটি দেখে সাকিব পাকিস্তানি উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে রসিকতা করে ফের ব্যাটিংয়ের প্রস্তুতি নেন। ঠিক এ সময় টিভি আম্পায়ার জানিয়ে দেন সাকিব আউট। তাঁর রায়, বল ব্যাটে লাগেনি, সরাসরি সাকিবের বুটে লেগেছে।
সাকিব অবশ্য আম্পায়ারের সিদ্ধান্তে একমত হতে পারছিলেন না। তিনি কথা বললেন অন ফিল্ড আম্পায়ারদের সঙ্গে। আম্পায়াররা তাঁকে তাগিদ দিলেন দ্রুত মাঠ ছাড়তে। বাংলাদেশ অধিনায়ক অসন্তুষ্টি নিয়েই শূন্য রানে ফিরে গেলেন ড্রেসিংরুমে।
সাকিব দ্রুত ফিরে যাওয়ায় মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ একটু চাপে পড়েছে। ১৪.৩ ওভারে ৪ উইকেটে তাদের রান ৯৭। ১৮ রানের মধ্যেই পড়েছে ৩ উইকেট।
ধারাভাষ্যকর ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়াও একমত হতে পারেননি আম্পায়ারদের এই সিদ্ধান্তে। তাঁর যুক্তি, ‘সাকিবের ব্যাট মোটেও মাটিতে লাগেনি। বল ব্যাটে লেগেছে, এ ছাড়া আর কিছুই হয়নি। বাংলাদেশ বাজে আম্পায়ারিংয়ের শিকার।’
৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশন তো দূর কি বাত, সফরকারীরা টিকতে পেরেছে ১৩.৫ বল। মাত্র ৪২ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছে লঙ্কানরা। টেস্টে এক ইনিংসে এটিই সর্বনিম্ন স্কোর তাদের।
১০ ঘণ্টা আগেবৃষ্টি আইনে সিরিজের প্রথম ওয়ানডেতে জিতেছিল জিম্বাবুয়ে। আর একটি ম্যাচ জিতলেই নিজেদের করে নিতে পারত সিরিজ। সঙ্গে প্রথমবারের মতো পেত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ। সেই ইচ্ছে অপূর্ণই থেকে গেল জিম্বাবুয়েনদের।
১২ ঘণ্টা আগে৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশনও টিকতে পারেনি সফরকারীরা। আজ দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের পর ব্যাটিংয়ে নেমে লঙ্কানরা অলআউট হয়েছে মাত্র ৪২ রানে! যার মধ্যে আবার ৬ রানই এসেছে অতিরিক্ত থেকে।
১৪ ঘণ্টা আগে