ক্রীড়া ডেস্ক
স্পেন ছেড়েছিলেন ২০১৮ সালে। এরপর জাপানের ভিসেল কোবে হয়ে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব এমিরেটস। সেখান থেকেই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিলেন আন্দ্রেস ইনিয়েস্তা।
আজ খবরটি নিশ্চিত করেছে ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম বিন স্পোর্ট ও স্পোর্টস্টার। আনুষ্ঠানিকভাবে ইনিয়েস্তা অবসর নেবেন আগামী ৮ অক্টোবর এক অনুষ্ঠানের মাধ্যমে।
২০০২ সালে বার্সেলোনার হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু করেছিলেন ইনিয়েস্তা। ৪০ বছর বয়সে এসে ২২ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন এই স্প্যানিশ কিংবদন্তি। ২০১৮ সালে বার্সাকে বিদায় বলে ভিসেল কোবেতে যোগ দিয়েছিলেন তিনি। সেখান থেকে গত বছর নাম লেখান এমিরেটসে।
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ও প্রভাবশালী মিডফিল্ডার হিসেবে বিবেচিত হন ইনিয়েস্তা। উঠে এসেছে বার্সেলানার বিখ্যাত একাডেমি ‘লা মাসিয়া’ থেকে। কাতালান জায়ান্টদের হয়ে খেলেছেন ৬৭৪ ম্যাচ, করেছেন ৫৭ ও ১৩৫ অ্যাসিস্ট। জিতেছেন ৩২ শিরোপা। তার মধ্যে আছে ৯টি লা লিগা,৪টি চ্যাম্পিয়ন লিগ ও ৬টি কোপা দেল রে।
স্পেনকে একমাত্র বিশ্বকাপ জেতাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন ইনিয়েস্তা। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ফাইনালে শেষ মুহূর্তে একমাত্র গোলটি করেন তিনি। ২০১৮ সালে জাতীয় দলের হয়ে ১২ বছরের ক্যারিয়ারের ইতি টানেন ইনিয়েস্তা। স্পেনের হয়ে ২০০৮ ও ২০১২—টানা দুই ইউরোও জেতেন তিনি। স্পেনের হয়ে ১৩১ ম্যাচে ১৩ গোল করেছেন এই কিংবদন্তি।
স্পেন ছেড়েছিলেন ২০১৮ সালে। এরপর জাপানের ভিসেল কোবে হয়ে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব এমিরেটস। সেখান থেকেই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিলেন আন্দ্রেস ইনিয়েস্তা।
আজ খবরটি নিশ্চিত করেছে ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম বিন স্পোর্ট ও স্পোর্টস্টার। আনুষ্ঠানিকভাবে ইনিয়েস্তা অবসর নেবেন আগামী ৮ অক্টোবর এক অনুষ্ঠানের মাধ্যমে।
২০০২ সালে বার্সেলোনার হয়ে পেশাদারি ক্যারিয়ার শুরু করেছিলেন ইনিয়েস্তা। ৪০ বছর বয়সে এসে ২২ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন এই স্প্যানিশ কিংবদন্তি। ২০১৮ সালে বার্সাকে বিদায় বলে ভিসেল কোবেতে যোগ দিয়েছিলেন তিনি। সেখান থেকে গত বছর নাম লেখান এমিরেটসে।
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ও প্রভাবশালী মিডফিল্ডার হিসেবে বিবেচিত হন ইনিয়েস্তা। উঠে এসেছে বার্সেলানার বিখ্যাত একাডেমি ‘লা মাসিয়া’ থেকে। কাতালান জায়ান্টদের হয়ে খেলেছেন ৬৭৪ ম্যাচ, করেছেন ৫৭ ও ১৩৫ অ্যাসিস্ট। জিতেছেন ৩২ শিরোপা। তার মধ্যে আছে ৯টি লা লিগা,৪টি চ্যাম্পিয়ন লিগ ও ৬টি কোপা দেল রে।
স্পেনকে একমাত্র বিশ্বকাপ জেতাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন ইনিয়েস্তা। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ফাইনালে শেষ মুহূর্তে একমাত্র গোলটি করেন তিনি। ২০১৮ সালে জাতীয় দলের হয়ে ১২ বছরের ক্যারিয়ারের ইতি টানেন ইনিয়েস্তা। স্পেনের হয়ে ২০০৮ ও ২০১২—টানা দুই ইউরোও জেতেন তিনি। স্পেনের হয়ে ১৩১ ম্যাচে ১৩ গোল করেছেন এই কিংবদন্তি।
জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
৪ মিনিট আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
২৮ মিনিট আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
৩০ মিনিট আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৩ ঘণ্টা আগে