ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের ইনিংসের বিপর্যয়ের শুরুটা ট্রেন্ট বোল্টের হাতে। ইনিংসের প্রথম বলেই লিটন দাসকে গোল্ডেন ডাক উপহার দিয়ে ফেরানোর পর নিজের দ্বিতীয় শিকার হিসেবে তুলে নেন তাওহীদ হৃদয়কে। তাতেই নতুন এক মাইলফলকে পা রাখেন নিউজিল্যান্ড পেসার।
পঞ্চম কিউই বোলার হিসেবে ওয়ানডেতে ২০০তম উইকেট হয়ে গেল বোল্টের। এই কীর্তি গড়তে তাঁর লাগল ১০৬ ইনিংস। বিশ্বকাপের মতো মঞ্চে এমন এক মাইলফলকে পা রেখে খুশি বোল্ট।
তবে সেটিকে বড় কিছু বলতে নারাজ তিনি। বাংলাদেশকে ২৪৫ রানে থামানোর পর ইনিংস বিরতিতে বোল্ট বলেছেন, ‘আমি তেমন বড় কোনো মাইলফলক ছুঁইনি। বাংলাদেশ বেশ ভালো সংগ্রহ পেয়েছে। নাকল বলে (বেসবলে সুইং করাতে তিন আঙুলে যে কৌশল নেওয়া হয়) নিখুঁত হতে আমার প্রায় আড়াই বছর লেগেছে। আমি ভাগ্যবান যে, এমন করতে পারেন এমন কয়েকজনের মধ্যে আমিও একজন। যা আশা করেছিলাম, তারচেয়ে উইকেট (চেন্নাইয়ে) কঠিন ও সুন্দর ছিল। প্রায় ২৫০ সমান, তারা ভালো ব্যাট করেছে। আশা করি, আমরা সেটি পেরিয়ে যাবো।’
বাংলাদেশের ইনিংসের বিপর্যয়ের শুরুটা ট্রেন্ট বোল্টের হাতে। ইনিংসের প্রথম বলেই লিটন দাসকে গোল্ডেন ডাক উপহার দিয়ে ফেরানোর পর নিজের দ্বিতীয় শিকার হিসেবে তুলে নেন তাওহীদ হৃদয়কে। তাতেই নতুন এক মাইলফলকে পা রাখেন নিউজিল্যান্ড পেসার।
পঞ্চম কিউই বোলার হিসেবে ওয়ানডেতে ২০০তম উইকেট হয়ে গেল বোল্টের। এই কীর্তি গড়তে তাঁর লাগল ১০৬ ইনিংস। বিশ্বকাপের মতো মঞ্চে এমন এক মাইলফলকে পা রেখে খুশি বোল্ট।
তবে সেটিকে বড় কিছু বলতে নারাজ তিনি। বাংলাদেশকে ২৪৫ রানে থামানোর পর ইনিংস বিরতিতে বোল্ট বলেছেন, ‘আমি তেমন বড় কোনো মাইলফলক ছুঁইনি। বাংলাদেশ বেশ ভালো সংগ্রহ পেয়েছে। নাকল বলে (বেসবলে সুইং করাতে তিন আঙুলে যে কৌশল নেওয়া হয়) নিখুঁত হতে আমার প্রায় আড়াই বছর লেগেছে। আমি ভাগ্যবান যে, এমন করতে পারেন এমন কয়েকজনের মধ্যে আমিও একজন। যা আশা করেছিলাম, তারচেয়ে উইকেট (চেন্নাইয়ে) কঠিন ও সুন্দর ছিল। প্রায় ২৫০ সমান, তারা ভালো ব্যাট করেছে। আশা করি, আমরা সেটি পেরিয়ে যাবো।’
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৯ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১১ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১১ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১১ ঘণ্টা আগে