Ajker Patrika

বাজে আবহাওয়ার খপ্পরে পড়েছেন মেসিরা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ৫৯
বাজে আবহাওয়ায় পিছিয়ে গেল মেসিদের ম্যাচ। ছবি: এএফপি
বাজে আবহাওয়ায় পিছিয়ে গেল মেসিদের ম্যাচ। ছবি: এএফপি

সব কিছু ঠিকঠাক থাকলে আর কয়েক ঘণ্টা পরই মাঠে নামত ইন্টার মায়ামি। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের প্রথম পর্বের প্রথম লেগে স্পোর্টিং কেসির মুখোমুখি হওয়ার কথা ছিল লিওনেল মেসির মায়ামির। তবে সেটা যে আর হচ্ছে না। বাজে আবহাওয়ায় পিছিয়ে গেল ইন্টার মায়ামি-স্পোর্টিং কেসি ম্যাচ।

কানসাস সিটির চিলড্রেনস মার্সি পার্কে আজ মধ্যরাতে শুরু হওয়ার কথা ছিল ইন্টার মায়ামি-স্পোর্টিং কেসি ম্যাচ। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, শীতকালীন তুষারপাত হতে পারে শহরজুড়ে। চার থেকে সাত ইঞ্চির তুষারপাত বলে আবহাওয়ার কয়েকটি প্রতিবেদনে জানা গেছে। কনকাকাফ জানিয়েছে, মার্সি পার্কে পরশু বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হবে ইন্টার মায়ামি-স্পোর্টিং কেসি ম্যাচ। এক বিবৃতিতে কনকাকাফ বলেছে, ‘ফুটবলার ও ভক্ত-সমর্থকদের নিরাপত্তার কথা ভেবে ম্যাচের সূচি বদলানো হয়েছে। অংশ নেওয়া দুই ক্লাব ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ইন্টার মায়ামির প্রধান কোচ হ্যাভিয়ের মাসচেরানো মনে করেন, বেশির ভাগ সময় ম্যাচের কথা ভাবা হলেও আবহাওয়ার কথা চিন্তা করা হয় কম। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ বলেন, ‘এটা শুধু একটা ম্যাচেরই ব্যাপার নয়। যদি পূর্বাভাস অনুযায়ী তুষারপাত হয়, আমাদের মনে হচ্ছে তাতে পুরো শহরই ধসে যেতে পারে। ভক্ত-সমর্থকেরা মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন না। বেশির ভাগ সময় আপনারা শুরু ম্যাচের কথা চিন্তা করেন। তবে পারিপার্শ্বিক অবস্থার কথা ভাবেন না।’

ফ্রাঙ্কো পানিজো নামের এক সাংবাদিক গতকাল নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে দাবি করেছিলেন এমন ঠান্ডায় মেসি খেলতে চাননি। সূত্রের বরাত দিয়েই সেটা জানিয়েছিলেন পানিজো। তবে কোচ মাসচেরানোর কথা সম্পূর্ণ বিপরীত। মেসিকে নিয়ে ইন্টার মায়ামির কোচ বলেন,‘মেসির খেলার সম্ভাবনা ১০০ শতাংশ। আমি নিশ্চয়তা দিচ্ছি লিও খেলবে।’

পানিজো এরপর নিজেই তাঁর কথার সুর বদলেছেন। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘সে (মেসি) খেলবে কি খেলবে না, সেটা এখনো নিশ্চিত নয়। সে খেলবে না, আমি এমন প্রতিবেদন কখনোই প্রকাশ করেনি।’ ক্যাপশনের নিচে মেসিকে নিয়ে বলা আগের কথার ভিডিও জুড়ে দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত