উয়েফা চ্যাম্পিয়নস লিগ
ক্রীড়া ডেস্ক
বার্সেলোনা-বেনফিকা ম্যাচে হয়েছে গোলের বন্যা। মাঠের ফুটবল হোক বা অন্য কিছু—সব জায়গায় লড়াইটা হয়েছে সমানে সমানে। ৯ গোলের রোমাঞ্চকর এই ম্যাচের পর ক্ষোভ ঝেরেছেন বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া।
লিসবনে গত রাতে বার্সেলোনা-বেনফিকা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে ঝামেলা হয়েছে একেবারে শেষভাগে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিটে রাফিনিয়ার গোলে বার্সা ৫-৪ ব্যবধানে এগিয়ে যায়। ম্যাচের শেষ বাঁশি বাজা যখন সময়ের অপেক্ষা মাত্র, সেই মুহূর্তে পেনাল্টি দাবি করে বেনফিকা। দলটির ফরোয়ার্ড আর্থার কাবরাল দেখেছেন লাল কার্ড। ম্যাচটা বার্সা জেতে ৫-৪ গোলে। শেষ বাঁশি বাজার পর টানেল দিয়ে যাওয়ার সময় দুই দলের ফুটবলাররা তর্কে জড়ান। বার্সেলোনার রাফিনিয়া সেই ঝগড়ার মাঝে পড়ে যান।
ফুটবলারদের সঙ্গে ঝামেলার বিষয় নিয়ে ক্ষোভ ঝেরেছেন রাফিনিয়া। ম্যাচ শেষে সাংবাদিকদের ব্রাজিলের এই ফরোয়ার্ড বলেন, ‘আমি এমনই এক ব্যক্তি যে সবাইকে সম্মান করে। যখন আমি মাঠ ছাড়ছিলাম, মানুষেরা আমাকে অপমান করা শুরু করে। অপমান আমি ফিরিয়ে দিয়েছি। জানি এটা করা উচিত হয়নি। বেনফিকার খেলোয়াড়দের ওপর মেজাজ খারাপ হয়েছিল। তারা আমাকে অপমানের কাজ করতে বাধ্য করেছে।’
ওস্তাদের মার শেষ রাতে—বার্সেলোনার খেলা দেখে এমনটা মনে হওয়া অস্বাভাবিক নয়। ৭৭ মিনিট পর্যন্ত বেনফিকা ৪-২ গোলে এগিয়ে ছিল। দলটির ফরোয়ার্ড ভ্যাঞ্জেলিস পাবলিদিস করেন হ্যাটট্রিক। অপর গোলটি আসে বার্সা ডিফেন্ডার রোনাল্ড আরাউহোর আত্মঘাতী গোলের কারণে। ম্যাচের মোড় এরপর থেকেই ঘুরে যেতে থাকে। লেভানডফস্কির ৭৮ মিনিটে পেনাল্টি থেকে করা গোলে বার্সার ঘুরে দাঁড়ানো শুরু। ৮৬ মিনিটে এরিক গার্সিয়ার গোলে বার্সা ৪-৪ সমতা করে। শেষে রাফিনিয়া করেন জয়সূচক গোল।
৪-২ গোলে পিছিয়ে থেকে ৫-৪ গোলের জয় যেন বার্সেলোনার কোচ হ্যানসি ফ্লিক বিশ্বাস করতে পারছেন না। ম্যাচের বিশ্লেষণ করতে গিয়ে ফ্লিক বলেন, ‘পাগলাটে ম্যাচ একটা। বিশেষ করে প্রথমার্ধে বেনফিকা অনেক ভালো খেলেছে। অনেক ভুল করেছি আমরা। বিরতির পর কিছু পাল্টানোর চেষ্টা করেছিলাম এবং বলেছি আমরা ঘুরে দাঁড়াতে চাই।’
বার্সেলোনার ৫ গোলের মধ্যে দুটি করে গোল করেন লেভানডফস্কি ও রাফিনিয়া। লেভার দুটি গোলই আসে পেনাল্টি থেকে। গার্সিয়া করেন এক গোল। তাছাড়া রাফিনিয়ার সঙ্গে বেনফিকার ফুটবলারদের লেগে যাওয়ার আরও একটা কারণ হতে পারে। ২০১৮-১৯ সালে পর্তুগালে স্পোর্টিং সিপির হয়ে খেলেছিলেন। পর্তুগিজ ফুটবলে বেনফিকা, স্পোর্টিং সিপি চিরপ্রতিদ্বন্দ্বী।
বার্সেলোনা-বেনফিকা ম্যাচে হয়েছে গোলের বন্যা। মাঠের ফুটবল হোক বা অন্য কিছু—সব জায়গায় লড়াইটা হয়েছে সমানে সমানে। ৯ গোলের রোমাঞ্চকর এই ম্যাচের পর ক্ষোভ ঝেরেছেন বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া।
