ক্রীড়া ডেস্ক
ঢাকা: ম্যারাডোনাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। যাঁদের মাঝে আছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকও। যিনি ম্যারাডোনার মস্তিষ্কে অস্ত্রোপচার করেছিলেন। এ ছাড়া বাকিদের মাঝে দুজন নার্সসহ স্বাস্থ্যসেবায় জড়িতদের নাম রয়েছে। এই সাতজনের প্রত্যেকেই ম্যারাডোনার মৃত্যুর আগে তাঁর চিকিৎসার দায়িত্বে ছিলেন।
গত বছরের ২৫ নভেম্বর সর্বকালের অন্যতম সেরা ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনা নিজ বাড়িতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। এর আগে নভেম্বরের শুরুতে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় অস্ত্রোপচার করতে হয় ম্যারাডোনার। হাসপাতাল থেকে বাসায় ফেরার দুই সপ্তাহের মধ্যে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ম্যারাডোনার মৃত্যুকে ঘিরে বিতর্ক শুরু হতে সময় লাগেনি। আকস্মিক মৃত্যুর পেছনে কারণ হিসেবে চিকিৎসকদের অবহেলার কথাও সামনে আসে। মৃত্যুর সঠিক কারণ এবং আসলেই চিকিৎসকদের গাফিলতি ছিল কি না তা জানতে গঠন করা হয় তদন্ত কমিটি।
চলতি মাসের শুরুতে তদন্তের কাজে নিয়োজিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড জানায়, ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের কর্মকাণ্ড ছিল ‘অপর্যাপ্ত, অদক্ষ ও বেপরোয়া।’ এই প্রতিবেদন প্রকাশের পরই ধারণা করা হচ্ছিল তাঁর চিকিৎসায় জড়িতরা ফেঁসে যেতে পারেন। সেই ধারণা এখন সত্যি হওয়ার পথে। আগামী ৩১ মে থেকে শুরু হবে শুনানি। অভিযোগ প্রমাণিত হলে ওই জড়িতদের ৮ থেকে ২৫ বছরের জেল হতে পারে।
ঢাকা: ম্যারাডোনাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। যাঁদের মাঝে আছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুকও। যিনি ম্যারাডোনার মস্তিষ্কে অস্ত্রোপচার করেছিলেন। এ ছাড়া বাকিদের মাঝে দুজন নার্সসহ স্বাস্থ্যসেবায় জড়িতদের নাম রয়েছে। এই সাতজনের প্রত্যেকেই ম্যারাডোনার মৃত্যুর আগে তাঁর চিকিৎসার দায়িত্বে ছিলেন।
গত বছরের ২৫ নভেম্বর সর্বকালের অন্যতম সেরা ফুটবল তারকা দিয়েগো ম্যারাডোনা নিজ বাড়িতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। এর আগে নভেম্বরের শুরুতে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় অস্ত্রোপচার করতে হয় ম্যারাডোনার। হাসপাতাল থেকে বাসায় ফেরার দুই সপ্তাহের মধ্যে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ম্যারাডোনার মৃত্যুকে ঘিরে বিতর্ক শুরু হতে সময় লাগেনি। আকস্মিক মৃত্যুর পেছনে কারণ হিসেবে চিকিৎসকদের অবহেলার কথাও সামনে আসে। মৃত্যুর সঠিক কারণ এবং আসলেই চিকিৎসকদের গাফিলতি ছিল কি না তা জানতে গঠন করা হয় তদন্ত কমিটি।
চলতি মাসের শুরুতে তদন্তের কাজে নিয়োজিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড জানায়, ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের কর্মকাণ্ড ছিল ‘অপর্যাপ্ত, অদক্ষ ও বেপরোয়া।’ এই প্রতিবেদন প্রকাশের পরই ধারণা করা হচ্ছিল তাঁর চিকিৎসায় জড়িতরা ফেঁসে যেতে পারেন। সেই ধারণা এখন সত্যি হওয়ার পথে। আগামী ৩১ মে থেকে শুরু হবে শুনানি। অভিযোগ প্রমাণিত হলে ওই জড়িতদের ৮ থেকে ২৫ বছরের জেল হতে পারে।
এটাও কি সম্ভব? মাত্র ৭ রানেই গল্প শেষ আইভোরি কোস্টের! ম্যাচ দেখা তো দূরে থাক, এই স্কোরকার্ড সামাজিক মাধ্যমে কারও নজরে পড়লে তাঁর চোখ রীতিমতো কপালে ওঠার মতো অবস্থা হবে।
১৮ মিনিট আগেসাবলীলভাবে খেলতে খেলতে হঠাৎই খেই হারানোর ঘটনা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টে দেখা গেছে একই ঘটনা। কোনোমতে ফলোঅন এড়ালেও স্বাগতিকেরা কতক্ষণ টিকবে প্রথম ইনিংসে, সেটাই এখন দেখার বিষয়।
১ ঘণ্টা আগেবুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১৪ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১৪ ঘণ্টা আগে