ক্রীড়া ডেস্ক
অঘটন, ইতিহাস এসব না থাকলে খেলাধুলায় আর কী মজা থাকে! মেজর কোনো টুর্নামেন্টে হলে সেটা যেকোনো দলের জন্যই আজীবন ফ্রেমে বাঁধাই করে রাখার মতো। ফিফা র্যাঙ্কিংয়ে একেবারে তলানিতে ২১০ নম্বরে থাকা স্যান মারিনো গত রাতে লিখল ইতিহাস।
রেইনপার্ক স্টেডিয়ামে গত রাতে স্যান মারিনোর ফুরিয়েছে ৩৪ বছরের অপেক্ষা। ১০১ বারের চেষ্টায় বিদেশের মাঠে প্রথম জয় পেল দলটি।নেশনস লিগের লিগ ‘ডি’-এর গ্রুপ-১ এর ম্যাচে লিখটেনস্টাইনকে ৩-১ গোলে হারিয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের ২১০ নম্বরে থাকা দল। ৪০ মিনিটে ডিফেন্সিভ মিডফিল্ডার অ্যারন সেলের গোলে প্রথমে এগিয়ে যায় লিখটেনস্টাইন। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকা স্যান মারিনো চমক দেখাতে বেছে নেয় দ্বিতীয়ার্ধকেই। ৪৬ মিনিটে লরেনৎসো লাজ্জারির গোলে সমতায় ফেলে স্যান মারিনো। ৬৬ ও ৭০ মিনিটে স্যান মারিনোর গোল দুটি করেন নিকোলাস ন্যান্নি ও আলেসান্দ্রো গোলিনুচ্চি।
ঐতিহাসিক এই জয়ে নেশনস লিগের ‘ডি’ গ্রুপ থেকে ‘সি’ গ্রুপে উঠে এসেছে স্যান মারিনো।
ফিফা র্যাঙ্কিংয়ের ২১০ নম্বরে থাকা দলের ইতিহাস গড়ার রাতে জয় পায়নি পর্তুগাল। বাইসাইকেল কিকে চোখ ধাঁধানো গোল করার পরের ম্যাচেই বিশ্রাম দেওয়া হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে। রোনালদোহীন পর্তুগাল গত রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। ৩৩ মিনিটে পর্তুগালকে এগিয়ে নেন হোয়াও ফেলিক্স। পিছিয়ে পড়া ক্রোয়েশিয়ার সমতায় ফিরতে একটু সময় লেগেছে। ৬৫ মিনিটে সমতাসূচক গোল করেন ক্রোয়াট ডিফেন্ডার জোস্কো গাভারদিওল। ১-১ গোলের পর লিগ ‘এ’-এর গ্রুপ-১ এর পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে পর্তুগাল। ৬ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে পর্তুগিজদের পয়েন্ট ১৪। দুইয়ে থাকা ক্রোয়েশিয়ার পয়েন্ট ৮। ক্রোয়াটরাও খেলেছে ৬ ম্যাচ।
লিখটেনস্টাইন অবশ্য স্যান মারিনোর প্রিয় প্রতিপক্ষ। স্যান মারিনো তাদের তিন জয়ের তিনটিই পেয়েছে লিখটেনস্টাইনের বিপক্ষে। ২০০৪ সালে প্রীতি ম্যাচে লিখটেনস্টাইনকে ১-০ গোলে হারিয়ে স্যান মারিনো পায় প্রথম জয়। এরপর এ বছরের সেপ্টেম্বরে একই প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয় জয় পায় স্যান মারিনো। এখন পর্যন্ত ২১১ ম্যাচে ৩ জয়ের বিপরীতে দলটি হেরেছে ১৯৮ ম্যাচ। ফিফা র্যাঙ্কিংয়ের তলানিতে থাকা দলটি ড্র করেছে ১০ ম্যাচ।
অঘটন, ইতিহাস এসব না থাকলে খেলাধুলায় আর কী মজা থাকে! মেজর কোনো টুর্নামেন্টে হলে সেটা যেকোনো দলের জন্যই আজীবন ফ্রেমে বাঁধাই করে রাখার মতো। ফিফা র্যাঙ্কিংয়ে একেবারে তলানিতে ২১০ নম্বরে থাকা স্যান মারিনো গত রাতে লিখল ইতিহাস।