লিসবনে গত রাতে বার্সেলোনা-বেনফিকা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে ঝামেলা হয়েছে একেবারে শেষভাগে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিটে রাফিনিয়ার গোলে বার্সা ৫-৪ ব্যবধানে এগিয়ে যায়। ম্যাচের শেষ বাঁশি বাজা যখন সময়ের অপেক্ষা মাত্র, সেই মুহূর্তে পেনাল্টি দাবি করে বেনফিকা। দলটির ফরোয়ার্ড আর্থার কাবরাল দেখেছেন লাল কার্ড। ম্যাচটা বার্সা জেতে ৫-৪ গোলে। শেষ বাঁশি বাজার পর টানেল দিয়ে যাওয়ার সময় দুই দলের ফুটবলাররা তর্কে জড়ান। বার্সেলোনার রাফিনিয়া সেই ঝগড়ার মাঝে পড়ে যান।
ফুটবলারদের সঙ্গে ঝামেলার বিষয় নিয়ে ক্ষোভ ঝেরেছেন রাফিনিয়া। ম্যাচ শেষে সাংবাদিকদের ব্রাজিলের এই ফরোয়ার্ড বলেন, ‘আমি এমনই এক ব্যক্তি যে সবাইকে সম্মান করে। যখন আমি মাঠ ছাড়ছিলাম, মানুষেরা আমাকে অপমান করা শুরু করে। অপমান আমি ফিরিয়ে দিয়েছি। জানি এটা করা উচিত হয়নি। বেনফিকার খেলোয়াড়দের ওপর মেজাজ খারাপ হয়েছিল। তারা আমাকে অপমানের কাজ করতে বাধ্য করেছে।’
ওস্তাদের মার শেষ রাতে—বার্সেলোনার খেলা দেখে এমনটা মনে হওয়া অস্বাভাবিক নয়। ৭৭ মিনিট পর্যন্ত বেনফিকা ৪-২ গোলে এগিয়ে ছিল। দলটির ফরোয়ার্ড ভ্যাঞ্জেলিস পাবলিদিস করেন হ্যাটট্রিক। অপর গোলটি আসে বার্সা ডিফেন্ডার রোনাল্ড আরাউহোর আত্মঘাতী গোলের কারণে। ম্যাচের মোড় এরপর থেকেই ঘুরে যেতে থাকে। লেভানডফস্কির ৭৮ মিনিটে পেনাল্টি থেকে করা গোলে বার্সার ঘুরে দাঁড়ানো শুরু। ৮৬ মিনিটে এরিক গার্সিয়ার গোলে বার্সা ৪-৪ সমতা করে। শেষে রাফিনিয়া করেন জয়সূচক গোল।
৪-২ গোলে পিছিয়ে থেকে ৫-৪ গোলের জয় যেন বার্সেলোনার কোচ হ্যানসি ফ্লিক বিশ্বাস করতে পারছেন না। ম্যাচের বিশ্লেষণ করতে গিয়ে ফ্লিক বলেন, ‘পাগলাটে ম্যাচ একটা। বিশেষ করে প্রথমার্ধে বেনফিকা অনেক ভালো খেলেছে। অনেক ভুল করেছি আমরা। বিরতির পর কিছু পাল্টানোর চেষ্টা করেছিলাম এবং বলেছি আমরা ঘুরে দাঁড়াতে চাই।’
বার্সেলোনার ৫ গোলের মধ্যে দুটি করে গোল করেন লেভানডফস্কি ও রাফিনিয়া। লেভার দুটি গোলই আসে পেনাল্টি থেকে। গার্সিয়া করেন এক গোল। তাছাড়া রাফিনিয়ার সঙ্গে বেনফিকার ফুটবলারদের লেগে যাওয়ার আরও একটা কারণ হতে পারে। ২০১৮-১৯ সালে পর্তুগালে স্পোর্টিং সিপির হয়ে খেলেছিলেন। পর্তুগিজ ফুটবলে বেনফিকা, স্পোর্টিং সিপি চিরপ্রতিদ্বন্দ্বী।
বিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগেলাহোর কালান্দার্স সবশেষ ম্যাচ খেলেছে ১৫ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচে লাহোরের জার্সিতে রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। এক সপ্তাহ পর আজ লাহোর কালান্দার্স খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।
২ ঘণ্টা আগেআইসিসির ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই পেয়েছেন জসপ্রীত বুমরা। গত বছর দুর্দান্ত ছন্দে থাকায় এবার বুমরা পেয়েছেন আরও এক পুরস্কার। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের এই পেসার।
২ ঘণ্টা আগেবাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন চলে গেছে বৃষ্টির পেটে। বেরসিক বৃষ্টির বাগড়ায় মাঠ কাভারে ছিল ঢাকা। আকাশে কালো মেঘের ঘনঘটা ছিল অনেকক্ষণ পর্যন্ত। তবে সবশেষ খবর অনুযায়ী, সিলেটের আকাশ রোদে ঝলমল করছে।
৩ ঘণ্টা আগে