‘মেসির এভাবে শুয়ে পড়া অসম্মানের’ 

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দারুণ এক গোল করে আলোচনায় এসেছেন লিওনেল মেসি। তবে গোলের পাশাপাশি আরেকটি কারণে আলোচনায় এসেছেন মেসি। শেষ মুহূর্তে সিটির ফ্রি কিক ঠেকাতে তৈরি করা মানবদেয়ালের পেছনে শুয়ে পড়েন মেসি। মেসির মতো একজন তারকার এভাবে শুয়ে পড়াকে অসম্মানের বলছেন সাবেক ইংলিশ ফুটবলার রিও ফার্দিনান্দ। 

ফুটবল মাঠে ফ্রি কিক গোল ঠেকাতে মানবদেয়ালের পেছনে শুয়ে পড়া নতুন নয়। তবে সিটি-পিএসজি ম্যাচে মেসির শুয়ে পড়াতে অসম্মান দেখছেন সাবেক ইংলিশ ডিফেন্ডার রিও ফার্দিনান্দ। তিনি বলেন, ‘যদি আমি সেই দলে থাকতাম, তাকে শুতে দিতাম না। বলতাম, তোমার হয়ে আমি শোব।’ 

ফার্দিনান্দ এ সময় আরও বলেন, ‘আপনি তার (মেসি) সঙ্গে এটা করতে পারেন না। এটা অসম্মানের। আমি তার এভাবে শুয়ে পড়া দেখতে পারতাম না। মেসির জার্সি নোংরা হওয়া উচিত নয়।’ 

শুধু ফার্দিনান্দই নন, অনেক ফুটবলপ্রেমীও এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। মূলত প্রতিপক্ষ দলের নিচু করে মারা ফ্রি কিক ঠেকাতেই শুয়ে পড়ার এই কৌশল অবলম্বন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত