Ajker Patrika

প্যালেসে বিধ্বস্ত ইউনাইটেড যেসব লজ্জার রেকর্ড গড়ল

আপডেট : ০৭ মে ২০২৪, ১১: ০১
প্যালেসে বিধ্বস্ত ইউনাইটেড যেসব লজ্জার রেকর্ড গড়ল

এই জয় নিয়ে একটু মাথা তুলে দাঁড়াল তো পরের ম্যাচে হার—গত কয়েক মৌসুম ধরে এই দৃশ্য ও ঘটনার সঙ্গে যেন পরিচিত হয়ে উঠেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকেরা। বার্নলির বিপক্ষে পয়েন্ট হারানোর শোক কাটতে না কাটতেই নতুন মাসে প্রথম ম্যাচ খেলতে নেমে বিধ্বস্ত হয়েছে এরিক টেন হাগের দল। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হেরেছে ৪-০ গোলে! 

সেলহার্স্ট পার্কে বড় ব্যবধানে হারের পর বেশ কয়েকটি লজ্জার রেকর্ড গড়েছে ইউনাইটেড। এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচে হারল রেড ডেভিলরা। লিগে এক মৌসুমে এটিই তাদের সর্বোচ্চ হার। প্রথমবারের মতো ক্লাব ইতিহাসে লন্ডনে এক মৌসুমে পাঁচ ম্যাচে হারেরও রেকর্ড গড়ল টেন হাগের শিষ্যরা। 

এখানেই শেষ নয় ইউনাইটেডের লজ্জার কীর্তির। প্যালেসকে প্রথমবারের মতো নিজেদের জালে দুইয়ের বেশি গোল দিতে দিয়েছে রেড ডেভিলরা। সেলহার্স্ট পার্কে এটিই তাদের সবচেয়ে বড় পরাজয়। ২০২৩-২৪ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেড গোল হজম করেছে ৮১টি। ১৯৭৬-৭৭ মৌসুমের পর যা তাদের পক্ষে সর্বোচ্চ। সেই মৌসুমেও ৮১ গোল হজম করেছিল তারা। লিগে ইউনাইটেডের বাকি আরও ৩ ম্যাচ। আর একটি গোল হজম করলেই নিজেদের ৫১ বছরের সেই পুরোনো রেকর্ডকে ছাড়িয়ে যাবে। 

প্যালেসের কাছে হেরে আগামী মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলাটাও শঙ্কার মুখে ইউনাইটেডের। ৫৪ পয়েন্ট লিগে আট নম্বরে তারা। রেড ডেভিলরা কখনো সাতের নিচে লিগ শেষ করেনি। এবার কি না গড়া রেকর্ডটাও টেন হাগের অধীনে গড়ে ফেলবে তারা? ইউনাইটেডের এর চেয়ে বাজে মৌসুম কেটেছিল ১০ বছর আগে। ২০১৪ সালে ডেভিড ময়েসের অধীনে লিগ শেষ করেছিল সাতে থেকে। সেই ম্যাচে তাদের পয়েন্ট ছিল ৬৪। এবার তার সেই রেকর্ডও ভাঙার মুখে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত