ক্রীড়া ডেস্ক
রিয়াল মাদ্রিদে আসতেই কী যেন হলো কিলিয়ান এমবাপ্পের। প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) ধারাবাহিকভাবে পারফর্ম করলেও রিয়ালে দেখা যাচ্ছে না পুরোনো এমবাপ্পেকে। ফরাসি ফরোয়ার্ড এবার ছুঁয়েছেন ডাবল সেঞ্চুরির মাইলফলক। তাঁর মাইলফলকের দিন রিয়াল জিতেছে হেসেখেলে।
মন্তিলিভি স্টেডিয়ামে গত রাতে লা লিগায় রিয়াল খেলেছে জিরোনার বিপক্ষে। সতীর্থরা গোল পেলেও এমবাপ্পেকে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে দীর্ঘসময়।৬২ মিনিটে লুকা মদরিচের অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেছেন এমবাপ্পে। তাতে শীর্ষ স্তরের লিগে এমবাপ্পে ছুঁয়েছেন ২০০ গোলের মাইলফলক। রিয়ালের জার্সিতে লা লিগায় এটা তাঁর নবম গোল। এর আগে ফ্রান্সের লিগ ওয়ানে করেছিলেন ১৯১ গোল।
এমবাপ্পের ডাবল সেঞ্চুরির রাতে রিয়াল মাদ্রিদ জিতেছে ৩-০ গোলে। সহজ জয়ের ম্যাচে কিছুটা হলেও দুশ্চিন্তা বেড়েছিল জুড বেলিংহামকে নিয়ে। ব্যথায় কাতরাতে থাকা ইংল্যান্ডের এই ফরোয়ার্ডকে ৬১ মিনিটে তুলে নেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। বেলিংহামের চোটকে মাংসপেশির চোট মনে হচ্ছিল।সাংবাদিকদের আনচেলত্তি বলেন, ‘(বেলিংহাম) সুস্থ এবং ঠিক আছে। (ফারলান) মেন্দির মাংসপেশির চোট ছিল। তবে বাকিগুলো সমস্যা নেই।’
মন্তিলিভি স্টেডিয়ামে গত রাতে রিয়ালের গোল তিনটি করেছেন তিন ফুটবলার। ৩৬ মিনিটে ম্যাচের গোলমুখ খোলেন বেলিংহাম। জিরোনার বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে রিয়াল। বাকি দুই গোল দ্বিতীয়ার্ধে লস ব্লাঙ্কোসরা করেছে ৭ মিনিটে। ৫৫ মিনিটে গোলটি করেন আর্দা গুলার। এই গোলে অ্যাসিস্ট করেন বেলিংহাম। এমবাপ্পে ৬২ মিনিটে করেন রেকর্ড গড়া গোল।
জিরোনাকে হারিয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে রিয়াল মাদ্রিদ। ১৬ ম্যাচে ১১ জয়, ৩ ড্র ও ২ পরাজয়ে রিয়ালের পয়েন্ট এখন ৩৬।লস ব্লাঙ্কোসরা ২০২৪-২৫ মৌসুমের লা লিগায় অবস্থান করছে দুইয়ে। সবার ওপরে থাকা বার্সার পয়েন্ট ৩৮। তারা খেলেছে ১৭ ম্যাচ। তিন ও চার নম্বরে আতলেতিকো মাদ্রিদ ও অ্যাথলেটিক ক্লাব বিলবাওয়ের পয়েন্ট ৩২ ও ২৯। আতলেতিকো ও বিলবাও খেলেছে ১৫ ও ১৬ ম্যাচ।
রিয়াল মাদ্রিদে আসতেই কী যেন হলো কিলিয়ান এমবাপ্পের। প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) ধারাবাহিকভাবে পারফর্ম করলেও রিয়ালে দেখা যাচ্ছে না পুরোনো এমবাপ্পেকে। ফরাসি ফরোয়ার্ড এবার ছুঁয়েছেন ডাবল সেঞ্চুরির মাইলফলক। তাঁর মাইলফলকের দিন রিয়াল জিতেছে হেসেখেলে।
মন্তিলিভি স্টেডিয়ামে গত রাতে লা লিগায় রিয়াল খেলেছে জিরোনার বিপক্ষে। সতীর্থরা গোল পেলেও এমবাপ্পেকে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে দীর্ঘসময়।৬২ মিনিটে লুকা মদরিচের অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেছেন এমবাপ্পে। তাতে শীর্ষ স্তরের লিগে এমবাপ্পে ছুঁয়েছেন ২০০ গোলের মাইলফলক। রিয়ালের জার্সিতে লা লিগায় এটা তাঁর নবম গোল। এর আগে ফ্রান্সের লিগ ওয়ানে করেছিলেন ১৯১ গোল।
এমবাপ্পের ডাবল সেঞ্চুরির রাতে রিয়াল মাদ্রিদ জিতেছে ৩-০ গোলে। সহজ জয়ের ম্যাচে কিছুটা হলেও দুশ্চিন্তা বেড়েছিল জুড বেলিংহামকে নিয়ে। ব্যথায় কাতরাতে থাকা ইংল্যান্ডের এই ফরোয়ার্ডকে ৬১ মিনিটে তুলে নেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। বেলিংহামের চোটকে মাংসপেশির চোট মনে হচ্ছিল।সাংবাদিকদের আনচেলত্তি বলেন, ‘(বেলিংহাম) সুস্থ এবং ঠিক আছে। (ফারলান) মেন্দির মাংসপেশির চোট ছিল। তবে বাকিগুলো সমস্যা নেই।’
মন্তিলিভি স্টেডিয়ামে গত রাতে রিয়ালের গোল তিনটি করেছেন তিন ফুটবলার। ৩৬ মিনিটে ম্যাচের গোলমুখ খোলেন বেলিংহাম। জিরোনার বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে রিয়াল। বাকি দুই গোল দ্বিতীয়ার্ধে লস ব্লাঙ্কোসরা করেছে ৭ মিনিটে। ৫৫ মিনিটে গোলটি করেন আর্দা গুলার। এই গোলে অ্যাসিস্ট করেন বেলিংহাম। এমবাপ্পে ৬২ মিনিটে করেন রেকর্ড গড়া গোল।
জিরোনাকে হারিয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে রিয়াল মাদ্রিদ। ১৬ ম্যাচে ১১ জয়, ৩ ড্র ও ২ পরাজয়ে রিয়ালের পয়েন্ট এখন ৩৬।লস ব্লাঙ্কোসরা ২০২৪-২৫ মৌসুমের লা লিগায় অবস্থান করছে দুইয়ে। সবার ওপরে থাকা বার্সার পয়েন্ট ৩৮। তারা খেলেছে ১৭ ম্যাচ। তিন ও চার নম্বরে আতলেতিকো মাদ্রিদ ও অ্যাথলেটিক ক্লাব বিলবাওয়ের পয়েন্ট ৩২ ও ২৯। আতলেতিকো ও বিলবাও খেলেছে ১৫ ও ১৬ ম্যাচ।
ওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৩৫ মিনিট আগেআক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।
১ ঘণ্টা আগেস্কটল্যান্ডের কিংবদন্তি ও ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ডেনিস ল মারা গেছেন। ‘দ্য কিং’ এবং ‘দ্য লম্যান’ নামে পরিচিত ডেনিস ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ১১ বছর। ক্লাবটির হয়ে করেছিলেন ৪০৪ ম্যাচে ২৩৭ গোল। ওয়েন রুনি ও ববি চার্লটনের পরে ইউনাইটেডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি।
১ ঘণ্টা আগেআজ শুরু থেকে শুরু হচ্ছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণ। টুর্নামেন্টের উদ্বোধনী দিন মাঠে নামছে বাংলাদেশও। মালয়েশিয়ার বাঙ্গিতে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।
২ ঘণ্টা আগে