ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলার আগেই যেন ‘দুশ্চিন্তা’ শুরু হয় আর্লিং হালান্ডকে নিয়ে। কারণ ‘গোলমেশিন’ বনে যাওয়া এই স্ট্রাইকারকে আটকানো যে অনেক কঠিন। ম্যান সিটির কোচ পেপ গার্দিওলার চোখে হালান্ড রীতিমতো অদম্য।
লন্ডন স্টেডিয়ামে গত রাতে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ ছিল ওয়েস্ট হ্যাম। প্রিমিয়ার লিগের ম্যাচটিতে হালান্ডের হ্যাটট্রিকে ম্যান সিটি পায় ৩-১ গোলের জয়। ১০ মিনিটে বার্নার্দো সিলভার পাস রিসিভ করে গোল করলেন হালান্ড। ম্যান সিটির দ্বিতীয় গোল ৩০ মিনিটে এনে দেন হালান্ডই। হ্যাটট্রিকটা করেন ৮৩ মিনিটে। যেখানে ম্যাথিউস নুনিয়েজের পাস মাঝমাঠ থেকে রিসিভ করে একা টেনে নিয়ে লক্ষ্যভেদ করেন হালান্ড।
অসাধারণ এক হ্যাটট্রিক করার পর হালান্ডকে প্রশংসায় ভাসালেন গার্দিওলা। ম্যাচ শেষে সাংবাদিকদের সিটি কোচ বলেন,‘প্রথম গোলটা হালান্ড করল। বার্নার্দো বলটা নিয়ে পাস দিল। সেই পাস রিসিভ করে ফিনিশিং করল হালান্ড। অথবা তৃতীয় গোলের কথা চিন্তা করুন। যতটুকু জায়গা ফাঁকা পেয়েছে, সে (হালান্ড) গোল করেছে। তাকে থামানো সম্ভবই নয়।’
২০২২ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে হালান্ড খেলছেন ম্যান সিটিতে। ইংলিশ ক্লাবটির হয়ে ১০১ ম্যাচে করেছেন ৯৪ গোল। ১১তম হ্যাটট্রিক সিটির জার্সিতে গত রাতে করেছেন। যেখানে ২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগে এরই মধ্যে দুটি হ্যাটট্রিক করেছেন। গার্দিওলা বলেন,‘কোনো সেন্ট্রাল ডিফেন্ডার নেই। এমনকি একটা বন্দুকও নয়। এটা অসম্ভব (হালান্ডকে থামানো)। খুব দ্রুত ও শক্তিশালী সে।’
ম্যান সিটিতে হালান্ডের ৯৪ গোলের ৭০টি এসেছে প্রিমিয়ার লিগে। গোলমেশিন হালান্ড চলতি মৌসুমের প্রিমিয়ার লিগে ৭ গোল করেছেন। ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন সিটি এবার পয়েন্ট টেবিলের শীর্ষে।
ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলার আগেই যেন ‘দুশ্চিন্তা’ শুরু হয় আর্লিং হালান্ডকে নিয়ে। কারণ ‘গোলমেশিন’ বনে যাওয়া এই স্ট্রাইকারকে আটকানো যে অনেক কঠিন। ম্যান সিটির কোচ পেপ গার্দিওলার চোখে হালান্ড রীতিমতো অদম্য।
লন্ডন স্টেডিয়ামে গত রাতে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ ছিল ওয়েস্ট হ্যাম। প্রিমিয়ার লিগের ম্যাচটিতে হালান্ডের হ্যাটট্রিকে ম্যান সিটি পায় ৩-১ গোলের জয়। ১০ মিনিটে বার্নার্দো সিলভার পাস রিসিভ করে গোল করলেন হালান্ড। ম্যান সিটির দ্বিতীয় গোল ৩০ মিনিটে এনে দেন হালান্ডই। হ্যাটট্রিকটা করেন ৮৩ মিনিটে। যেখানে ম্যাথিউস নুনিয়েজের পাস মাঝমাঠ থেকে রিসিভ করে একা টেনে নিয়ে লক্ষ্যভেদ করেন হালান্ড।
অসাধারণ এক হ্যাটট্রিক করার পর হালান্ডকে প্রশংসায় ভাসালেন গার্দিওলা। ম্যাচ শেষে সাংবাদিকদের সিটি কোচ বলেন,‘প্রথম গোলটা হালান্ড করল। বার্নার্দো বলটা নিয়ে পাস দিল। সেই পাস রিসিভ করে ফিনিশিং করল হালান্ড। অথবা তৃতীয় গোলের কথা চিন্তা করুন। যতটুকু জায়গা ফাঁকা পেয়েছে, সে (হালান্ড) গোল করেছে। তাকে থামানো সম্ভবই নয়।’
২০২২ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে হালান্ড খেলছেন ম্যান সিটিতে। ইংলিশ ক্লাবটির হয়ে ১০১ ম্যাচে করেছেন ৯৪ গোল। ১১তম হ্যাটট্রিক সিটির জার্সিতে গত রাতে করেছেন। যেখানে ২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগে এরই মধ্যে দুটি হ্যাটট্রিক করেছেন। গার্দিওলা বলেন,‘কোনো সেন্ট্রাল ডিফেন্ডার নেই। এমনকি একটা বন্দুকও নয়। এটা অসম্ভব (হালান্ডকে থামানো)। খুব দ্রুত ও শক্তিশালী সে।’
ম্যান সিটিতে হালান্ডের ৯৪ গোলের ৭০টি এসেছে প্রিমিয়ার লিগে। গোলমেশিন হালান্ড চলতি মৌসুমের প্রিমিয়ার লিগে ৭ গোল করেছেন। ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন সিটি এবার পয়েন্ট টেবিলের শীর্ষে।
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
৬ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
৮ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
৯ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
১০ ঘণ্টা আগে