ক্রীড়া ডেস্ক
২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল বাংলাদেশ। প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশ এই বিশ্বকাপ আয়োজন করবে।
আজ বিকেলে আইসিসি তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত ছেলেদের সীমিত ওভারের ক্রিকেটের প্রধান ইভেন্টগুলোর আয়োজক নিশ্চিত করা হলো।
২০২৪ থেকে ২০৩১ চক্রের মধ্যে হবে আটটি বৈশ্বিক আসর। ‘বিলুপ্ত’ ঘোষিত চ্যাম্পিয়নস ট্রফি ফিরছে নতুন আঙ্গিকে। শুরুতে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হিসেবে বাংলাদেশের নাম শোনা গেলেও আসরটির স্বাগতিক করা হয়েছে পাকিস্তানকে। সেটি হলে ২৯ বছর পর কোনো বৈশ্বিক ক্রিকেট আসর আয়োজন করবে পাকিস্তান। সবশেষ ১৯৯৬ সালে ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজক ছিল তারা।
বাংলাদেশ ২০৩১ সালে ভারতকে সঙ্গে নিয়ে আয়োজন করবে ওয়ানডে বিশ্বকাপ। ২০১১ সালেও ওয়ানডে বিশ্বকাপের সফল সহ-আয়োজক ছিল বাংলাদেশ। সেবার ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে করেছিল তারা। উদ্বোধনী অনুষ্ঠানও বাংলাদেশে। সেবার সরকারের খরচ হয়েছিল ৩৫০ কোটি টাকা। এরপর ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এককভাবে আয়োজন করেছিল বাংলাদেশ।
২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। মার্কিন মুলুকে এই প্রথম মঞ্চস্থ হবে ক্রিকেটের বৈশ্বিক আসর। মূলত ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ক্রিকেট অন্তর্ভুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে ২০২৪ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দিয়েছে আইসিসি।
২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল বাংলাদেশ। প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশ এই বিশ্বকাপ আয়োজন করবে।
আজ বিকেলে আইসিসি তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত ছেলেদের সীমিত ওভারের ক্রিকেটের প্রধান ইভেন্টগুলোর আয়োজক নিশ্চিত করা হলো।
২০২৪ থেকে ২০৩১ চক্রের মধ্যে হবে আটটি বৈশ্বিক আসর। ‘বিলুপ্ত’ ঘোষিত চ্যাম্পিয়নস ট্রফি ফিরছে নতুন আঙ্গিকে। শুরুতে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হিসেবে বাংলাদেশের নাম শোনা গেলেও আসরটির স্বাগতিক করা হয়েছে পাকিস্তানকে। সেটি হলে ২৯ বছর পর কোনো বৈশ্বিক ক্রিকেট আসর আয়োজন করবে পাকিস্তান। সবশেষ ১৯৯৬ সালে ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজক ছিল তারা।
বাংলাদেশ ২০৩১ সালে ভারতকে সঙ্গে নিয়ে আয়োজন করবে ওয়ানডে বিশ্বকাপ। ২০১১ সালেও ওয়ানডে বিশ্বকাপের সফল সহ-আয়োজক ছিল বাংলাদেশ। সেবার ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে করেছিল তারা। উদ্বোধনী অনুষ্ঠানও বাংলাদেশে। সেবার সরকারের খরচ হয়েছিল ৩৫০ কোটি টাকা। এরপর ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এককভাবে আয়োজন করেছিল বাংলাদেশ।
২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। মার্কিন মুলুকে এই প্রথম মঞ্চস্থ হবে ক্রিকেটের বৈশ্বিক আসর। মূলত ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ক্রিকেট অন্তর্ভুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে ২০২৪ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দিয়েছে আইসিসি।
অ্যান্টিগায় বাংলাদেশের বোলাররা তো চেষ্টার ত্রুটি রাখেননি। তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজদের বোলিংয়ে একটু হলেও চাপে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। কিন্তু বাংলাদেশের ব্যাটিং-বোলিং দুটিই একসঙ্গে ‘ক্লিক’ খুব কম সময়েই করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে গুরুত্বপূর্ণ সময়ে হতাশ করেছেন
২১ মিনিট আগেঅ্যান্টিগা টেস্টে ১৮১ রানে পিছিয়ে থেকেও গতকাল ৯ উইকেটে ২৬৯ রানে ইনিংস ঘোষণা করে দেয় বাংলাদেশ দল। তারপরই অনেক আলোচনা-সমালোচনা টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে। তাসকিন আহমেদ ১১ ও শরীফুল ইসলাম ছিলেন ৫ রানে অপরাজিত। অনেকেই মনে করেছেন, বাংলাদেশ শেষ উইকেটে হয়তো আরও কিছু রান যোগও করতে পারত।
১ ঘণ্টা আগেভারত ও পাকিস্তানের দুই ক্রিকেট বোর্ডের যুদ্ধের কারণে মারাত্মক জটিলতা তৈরি হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে। স্বয়ং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) স্পষ্ট করে কিছু বলেনি এখন পর্যন্ত। ‘কোমা’য় থাকা এই টুর্নামেন্টের সমস্যা এবার দূর হবে বলে আশা করা যাচ্ছে।
১ ঘণ্টা আগেওয়াইড-নো বলের ছড়াছড়ি। কখনো আবার বিস্ময়কর নো বল, বক্স থেকে এক-দেড় হাত বেরিয়ে গেল বোলারের পা। সেই নো বল করে ফিক্সিংয়ের গুঞ্জন উঠেছিল স্যাম্প আর্মির পেসার হজরত বিলালের বিরুদ্ধে। গতকাল দাসুন শানাকার ৩ বলে ৩০ রান দেওয়া—নতুন করে আবার ফিক্সিংয়ের আলোচনা আবুধাবি টি-টেন লিগে।
৩ ঘণ্টা আগে