ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশের নেই কোনো আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। বাংলাদেশের ক্রিকেটাররা এখন ব্যস্ত বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে। সাকিব আল হাসান ব্যস্ত যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসিতে)। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন শরীফুল ইসলাম-তাসকিন আহমেদরা। তবে হতশ্রী পারফরম্যান্সের কারণে একাদশ থেকে বাদ পড়ছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, শরীফুল, তাসকিন—বাংলাদেশের এই চার ক্রিকেটার খেলেছেন এবারের এলপিএলে। হৃদয় ও মোস্তাফিজকে নেয় ডাম্বুলা সিক্সার্স। তবে ডাম্বুলা লিগ পর্ব থেকে বিদায় নেওয়ায় লঙ্কা লিগ শেষ বাংলাদেশের এই দুই ক্রিকেটারের। টুর্নামেন্টে এখনো টিকে রয়েছেন তাসকিন ও শরীফুল। তাসকিনকে কিনেছে কলম্বো স্ট্রাইকার্স ও ক্যান্ডি ফ্যালকনস নিয়েছে শরীফুলকে। কলম্বো-ক্যান্ডি মুখোমুখি হবে এলিমিনেটরে। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় শুরু হচ্ছে দুই দলের ম্যাচ।
গল মার্ভেলস, জাফনা কিংস, কলম্বো স্ট্রাইকার্স, ক্যান্ডি ফ্যালকনস, ডাম্বুলা সিক্সার্স—এই পাঁচ দল নিয়ে শুরু হয় এবারের এলপিএল। লিগ পর্বে সব দলই ৮টি করে ম্যাচ খেলেছে। তাসকিন ও শরীফুল খেলেছেন ৩ ও ৫ ম্যাচ। দুজনেই টুর্নামেন্টে ৪টি করে উইকেট পেয়েছেন। মুক্ত হস্তে রান বিলিয়েছেন বাংলাদেশের এই দুই পেসার। তাসকিন ও শরীফুলের ইকোনমি ১০.২৭ ও ১১.৬৭। এবারের এলপিএলে তাসকিন সবশেষ খেলেছেন ১০ জুলাই জাফনা কিংসের বিপক্ষে। এই ম্যাচের পর কলম্বো তিন ম্যাচ খেলেছে। তাসকিনের পরিবর্তে বিদেশি কোটায় সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার মুহাম্মদ ওয়াসিমকে খেলিয়েছে কলম্বো।
শরীফুল এলপিএলে সবশেষ খেলেছেন ১৩ জুলাই জাফনা কিংসের বিপক্ষে। বৃষ্টির কারণে ওভার কমে আসে কলম্বো-জাফনা ম্যাচে। ৭ ওভারের সেই ম্যাচটিতে বোলিংই পাননি তিনি। বাংলাদেশের বাঁহাতি পেসারকে ছাড়া এরপর একটি ম্যাচ খেলে ক্যান্ডি। ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে সেই ম্যাচে ক্যান্ডি একাদশে তিন বিদেশি খেলিয়েছে। মোস্তাফিজ-হৃদয়ের সঙ্গে এলপিএল খেলতে আগেই উড়াল দেন তাসকিন। লঙ্কায় শরীফুল গেছেন টুর্নামেন্ট শুরুর পর। মোস্তাফিজ ও হৃদয় খেলেছেন ৪ ও ৩ ম্যাচ। যেখানে হৃদয় ডাম্বুলার জার্সিতে প্রথম দুই ম্যাচ খেললেও পাঁচ ম্যাচ বসে থাকার পর সুযোগ পান একাদশে।
সাকিবের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স খেলেছে ৬ ম্যাচ। ২ জয়, ৩ হার ও ১ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে
সাকিবের দল। তবে সাকিব খেলার সুযোগ পেয়েছেন চার ম্যাচ। ১৫ গড় ও ১২৫ স্ট্রাইকরেটে করেন ৬০ রান। উইকেট পেয়েছেন কেবল একটি। বোলিং করেছেন ১১.১ ইকোনমিতে। সিয়াটল অরকাসের বিপক্ষে আজ তাঁকে খেলায়নি লস অ্যাঞ্জেলেস।
আরও পড়ুন:
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশের নেই কোনো আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। বাংলাদেশের ক্রিকেটাররা এখন ব্যস্ত বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে। সাকিব আল হাসান ব্যস্ত যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসিতে)। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন শরীফুল ইসলাম-তাসকিন আহমেদরা। তবে হতশ্রী পারফরম্যান্সের কারণে একাদশ থেকে বাদ পড়ছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, শরীফুল, তাসকিন—বাংলাদেশের এই চার ক্রিকেটার খেলেছেন এবারের এলপিএলে। হৃদয় ও মোস্তাফিজকে নেয় ডাম্বুলা সিক্সার্স। তবে ডাম্বুলা লিগ পর্ব থেকে বিদায় নেওয়ায় লঙ্কা লিগ শেষ বাংলাদেশের এই দুই ক্রিকেটারের। টুর্নামেন্টে এখনো টিকে রয়েছেন তাসকিন ও শরীফুল। তাসকিনকে কিনেছে কলম্বো স্ট্রাইকার্স ও ক্যান্ডি ফ্যালকনস নিয়েছে শরীফুলকে। কলম্বো-ক্যান্ডি মুখোমুখি হবে এলিমিনেটরে। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় শুরু হচ্ছে দুই দলের ম্যাচ।
গল মার্ভেলস, জাফনা কিংস, কলম্বো স্ট্রাইকার্স, ক্যান্ডি ফ্যালকনস, ডাম্বুলা সিক্সার্স—এই পাঁচ দল নিয়ে শুরু হয় এবারের এলপিএল। লিগ পর্বে সব দলই ৮টি করে ম্যাচ খেলেছে। তাসকিন ও শরীফুল খেলেছেন ৩ ও ৫ ম্যাচ। দুজনেই টুর্নামেন্টে ৪টি করে উইকেট পেয়েছেন। মুক্ত হস্তে রান বিলিয়েছেন বাংলাদেশের এই দুই পেসার। তাসকিন ও শরীফুলের ইকোনমি ১০.২৭ ও ১১.৬৭। এবারের এলপিএলে তাসকিন সবশেষ খেলেছেন ১০ জুলাই জাফনা কিংসের বিপক্ষে। এই ম্যাচের পর কলম্বো তিন ম্যাচ খেলেছে। তাসকিনের পরিবর্তে বিদেশি কোটায় সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার মুহাম্মদ ওয়াসিমকে খেলিয়েছে কলম্বো।
শরীফুল এলপিএলে সবশেষ খেলেছেন ১৩ জুলাই জাফনা কিংসের বিপক্ষে। বৃষ্টির কারণে ওভার কমে আসে কলম্বো-জাফনা ম্যাচে। ৭ ওভারের সেই ম্যাচটিতে বোলিংই পাননি তিনি। বাংলাদেশের বাঁহাতি পেসারকে ছাড়া এরপর একটি ম্যাচ খেলে ক্যান্ডি। ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে সেই ম্যাচে ক্যান্ডি একাদশে তিন বিদেশি খেলিয়েছে। মোস্তাফিজ-হৃদয়ের সঙ্গে এলপিএল খেলতে আগেই উড়াল দেন তাসকিন। লঙ্কায় শরীফুল গেছেন টুর্নামেন্ট শুরুর পর। মোস্তাফিজ ও হৃদয় খেলেছেন ৪ ও ৩ ম্যাচ। যেখানে হৃদয় ডাম্বুলার জার্সিতে প্রথম দুই ম্যাচ খেললেও পাঁচ ম্যাচ বসে থাকার পর সুযোগ পান একাদশে।
সাকিবের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স খেলেছে ৬ ম্যাচ। ২ জয়, ৩ হার ও ১ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে
সাকিবের দল। তবে সাকিব খেলার সুযোগ পেয়েছেন চার ম্যাচ। ১৫ গড় ও ১২৫ স্ট্রাইকরেটে করেন ৬০ রান। উইকেট পেয়েছেন কেবল একটি। বোলিং করেছেন ১১.১ ইকোনমিতে। সিয়াটল অরকাসের বিপক্ষে আজ তাঁকে খেলায়নি লস অ্যাঞ্জেলেস।
আরও পড়ুন:
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৪ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
৬ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
৬ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
৭ ঘণ্টা আগে