রেইনপার্ক স্টেডিয়ামে গত রাতে স্যান মারিনোর ফুরিয়েছে ৩৪ বছরের অপেক্ষা। ১০১ বারের চেষ্টায় বিদেশের মাঠে প্রথম জয় পেল দলটি।নেশনস লিগের লিগ ‘ডি’-এর গ্রুপ-১ এর ম্যাচে লিখটেনস্টাইনকে ৩-১ গোলে হারিয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের ২১০ নম্বরে থাকা দল। ৪০ মিনিটে ডিফেন্সিভ মিডফিল্ডার অ্যারন সেলের গোলে প্রথমে এগিয়ে যায় লিখটেনস্টাইন। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকা স্যান মারিনো চমক দেখাতে বেছে নেয় দ্বিতীয়ার্ধকেই। ৪৬ মিনিটে লরেনৎসো লাজ্জারির গোলে সমতায় ফেলে স্যান মারিনো। ৬৬ ও ৭০ মিনিটে স্যান মারিনোর গোল দুটি করেন নিকোলাস ন্যান্নি ও আলেসান্দ্রো গোলিনুচ্চি।
ঐতিহাসিক এই জয়ে নেশনস লিগের ‘ডি’ গ্রুপ থেকে ‘সি’ গ্রুপে উঠে এসেছে স্যান মারিনো।
ফিফা র্যাঙ্কিংয়ের ২১০ নম্বরে থাকা দলের ইতিহাস গড়ার রাতে জয় পায়নি পর্তুগাল। বাইসাইকেল কিকে চোখ ধাঁধানো গোল করার পরের ম্যাচেই বিশ্রাম দেওয়া হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে। রোনালদোহীন পর্তুগাল গত রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। ৩৩ মিনিটে পর্তুগালকে এগিয়ে নেন হোয়াও ফেলিক্স। পিছিয়ে পড়া ক্রোয়েশিয়ার সমতায় ফিরতে একটু সময় লেগেছে। ৬৫ মিনিটে সমতাসূচক গোল করেন ক্রোয়াট ডিফেন্ডার জোস্কো গাভারদিওল। ১-১ গোলের পর লিগ ‘এ’-এর গ্রুপ-১ এর পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে পর্তুগাল। ৬ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে পর্তুগিজদের পয়েন্ট ১৪। দুইয়ে থাকা ক্রোয়েশিয়ার পয়েন্ট ৮। ক্রোয়াটরাও খেলেছে ৬ ম্যাচ।
লিখটেনস্টাইন অবশ্য স্যান মারিনোর প্রিয় প্রতিপক্ষ। স্যান মারিনো তাদের তিন জয়ের তিনটিই পেয়েছে লিখটেনস্টাইনের বিপক্ষে। ২০০৪ সালে প্রীতি ম্যাচে লিখটেনস্টাইনকে ১-০ গোলে হারিয়ে স্যান মারিনো পায় প্রথম জয়। এরপর এ বছরের সেপ্টেম্বরে একই প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয় জয় পায় স্যান মারিনো। এখন পর্যন্ত ২১১ ম্যাচে ৩ জয়ের বিপরীতে দলটি হেরেছে ১৯৮ ম্যাচ। ফিফা র্যাঙ্কিংয়ের তলানিতে থাকা দলটি ড্র করেছে ১০ ম্যাচ।
জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
১ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
১ ঘণ্টা আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
১ ঘণ্টা আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৪ ঘণ্টা আগে