Ajker Patrika

ইব্রাহিমের রেকর্ড সেঞ্চুরিতে ইংল্যান্ডকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিল আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক    
ইব্রাহিম জাদরানের রেকর্ড সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে আফগানিস্তান। ছবি: ক্রিকইনফো
ইব্রাহিম জাদরানের রেকর্ড সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে আফগানিস্তান। ছবি: ক্রিকইনফো

ওপেনিংয়ে নেমেছেন। আউট হয়েছেন ইনিংসের শেষ ওভারে। তিনি আর কেউ নন, ইবরাহিম জাদরান। লাহোরে আজ আফগানিস্তানের এই ব্যাটার রেকর্ড গড়া এক সেঞ্চুরি করেছেন। তাঁর রেকর্ড গড়ার দিনে আফগানিস্তানও করল রেকর্ড।

আইসিসির ওয়ানডে সংস্করণের একাধিক ইভেন্টে আফগানিস্তানের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়লেন ইব্রাহিম। মুম্বাইয়ে ২০২৩ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়েছিলেন। ১৪ মাস পর আজ তিনি সেঞ্চুরি করলেন ইংল্যান্ডের বিপক্ষে। চ্যাম্পিয়নস ট্রফিতে ম্যাচটি যেখানে ইংল্যান্ড, আফগানিস্তান দুই দলের জন্যই ‘বাঁচা-মরার ম্যাচ’, সেখানে ১৭৭ রানের ইনিংস খেলেছেন ইব্রাহিম। ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে করেছে ৭ উইকেটে ৩২৫ রান। আইসিসির ওয়ানডে ইভেন্টে এটাই আফগানদের সর্বোচ্চ স্কোর।

টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে আজ লাহোরে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। একটা পর্যায়ে দলের স্কোর হয়ে যায় ৮.৫ ওভারে ৩ উইকেটে ৩৭ রান। এমন চাপের মধ্যেও তিনি ভেঙে পড়েননি। চতুর্থ উইকেটে অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদীর সঙ্গে ১২৪ বলে ১০৩ রানের জুটি গড়তে অবদান রাখেন ইব্রাহিম। ৩০তম ওভারের তৃতীয় বলে শাহীদিকে বোল্ড করে জুটি ভাঙেন আদিল রশিদ।

প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার পর ইব্রাহিম তাঁর ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন ১০৬ বলে। সময়ের সঙ্গে সঙ্গে রান তোলার গতি বাড়িয়েছেন আফগান এই ব্যাটার। যেখানে ষষ্ঠ উইকেটে মোহাম্মদ নবীর সঙ্গে ৫৫ বলে ১১১ রানের জুটি গড়তে অবদান রাখেন ইব্রাহিম। ম্যারাথন ইনিংস খেলা ইব্রাহিম শেষ ওভারের প্রথম বলে লিয়াম লিভিংস্টোনকে তুলে মারতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে জফরা আর্চারের তালুবন্দী হয়েছেন। ১৪৬ বলে ১২ চার ও ৬ ছক্কায় ১৭৭ রান করেন ইব্রাহিম। যা আফগানিস্তানের ব্যাটারদের মধ্যে ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। এই তালিকায় দুইয়েও আছে তাঁর রেকর্ড। ২০২২-এর নভেম্বরে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে করেন ১৬২ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আট মাসের পরিচয়, চার মাসে ‘বাগদান’

সৌদি রাষ্ট্রদূত নিয়ে ভিন্ন কথা বলছে মডেল মেঘনার পরিবার

৯ টুকরো লাশ: সবুজকে হেমায়েতপুর থেকে ডেকে নিয়ে হত্যা করেন পলাশ-তৃষা

সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মেঘনার সহযোগী সমির, পুলিশের প্রতিবেদন

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত