ক্রীড়া ডেস্ক
এক বছরের বেশি সময় বিশেষজ্ঞ ফিল্ডিং কোচ ছিল না বাংলাদেশ দলের। অবশেষে কোচিং প্যানেলে নতুন করে জাতীয় দলের ফিল্ডিং কোচ যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ডের জেমস প্যামেন্ট নতুন ফিল্ডিং কোচ শান্ত-মিরাজদের। আজ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
বিসিবি জানিয়েছে, জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে জেমস প্যামেন্টকে নিয়োগ দেওয়া হয়েছে। চলতি মাসের শেষ দিকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। ৫৬ বছর বয়সী প্যামেন্ট ইংল্যান্ডে জন্মগ্রহণ করলেও বর্তমানে নিউজিল্যান্ডে বসবাস করেন। জাতীয় দলের হয়ে না খেললেও অকল্যান্ডের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন তিনি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে চুক্তি হয়েছে তাঁর।
প্যামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ানসের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। যেখানে তাঁর প্রধান ভূমিকা ছিল ফিল্ডিংয় কোচিংয়ে। ২০১৮ সাল থেকে দলটির সঙ্গে যুক্ত ছিলেন। এ ছাড়া পাঁচ বছর নিউজিল্যান্ডের নর্দার্ন ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন প্যামেন্ট।
নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) হাই পারফরম্যান্স কোচ হিসেবে প্যামেন্ট নিউজিল্যান্ড জাতীয় দল, নিউজিল্যান্ড ‘এ’ এবং অনূর্ধ্ব-১৯ দলের ফিল্ডিং রিসোর্স কোচ ও বিশেষজ্ঞ টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন। ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে নিউজিল্যান্ড দলের সহকারী কোচও ছিলেন। প্যামেন্ট যুক্তরাষ্ট্র জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বও সাময়িক পালন করেছেন।
বাংলাদেশ দলের কোচিং প্যানেলে যুক্ত হয়ে উচ্ছ্বসিত প্যামেন্ট বলেছেন, ‘একটি অত্যন্ত প্রতিভাবান বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই উচ্ছ্বসিত। আমি জিম্বাবুয়ে সিরিজের আগে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছি।’ এর আগে ফিল্ডিং কোচ হিসেবে শেন ম্যাকডারমট ছিলেন বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ। ২০২৩ সালের শেষ পর্যন্ত দলের সঙ্গে ছিলেন তিনি।
এক বছরের বেশি সময় বিশেষজ্ঞ ফিল্ডিং কোচ ছিল না বাংলাদেশ দলের। অবশেষে কোচিং প্যানেলে নতুন করে জাতীয় দলের ফিল্ডিং কোচ যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ডের জেমস প্যামেন্ট নতুন ফিল্ডিং কোচ শান্ত-মিরাজদের। আজ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
বিসিবি জানিয়েছে, জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে জেমস প্যামেন্টকে নিয়োগ দেওয়া হয়েছে। চলতি মাসের শেষ দিকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। ৫৬ বছর বয়সী প্যামেন্ট ইংল্যান্ডে জন্মগ্রহণ করলেও বর্তমানে নিউজিল্যান্ডে বসবাস করেন। জাতীয় দলের হয়ে না খেললেও অকল্যান্ডের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন তিনি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে চুক্তি হয়েছে তাঁর।
প্যামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ানসের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। যেখানে তাঁর প্রধান ভূমিকা ছিল ফিল্ডিংয় কোচিংয়ে। ২০১৮ সাল থেকে দলটির সঙ্গে যুক্ত ছিলেন। এ ছাড়া পাঁচ বছর নিউজিল্যান্ডের নর্দার্ন ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন প্যামেন্ট।
নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) হাই পারফরম্যান্স কোচ হিসেবে প্যামেন্ট নিউজিল্যান্ড জাতীয় দল, নিউজিল্যান্ড ‘এ’ এবং অনূর্ধ্ব-১৯ দলের ফিল্ডিং রিসোর্স কোচ ও বিশেষজ্ঞ টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন। ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে নিউজিল্যান্ড দলের সহকারী কোচও ছিলেন। প্যামেন্ট যুক্তরাষ্ট্র জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বও সাময়িক পালন করেছেন।
বাংলাদেশ দলের কোচিং প্যানেলে যুক্ত হয়ে উচ্ছ্বসিত প্যামেন্ট বলেছেন, ‘একটি অত্যন্ত প্রতিভাবান বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই উচ্ছ্বসিত। আমি জিম্বাবুয়ে সিরিজের আগে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছি।’ এর আগে ফিল্ডিং কোচ হিসেবে শেন ম্যাকডারমট ছিলেন বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ। ২০২৩ সালের শেষ পর্যন্ত দলের সঙ্গে ছিলেন তিনি।
যেখানে শুরুর কথা বলার আগেই শেষ—অন্যতম জনপ্রিয় গানের এই ছত্রটা লিটন দাসের সঙ্গে ভালোভাবে মিলে গেছে। পাকিস্তান সুপার লিগে (পিএসএর) খেলতে গিয়েছিলেন অনেক আশা নিয়ে। কিন্তু কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরেছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার।
৪১ মিনিট আগেভুটানের নারী লিগে পারো এফসির হয়ে খেলবেন সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। এক সপ্তাহ আগেই ভুটানে পৌঁছে অনুশীলন। শুরু করে দিয়েছেন তাঁরা। আজ ভুটানের বিমান ধরেছেন আরও পাঁচ ফুটবলার।
১ ঘণ্টা আগেহায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গত রাতে অভিষেক শর্মার ব্যাটিংটা ছিল ভিডিও গেমসের মতোই। বোলারদের যেভাবে বলে কয়ে চার-ছক্কা মেরেছেন, সেটা দেখে অনেকেই তাজ্জব বনে গেছেন। বিধ্বংসী ব্যাটিংয়ে ভারতের এই তরুণ ব্যাটার তছনছ করে দিয়েছেন রেকর্ড বইয়ের পাতা।
১ ঘণ্টা আগেজয় দিয়ে শুরু করতে চেয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও কোচ সারোয়ার ইমরান। ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত সেই জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তবে সে ম্যাচে এমন দুর্দান্ত পারফরম্যান্স করেছে যে দলকে নিয়ে বেড়ে গেছে প্রত্যাশা।
২ ঘণ্টা আগে