ক্রীড়া ডেস্ক
দশকের পর দশক ধরে বিডের ব্যর্থ প্রচেষ্টার পর, অবশেষে সুখবর পাচ্ছে মরক্কো। ফুটবল বিশ্বকাপ আয়োজনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে উত্তর আফ্রিকার দেশটির। ফরাসি বার্তা সংস্থার এএফপির প্রতিবেদন, ২০৩০ ফিফা ফুটবল বিশ্বকাপ স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে আয়োজন করবে আশরাফ হাকিমির দেশ মরক্কো। তারই আনুষ্ঠানিক ঘোষণা আসতে চলেছে কাল ফিফার গুরুত্বপূর্ণ সভায়।
২০৩০ সালে হবে বিশ্বকাপ ফুটবলের শতবর্ষ পূর্তি। ১৯৩০ সালে দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়েতে হয়েছিল উদ্বোধনী ফুটবল বিশ্বকাপ। শতবর্ষের বিশ্বকাপ আয়োজনও বিশেষ করে রাখতে ২০২৩ বিশ্বকাপে একটি করে ম্যাচ নিজেদের দেশে খেলার সুযোগ পাবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। অর্থাৎ লাতিন আমেরিকায় কয়েকটি ম্যাচ হতে পারে। এসব বিষয়েও এবার আনুষ্ঠানিক ঘোষণা দেবে ফিফা। যদি তা-ই হয়, ইউরোপ-আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা—তিন মহাদেশজুড়ে হবে ২৪ তম বিশ্বকাপ।
মরক্কো আশা করছে, বিশ্বকাপ আয়োজন তাদের আন্তর্জাতিক ভাবমূর্তি বাড়বে এবং অর্থনীতিকে শক্তিশালী করবে। মরক্কো ১৯৮৭ সালে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের জন্য বিড করে। ১৯৯৪ সালেও আয়োজনের চেষ্টা করেছিল। পাঁচবার বিড করেও সফল হতে পারেনি, যার মধ্যে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার কাছে সামান্য ব্যবধানে হেরে গিয়েছিল, ছিল আফ্রিকা মহাদেশে প্রথম বিশ্বকাপ।
মরক্কোর ২০৩০ বিশ্বকাপ কমিটির প্রধান ফৌজি লেকজা বলেছেন, ‘(বিশ্বকাপ) এটি জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের পর্যটন শিল্পকে উন্নত করার এক অনন্য সুযোগ।’ রাজা মুহাম্মদ ষষ্ঠ-এর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের পরে লেকজা এসব কথা বলেন।
মরক্কো সরকার ছয়টি আয়োজক শহরের অবকাঠামো আধুনিকায়নের জন্য পরিকল্পনা ঘোষণা করেছে। এই শহরগুলো হলো—রাবাত, কাসাব্লাঙ্কা, ফেজ, তাঙ্গিয়ের, মারাকেশ ও আগাদির। দেশটির সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এর মধ্যে বিমানবন্দর, সড়ক ও পরিবহন নেটওয়ার্ক সম্প্রসারণ, পাশাপাশি হোটেল ও বাণিজ্যিক সেবাগুলোর উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে।
জানানো হয়েছে, ছয়টি শহরের স্টেডিয়াম এরই মধ্যে সংস্কারকাজের অধীনে রয়েছে। কাসাব্লাঙ্কার নিকটবর্তী একটি নতুন ১,১৫০০০ আসনের স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, যার ব্যয় হবে ৪৮০ মিলিয়ন ইউরো (৫০৭ মিলিয়ন ডলার)। এই অত্যাধুনিক ভেন্যুটি ফাইনাল ম্যাচ আয়োজনের জন্য ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপ ইতিহাসই গড়তে যাচ্ছে মরক্কো।
ফিফার একই সভা থেকে ঘোষণা আসবে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক দেশ নিয়েও। এই বিশ্বকাপের আয়োজক হিসেবে জোরালো আলোচনায় রয়েছে সৌদি আরবও।
দশকের পর দশক ধরে বিডের ব্যর্থ প্রচেষ্টার পর, অবশেষে সুখবর পাচ্ছে মরক্কো। ফুটবল বিশ্বকাপ আয়োজনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে উত্তর আফ্রিকার দেশটির। ফরাসি বার্তা সংস্থার এএফপির প্রতিবেদন, ২০৩০ ফিফা ফুটবল বিশ্বকাপ স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে আয়োজন করবে আশরাফ হাকিমির দেশ মরক্কো। তারই আনুষ্ঠানিক ঘোষণা আসতে চলেছে কাল ফিফার গুরুত্বপূর্ণ সভায়।
২০৩০ সালে হবে বিশ্বকাপ ফুটবলের শতবর্ষ পূর্তি। ১৯৩০ সালে দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়েতে হয়েছিল উদ্বোধনী ফুটবল বিশ্বকাপ। শতবর্ষের বিশ্বকাপ আয়োজনও বিশেষ করে রাখতে ২০২৩ বিশ্বকাপে একটি করে ম্যাচ নিজেদের দেশে খেলার সুযোগ পাবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। অর্থাৎ লাতিন আমেরিকায় কয়েকটি ম্যাচ হতে পারে। এসব বিষয়েও এবার আনুষ্ঠানিক ঘোষণা দেবে ফিফা। যদি তা-ই হয়, ইউরোপ-আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা—তিন মহাদেশজুড়ে হবে ২৪ তম বিশ্বকাপ।
মরক্কো আশা করছে, বিশ্বকাপ আয়োজন তাদের আন্তর্জাতিক ভাবমূর্তি বাড়বে এবং অর্থনীতিকে শক্তিশালী করবে। মরক্কো ১৯৮৭ সালে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের জন্য বিড করে। ১৯৯৪ সালেও আয়োজনের চেষ্টা করেছিল। পাঁচবার বিড করেও সফল হতে পারেনি, যার মধ্যে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার কাছে সামান্য ব্যবধানে হেরে গিয়েছিল, ছিল আফ্রিকা মহাদেশে প্রথম বিশ্বকাপ।
মরক্কোর ২০৩০ বিশ্বকাপ কমিটির প্রধান ফৌজি লেকজা বলেছেন, ‘(বিশ্বকাপ) এটি জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের পর্যটন শিল্পকে উন্নত করার এক অনন্য সুযোগ।’ রাজা মুহাম্মদ ষষ্ঠ-এর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের পরে লেকজা এসব কথা বলেন।
মরক্কো সরকার ছয়টি আয়োজক শহরের অবকাঠামো আধুনিকায়নের জন্য পরিকল্পনা ঘোষণা করেছে। এই শহরগুলো হলো—রাবাত, কাসাব্লাঙ্কা, ফেজ, তাঙ্গিয়ের, মারাকেশ ও আগাদির। দেশটির সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এর মধ্যে বিমানবন্দর, সড়ক ও পরিবহন নেটওয়ার্ক সম্প্রসারণ, পাশাপাশি হোটেল ও বাণিজ্যিক সেবাগুলোর উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে।
জানানো হয়েছে, ছয়টি শহরের স্টেডিয়াম এরই মধ্যে সংস্কারকাজের অধীনে রয়েছে। কাসাব্লাঙ্কার নিকটবর্তী একটি নতুন ১,১৫০০০ আসনের স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, যার ব্যয় হবে ৪৮০ মিলিয়ন ইউরো (৫০৭ মিলিয়ন ডলার)। এই অত্যাধুনিক ভেন্যুটি ফাইনাল ম্যাচ আয়োজনের জন্য ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপ ইতিহাসই গড়তে যাচ্ছে মরক্কো।
ফিফার একই সভা থেকে ঘোষণা আসবে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক দেশ নিয়েও। এই বিশ্বকাপের আয়োজক হিসেবে জোরালো আলোচনায় রয়েছে সৌদি আরবও।
যেখানে শুরুর কথা বলার আগেই শেষ—অন্যতম জনপ্রিয় গানের এই ছত্রটা লিটন দাসের সঙ্গে ভালোভাবে মিলে গেছে। পাকিস্তান সুপার লিগে (পিএসএর) খেলতে গিয়েছিলেন অনেক আশা নিয়ে। কিন্তু কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরেছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার।
১৭ মিনিট আগেভুটানের নারী লিগে পারো এফসির হয়ে খেলবেন সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। এক সপ্তাহ আগেই ভুটানে পৌঁছে অনুশীলন। শুরু করে দিয়েছেন তাঁরা। আজ ভুটানের বিমান ধরেছেন আরও পাঁচ ফুটবলার।
৩৯ মিনিট আগেহায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গত রাতে অভিষেক শর্মার ব্যাটিংটা ছিল ভিডিও গেমসের মতোই। বোলারদের যেভাবে বলে কয়ে চার-ছক্কা মেরেছেন, সেটা দেখে অনেকেই তাজ্জব বনে গেছেন। বিধ্বংসী ব্যাটিংয়ে ভারতের এই তরুণ ব্যাটার তছনছ করে দিয়েছেন রেকর্ড বইয়ের পাতা।
১ ঘণ্টা আগেজয় দিয়ে শুরু করতে চেয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও কোচ সারোয়ার ইমরান। ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত সেই জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তবে সে ম্যাচে এমন দুর্দান্ত পারফরম্যান্স করেছে যে দলকে নিয়ে বেড়ে গেছে প্রত্যাশা।
১ ঘণ্টা আগে