ক্রীড়া ডেস্ক
সাইম আইয়ুবের মাথার ওপর দিয়ে উড়িয়ে মারলেন হ্যারি ব্রুক। হেলমেটটা খুলে দর্শকদের অভিনন্দনের জবাব দিলেন। উপলক্ষ আর কিছুই নয়। মুলতানে পাকিস্তানের বিপক্ষেই ব্রুক পেয়ে গেলেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি। তাতে দীর্ঘ এক অপেক্ষার অবসান হয়েছে।
টেস্ট ইতিহাসে সবশেষ ট্রিপল করেছিলেন ডেভিড ওয়ার্নার। ২০১৯ সালে অ্যাডিলেডে ওয়ার্নারের ট্রিপল সেঞ্চুরি এসেছিল পাকিস্তানের বিপক্ষেই। ৪১৮ বলে ৩৩৫ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার। মুলতানে পাঁচ বছর পর যখন টেস্ট দেখল ট্রিপল সেঞ্চুরি, সেটাও এসেছে ঝোড়ো গতিতে। ৩১০ বলে ব্রুক যখন ৩০২ রান করেন, তখন তাঁর স্ট্রাইকরেট ৯৭.৪২। ঝোড়ো ব্যাটিংয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ইংল্যান্ডের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান বনে গেলেন ব্রুক। টেস্টে ইংল্যান্ডের সবশেষ ট্রিপল সেঞ্চুরি এসেছিল ১৯৯০ সালে। লর্ডসে ভারতের বিপক্ষে সেবার ৩৩৩ রানের ইনিংস খেলেছিলেন গ্রাহাম গুচ।
সাদা পোশাকে সাদা বলের ক্রিকেট—বাজবল মেথডে ইংল্যান্ড ২০২২ সাল থেকে যেভাবে টেস্ট খেলছে, ব্রুকও সেই কায়দায় ব্যাটিং করে বসলেন বীরেন্দ্র শেবাগের পাশে। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেবাগ ট্রিপল সেঞ্চুরি করেছিলেন ২৭৮ বলে। ১০০ এর বেশি স্ট্রাইকরেটে টেস্টে ৩০০ করা একমাত্র ব্যাটার এখনো শেবাগ।
মুলতানের ‘হাইওয়ে পিচে’ রীতিমতো রাজত্ব করছে ইংল্যান্ড। সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান আগে ব্যাটিং নিয়ে ৫৫৬ রানে অলআউট হয়েছে। জবাবে ইংল্যান্ড ৭ উইকেটে ৮২৩ রানে ইনিংস ঘোষণা করে। এটাই পাকিস্তানের বিপক্ষে টেস্টে দলীয় সর্বোচ্চ ইনিংস। ব্রুক আউট হয়েছেন ৩২২ বলে ৩১৭ রান করে। ইংল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটারের ইনিংসে ছিল ২৯ চার ও ৩ ছক্কা। টেস্টে এটা তাঁর ষষ্ঠ সেঞ্চুরি।
প্রথম ইনিংসে ৩ উইকেটে ৪৯২ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। ৫০৭ রানেই ইংলিশদের ষষ্ঠ উইকেট পড়তে পারত। ১০৫তম ওভারের চতুর্থ বলে নাসিম শাহকে পুল করতে যান রুট। মিড উইকেটে সহজ ক্যাচ হাতছাড়া করেন বাবর আজম। রুটের রান ছিল ১৮৬ রান। ইংলিশ এই ব্যাটার জীবন পেয়ে যোগ করেছেন আরও ৭৬ রান। চতুর্থ উইকেট জুটিতে রুট-ব্রুক যোগ করেছেন ৫২২ বলে ৪৫৪ রান। যা পাকিস্তানের বিপক্ষে টেস্টে ইংল্যান্ডের যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। এর আগের রেকর্ডটি ছিল ২০২০ সালে। চার বছর আগে সাউদাম্পটনে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ৩৫৯ রানের জুটি গড়েন জস বাটলার ও জ্যাক ক্রলি। জুটিটি ছিল পঞ্চম উইকেটে।
১৩৭তম ওভারের প্রথম বলে রুটকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ৪৫৪ রানের জুটি ভাঙেন সালমান আলী আগা। ৩৭৫ বলে ১৭ চারে ২৬২ রান করেন রুট। একের পর এক রেকর্ড গড়তে থাকা ইংলিশ এই ব্যাটারের টেস্টে এটা ষষ্ঠ ডাবল সেঞ্চুরি। এই তালিকায় তাঁর চেয়ে এগিয়ে হ্যামন্ড। টেস্টে তিনি করেন সাতটা ডাবল সেঞ্চুরি।
টেস্টে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি
বল ব্যাটার প্রতিপক্ষ ভেন্যু সাল
২৭৮ বীরেন্দ্র শেবাগ দক্ষিণ আফ্রিকা চেন্নাই ২০০৮
৩১০ হ্যারি ব্রুক পাকিস্তান মুলতান ২০২৪
৩৬২ ম্যাথু হেইডেন জিম্বাবুয়ে পার্থ ২০০৩
৩৬৪ বীরেন্দ্র শেবাগ পাকিস্তান মুলতান ২০০৪
টেস্টে ইংল্যান্ডের ট্রিপল সেঞ্চুরিয়ান
রান প্রতিপক্ষ ভেন্যু সাল
লিওনার্ড হাটন ৩৬৪ অস্ট্রেলিয়া দ্য ওভাল ১৯৩৮
ওয়ালি হ্যামন্ড ৩৩৬* নিউজিল্যান্ড অকল্যান্ড ১৯৩৩
গ্রাহাম গুচ ৩৩৩ ভারত লর্ডস ১৯৯০
অ্যান্ডি স্যান্ডহ্যাম ৩২৫ ওয়েস্ট ইন্ডিজ কিংসটন ১৯৩০
হ্যারি ব্রুক ৩১৭ পাকিস্তান মুলতান ২০২৪
জন এডরিচ ৩১০* নিউজিল্যান্ড হেডিংলি ১৯৬৫
সাইম আইয়ুবের মাথার ওপর দিয়ে উড়িয়ে মারলেন হ্যারি ব্রুক। হেলমেটটা খুলে দর্শকদের অভিনন্দনের জবাব দিলেন। উপলক্ষ আর কিছুই নয়। মুলতানে পাকিস্তানের বিপক্ষেই ব্রুক পেয়ে গেলেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি। তাতে দীর্ঘ এক অপেক্ষার অবসান হয়েছে।
টেস্ট ইতিহাসে সবশেষ ট্রিপল করেছিলেন ডেভিড ওয়ার্নার। ২০১৯ সালে অ্যাডিলেডে ওয়ার্নারের ট্রিপল সেঞ্চুরি এসেছিল পাকিস্তানের বিপক্ষেই। ৪১৮ বলে ৩৩৫ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার। মুলতানে পাঁচ বছর পর যখন টেস্ট দেখল ট্রিপল সেঞ্চুরি, সেটাও এসেছে ঝোড়ো গতিতে। ৩১০ বলে ব্রুক যখন ৩০২ রান করেন, তখন তাঁর স্ট্রাইকরেট ৯৭.৪২। ঝোড়ো ব্যাটিংয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ইংল্যান্ডের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান বনে গেলেন ব্রুক। টেস্টে ইংল্যান্ডের সবশেষ ট্রিপল সেঞ্চুরি এসেছিল ১৯৯০ সালে। লর্ডসে ভারতের বিপক্ষে সেবার ৩৩৩ রানের ইনিংস খেলেছিলেন গ্রাহাম গুচ।
সাদা পোশাকে সাদা বলের ক্রিকেট—বাজবল মেথডে ইংল্যান্ড ২০২২ সাল থেকে যেভাবে টেস্ট খেলছে, ব্রুকও সেই কায়দায় ব্যাটিং করে বসলেন বীরেন্দ্র শেবাগের পাশে। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেবাগ ট্রিপল সেঞ্চুরি করেছিলেন ২৭৮ বলে। ১০০ এর বেশি স্ট্রাইকরেটে টেস্টে ৩০০ করা একমাত্র ব্যাটার এখনো শেবাগ।
মুলতানের ‘হাইওয়ে পিচে’ রীতিমতো রাজত্ব করছে ইংল্যান্ড। সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান আগে ব্যাটিং নিয়ে ৫৫৬ রানে অলআউট হয়েছে। জবাবে ইংল্যান্ড ৭ উইকেটে ৮২৩ রানে ইনিংস ঘোষণা করে। এটাই পাকিস্তানের বিপক্ষে টেস্টে দলীয় সর্বোচ্চ ইনিংস। ব্রুক আউট হয়েছেন ৩২২ বলে ৩১৭ রান করে। ইংল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটারের ইনিংসে ছিল ২৯ চার ও ৩ ছক্কা। টেস্টে এটা তাঁর ষষ্ঠ সেঞ্চুরি।
প্রথম ইনিংসে ৩ উইকেটে ৪৯২ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। ৫০৭ রানেই ইংলিশদের ষষ্ঠ উইকেট পড়তে পারত। ১০৫তম ওভারের চতুর্থ বলে নাসিম শাহকে পুল করতে যান রুট। মিড উইকেটে সহজ ক্যাচ হাতছাড়া করেন বাবর আজম। রুটের রান ছিল ১৮৬ রান। ইংলিশ এই ব্যাটার জীবন পেয়ে যোগ করেছেন আরও ৭৬ রান। চতুর্থ উইকেট জুটিতে রুট-ব্রুক যোগ করেছেন ৫২২ বলে ৪৫৪ রান। যা পাকিস্তানের বিপক্ষে টেস্টে ইংল্যান্ডের যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। এর আগের রেকর্ডটি ছিল ২০২০ সালে। চার বছর আগে সাউদাম্পটনে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ৩৫৯ রানের জুটি গড়েন জস বাটলার ও জ্যাক ক্রলি। জুটিটি ছিল পঞ্চম উইকেটে।
১৩৭তম ওভারের প্রথম বলে রুটকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ৪৫৪ রানের জুটি ভাঙেন সালমান আলী আগা। ৩৭৫ বলে ১৭ চারে ২৬২ রান করেন রুট। একের পর এক রেকর্ড গড়তে থাকা ইংলিশ এই ব্যাটারের টেস্টে এটা ষষ্ঠ ডাবল সেঞ্চুরি। এই তালিকায় তাঁর চেয়ে এগিয়ে হ্যামন্ড। টেস্টে তিনি করেন সাতটা ডাবল সেঞ্চুরি।
টেস্টে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি
বল ব্যাটার প্রতিপক্ষ ভেন্যু সাল
২৭৮ বীরেন্দ্র শেবাগ দক্ষিণ আফ্রিকা চেন্নাই ২০০৮
৩১০ হ্যারি ব্রুক পাকিস্তান মুলতান ২০২৪
৩৬২ ম্যাথু হেইডেন জিম্বাবুয়ে পার্থ ২০০৩
৩৬৪ বীরেন্দ্র শেবাগ পাকিস্তান মুলতান ২০০৪
টেস্টে ইংল্যান্ডের ট্রিপল সেঞ্চুরিয়ান
রান প্রতিপক্ষ ভেন্যু সাল
লিওনার্ড হাটন ৩৬৪ অস্ট্রেলিয়া দ্য ওভাল ১৯৩৮
ওয়ালি হ্যামন্ড ৩৩৬* নিউজিল্যান্ড অকল্যান্ড ১৯৩৩
গ্রাহাম গুচ ৩৩৩ ভারত লর্ডস ১৯৯০
অ্যান্ডি স্যান্ডহ্যাম ৩২৫ ওয়েস্ট ইন্ডিজ কিংসটন ১৯৩০
হ্যারি ব্রুক ৩১৭ পাকিস্তান মুলতান ২০২৪
জন এডরিচ ৩১০* নিউজিল্যান্ড হেডিংলি ১৯৬৫
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনও ছন্দ ধরে রেখেই এগোচ্ছিল। গতকালের ২ উইকেটে ৩০৭ থেকে আজ পৌঁছে যায় ৩৮৬ রানে। তারপরই ৫ রানে তিন উইকেট হারায় তারা (৩৯১ /৫)। প্রোটিয়াদের পাঁচটি উইকেটই নিয়েছেন তাইজুল ইসলাম। এ বাঁহাতি স্পিনার একাই যেন বাংলাদেশ।
২৭ মিনিট আগে২০২২ সালের ১৯ সেপ্টেম্বর; দিনটি যেন মারিয়া-মনিকাদের জন্যই সেজেছিল। সেদিন স্বাগতিকদের পনেরো হাজার দর্শককে কাঁদিয়ে স্বপ্ন জয়ের গল্প লিখেছিলেন বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত সাফে এবার একই মঞ্চে আরও একবার উৎসবের পালা। প্রতিপক্ষও নেপাল। তবে এর মধ্যে কেটে গেছে ৭৭২ দিন। এই সময়ের পরিক্রমায় ব
১ ঘণ্টা আগেবুজ পাহাড়ে ঘেরা নেপাল। দূর থেকে ছোট্ট ছোট্ট গ্রামের সারি দেখলে যে কারও প্রাণ ভরে যাওয়ার কথা। যেখানে বছরের বেশির ভাগ সময় পাহাড়ের চূড়াগুলো থাকে সাদা বরফে ঢাকা। এমন শ্বেত সুন্দর হিমালয়ের বুকে আজ আরেকটি আশাজাগানিয়া ফাইনাল খেলতে নামছেন বাংলাদেশের মেয়েরা।
২ ঘণ্টা আগেসময়টা ভালো যাচ্ছে না জামাল ভূঁইয়ার। এবারের ঘরোয়া মৌসুমে শুরু থেকে ক্লাবের জার্সিতে মাঠে নামা হবে না তাঁর। এবার আরেকটি দুঃসংবাদ। নভেম্বরে মালদ্বীপের বিপক্ষে দুটি ম্যাচের দলেও জায়গা হলো না এই তারকা মিডফিল্ডারের।
২ ঘণ্টা আগে