ক্রীড়া ডেস্ক
ক্লাব ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদো জেতেন একের পর এক শিরোপা। গোলের বন্যা বইয়ে দেওয়া রোনালদো আন্তর্জাতিক ফুটবলেও সর্বোচ্চ গোলদাতা। তবে পর্তুগালের জার্সিতে কোনো বিশ্বকাপ জেতা হয়নি তাঁর। আন্তর্জাতিক ফুটবলে জিতেছেন ইউরো, উয়েফা নেশনস লিগের শিরোপা।
লিসবনের এস্তাদিও দো বেনফিকা স্টেডিয়ামে গত রাতটা রোনালদোর জন্য মনে রাখার মতোই। ক্রোয়েশিয়ার বিপক্ষে নেশনস লিগের নতুন মৌসুমের ম্যাচের ৩৪ মিনিটে রোনালদো ছুঁয়ে ফেলেন প্রতিযোগিতামূলক ফুটবলে ৯০০ গোলের মাইলফলক। নুনো মেন্ডেসের ক্রস রিসিভ করে ডান পায়ের শটে একেবারে কাছ থেকে করলেন মাইলফলকের গোলটি। গোল করার পর রোনালদোর হাস্যোজ্জ্বল চেহারাই বলে দেয় অধরা মাইলফলকটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাঁর মাইলফলক ছোঁয়ার ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। ম্যাচ জয়ের পর রোনালদোর কাছে সেই পুরোনো প্রশ্ন, ২০২৬ বিশ্বকাপে তিনি (রোনালদো) খেলছেন কি খেলছেন না। মাঠের ফুটবলের মতো এখানেও কৌশলে উত্তর দিলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড,‘পর্তুগালের একটা ইউরো জয়ই আমার কাছে বিশ্বকাপ জয়ের সমান। দুটি শিরোপা জিতেছি পর্তুগালের জার্সিতে। খুব করেই চেয়েছিলাম।’
২০১৬ ইউরোতে রোনালদোর নেতৃত্বে শিরোপা জেতে পর্তুগাল। এটাই তাদের ফুটবল ইতিহাসের প্রথম কোনো মেজর শিরোপা। ২০১৯ সালে উয়েফা নেশনস লিগের প্রথম মৌসুমের শিরোপাও জেতেন রোনালদো। তাঁর মতো পর্তুগালও জিতেছে এই দুটি শিরোপা।
সামাজিক মাধ্যমে সরব রোনালদো গত রাতে মাইলফলক ছোঁয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিগুলো পোস্টের পর ক্যাপশন দিয়েছেন, ‘আমরা ডান পায়ে নেশনস লীগে এসেছি। আমরা এভাবেই চলতে থাকব।’ ক্যাপশন শেষে থাম্বস আপ ও পর্তুগালের পতাকার ইমোজি ব্যবহার করেছেন।
৯০০ গোলের মধ্যে রোনালদো সর্বোচ্চ ৪৫০ গোল করেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪৫ গোল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে। পর্তুগালের হয়ে করেছেন ১৩১ গোল।
কোন দলের হয়ে রোনালদোর কত গোল
রিয়াল মাদ্রিদ ৪৫০
ম্যানচেস্টার ইউনাইটেড ১৪৫
পর্তুগাল ১৩১
জুভেন্টাস ১০১
আল নাসর ৬৮
স্পোর্টিং লিসবন ৫
ক্লাব ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদো জেতেন একের পর এক শিরোপা। গোলের বন্যা বইয়ে দেওয়া রোনালদো আন্তর্জাতিক ফুটবলেও সর্বোচ্চ গোলদাতা। তবে পর্তুগালের জার্সিতে কোনো বিশ্বকাপ জেতা হয়নি তাঁর। আন্তর্জাতিক ফুটবলে জিতেছেন ইউরো, উয়েফা নেশনস লিগের শিরোপা।
লিসবনের এস্তাদিও দো বেনফিকা স্টেডিয়ামে গত রাতটা রোনালদোর জন্য মনে রাখার মতোই। ক্রোয়েশিয়ার বিপক্ষে নেশনস লিগের নতুন মৌসুমের ম্যাচের ৩৪ মিনিটে রোনালদো ছুঁয়ে ফেলেন প্রতিযোগিতামূলক ফুটবলে ৯০০ গোলের মাইলফলক। নুনো মেন্ডেসের ক্রস রিসিভ করে ডান পায়ের শটে একেবারে কাছ থেকে করলেন মাইলফলকের গোলটি। গোল করার পর রোনালদোর হাস্যোজ্জ্বল চেহারাই বলে দেয় অধরা মাইলফলকটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাঁর মাইলফলক ছোঁয়ার ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। ম্যাচ জয়ের পর রোনালদোর কাছে সেই পুরোনো প্রশ্ন, ২০২৬ বিশ্বকাপে তিনি (রোনালদো) খেলছেন কি খেলছেন না। মাঠের ফুটবলের মতো এখানেও কৌশলে উত্তর দিলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড,‘পর্তুগালের একটা ইউরো জয়ই আমার কাছে বিশ্বকাপ জয়ের সমান। দুটি শিরোপা জিতেছি পর্তুগালের জার্সিতে। খুব করেই চেয়েছিলাম।’
২০১৬ ইউরোতে রোনালদোর নেতৃত্বে শিরোপা জেতে পর্তুগাল। এটাই তাদের ফুটবল ইতিহাসের প্রথম কোনো মেজর শিরোপা। ২০১৯ সালে উয়েফা নেশনস লিগের প্রথম মৌসুমের শিরোপাও জেতেন রোনালদো। তাঁর মতো পর্তুগালও জিতেছে এই দুটি শিরোপা।
সামাজিক মাধ্যমে সরব রোনালদো গত রাতে মাইলফলক ছোঁয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিগুলো পোস্টের পর ক্যাপশন দিয়েছেন, ‘আমরা ডান পায়ে নেশনস লীগে এসেছি। আমরা এভাবেই চলতে থাকব।’ ক্যাপশন শেষে থাম্বস আপ ও পর্তুগালের পতাকার ইমোজি ব্যবহার করেছেন।
৯০০ গোলের মধ্যে রোনালদো সর্বোচ্চ ৪৫০ গোল করেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪৫ গোল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে। পর্তুগালের হয়ে করেছেন ১৩১ গোল।
কোন দলের হয়ে রোনালদোর কত গোল
রিয়াল মাদ্রিদ ৪৫০
ম্যানচেস্টার ইউনাইটেড ১৪৫
পর্তুগাল ১৩১
জুভেন্টাস ১০১
আল নাসর ৬৮
স্পোর্টিং লিসবন ৫
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৩ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
৪ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
৫ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
৫ ঘণ্টা আগে