Ajker Patrika

শান্তদের জন্য আইপিএলের ফিল্ডিং কোচ নিয়ে এসেছে বিসিবি

ক্রীড়া ডেস্ক    
জেমস প্যামেন্ট বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচ। ছবি: সংগৃহীত
জেমস প্যামেন্ট বাংলাদেশ দলের নতুন ফিল্ডিং কোচ। ছবি: সংগৃহীত

এক বছরের বেশি সময় বিশেষজ্ঞ ফিল্ডিং কোচ ছিল না বাংলাদেশ দলের। অবশেষে কোচিং প্যানেলে নতুন করে জাতীয় দলের ফিল্ডিং কোচ যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ডের জেমস প্যামেন্ট নতুন ফিল্ডিং কোচ শান্ত-মিরাজদের। আজ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বিসিবি জানিয়েছে, জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে জেমস প্যামেন্টকে নিয়োগ দেওয়া হয়েছে। চলতি মাসের শেষ দিকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। ৫৬ বছর বয়সী প্যামেন্ট ইংল্যান্ডে জন্মগ্রহণ করলেও বর্তমানে নিউজিল্যান্ডে বসবাস করেন। জাতীয় দলের হয়ে না খেললেও অকল্যান্ডের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন তিনি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে চুক্তি হয়েছে তাঁর।

প্যামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ানসের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। যেখানে তাঁর প্রধান ভূমিকা ছিল ফিল্ডিংয় কোচিংয়ে। ২০১৮ সাল থেকে দলটির সঙ্গে যুক্ত ছিলেন। এ ছাড়া পাঁচ বছর নিউজিল্যান্ডের নর্দার্ন ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন প্যামেন্ট।

নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) হাই পারফরম্যান্স কোচ হিসেবে প্যামেন্ট নিউজিল্যান্ড জাতীয় দল, নিউজিল্যান্ড ‘এ’ এবং অনূর্ধ্ব-১৯ দলের ফিল্ডিং রিসোর্স কোচ ও বিশেষজ্ঞ টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন। ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে নিউজিল্যান্ড দলের সহকারী কোচও ছিলেন। প্যামেন্ট যুক্তরাষ্ট্র জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বও সাময়িক পালন করেছেন।

বাংলাদেশ দলের কোচিং প্যানেলে যুক্ত হয়ে উচ্ছ্বসিত প্যামেন্ট বলেছেন, ‘একটি অত্যন্ত প্রতিভাবান বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই উচ্ছ্বসিত। আমি জিম্বাবুয়ে সিরিজের আগে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছি।’ এর আগে ফিল্ডিং কোচ হিসেবে শেন ম্যাকডারমট ছিলেন বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ। ২০২৩ সালের শেষ পর্যন্ত দলের সঙ্গে ছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আট মাসের পরিচয়, চার মাসে ‘বাগদান’

সৌদি রাষ্ট্রদূত নিয়ে ভিন্ন কথা বলছে মডেল মেঘনার পরিবার

৯ টুকরো লাশ: সবুজকে হেমায়েতপুর থেকে ডেকে নিয়ে হত্যা করেন পলাশ-তৃষা

সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মেঘনার সহযোগী সমির, পুলিশের প্রতিবেদন

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত