Ajker Patrika

ঈদে মায়ের উপহার পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ অধিনায়ক

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১৭: ৫৬
ঈদে মায়ের উপহার পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ অধিনায়ক

ঈদে প্রিয়জনের কাছ থেকে উপহার পাওয়ার চেয়ে আনন্দের আর কী হতে পারে! মায়ের কাছ থেকে এ ঈদে উপহার পেয়ে তেমনই উচ্ছ্বসিত নিগার সুলতানা জ্যোতি। 

কী উপহার পেয়েছেন বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক-উইকেটরক্ষক? একটি লাল জামা। সেই জামা পরে বাড়ির মধ্যে ছবি তুলেছেন জ্যোতি। পোস্ট দিয়েছেন নিজের অফিশিয়াল ফেসবুক পোস্টে। ক্যাপশনে লিখেছেন, ‘ঈদে মায়ের দেওয়া উপহার।’ 

আর নিজের অনুভূতিতে বোঝাতে ফেসবুকের ফিলিং অ্যাক্টিভিটি দিয়েছেন ‘ফ্যান্টাস্টিক’। জ্যোতির লাল জমা পরা ছবিটি তুলে দিয়েছেন তাঁর মা। 

মাঠে খেলা না থাকায় ঈদের ছুটি বাড়িতেই কাটাচ্ছেন শেরপুরের মেয়ে জ্যোতি। ছুটি কাটিয়ে ভারতের বিপক্ষে সিরিজের প্রস্তুতি শুরু করবেন তিনি। এ এপ্রিলেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারতের মেয়েরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত