Ajker Patrika

এমবাপ্পের ডাবল সেঞ্চুরির রাতে কী বললেন রিয়াল কোচ

ক্রীড়া ডেস্ক    
শীর্ষস্তরের লিগে গোলের ডাবল সেঞ্চুরি পূর্ণ করলেন কিলিয়ান এমবাপ্পে। ছবি: ক্রিকইনফো
শীর্ষস্তরের লিগে গোলের ডাবল সেঞ্চুরি পূর্ণ করলেন কিলিয়ান এমবাপ্পে। ছবি: ক্রিকইনফো

রিয়াল মাদ্রিদে আসতেই কী যেন হলো কিলিয়ান এমবাপ্পের। প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) ধারাবাহিকভাবে পারফর্ম করলেও রিয়ালে দেখা যাচ্ছে না পুরোনো এমবাপ্পেকে। ফরাসি ফরোয়ার্ড এবার ছুঁয়েছেন ডাবল সেঞ্চুরির মাইলফলক। তাঁর মাইলফলকের দিন রিয়াল জিতেছে হেসেখেলে।

মন্তিলিভি স্টেডিয়ামে গত রাতে লা লিগায় রিয়াল খেলেছে জিরোনার বিপক্ষে। সতীর্থরা গোল পেলেও এমবাপ্পেকে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে দীর্ঘসময়।৬২ মিনিটে লুকা মদরিচের অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেছেন এমবাপ্পে। তাতে শীর্ষ স্তরের লিগে এমবাপ্পে ছুঁয়েছেন ২০০ গোলের মাইলফলক। রিয়ালের জার্সিতে লা লিগায় এটা তাঁর নবম গোল। এর আগে ফ্রান্সের লিগ ওয়ানে করেছিলেন ১৯১ গোল।

এমবাপ্পের ডাবল সেঞ্চুরির রাতে রিয়াল মাদ্রিদ জিতেছে ৩-০ গোলে। সহজ জয়ের ম্যাচে কিছুটা হলেও দুশ্চিন্তা বেড়েছিল জুড বেলিংহামকে নিয়ে। ব্যথায় কাতরাতে থাকা ইংল্যান্ডের এই ফরোয়ার্ডকে ৬১ মিনিটে তুলে নেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। বেলিংহামের চোটকে মাংসপেশির চোট মনে হচ্ছিল।সাংবাদিকদের আনচেলত্তি বলেন, ‘(বেলিংহাম) সুস্থ এবং ঠিক আছে। (ফারলান) মেন্দির মাংসপেশির চোট ছিল। তবে বাকিগুলো সমস্যা নেই।’

মন্তিলিভি স্টেডিয়ামে গত রাতে রিয়ালের গোল তিনটি করেছেন তিন ফুটবলার। ৩৬ মিনিটে ম্যাচের গোলমুখ খোলেন বেলিংহাম। জিরোনার বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে রিয়াল। বাকি দুই গোল দ্বিতীয়ার্ধে লস ব্লাঙ্কোসরা করেছে ৭ মিনিটে। ৫৫ মিনিটে গোলটি করেন আর্দা গুলার। এই গোলে অ্যাসিস্ট করেন বেলিংহাম। এমবাপ্পে ৬২ মিনিটে করেন রেকর্ড গড়া গোল।

জিরোনাকে হারিয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে রিয়াল মাদ্রিদ। ১৬ ম্যাচে ১১ জয়, ৩ ড্র ও ২ পরাজয়ে রিয়ালের পয়েন্ট এখন ৩৬।লস ব্লাঙ্কোসরা ২০২৪-২৫ মৌসুমের লা লিগায় অবস্থান করছে দুইয়ে। সবার ওপরে থাকা বার্সার পয়েন্ট ৩৮। তারা খেলেছে ১৭ ম্যাচ। তিন ও চার নম্বরে আতলেতিকো মাদ্রিদ ও অ্যাথলেটিক ক্লাব বিলবাওয়ের পয়েন্ট ৩২ ও ২৯। আতলেতিকো ও বিলবাও খেলেছে ১৫ ও ১৬ ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আট মাসের পরিচয়, চার মাসে ‘বাগদান’

সৌদি রাষ্ট্রদূত নিয়ে ভিন্ন কথা বলছে মডেল মেঘনার পরিবার

৯ টুকরো লাশ: সবুজকে হেমায়েতপুর থেকে ডেকে নিয়ে হত্যা করেন পলাশ-তৃষা

সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মেঘনার সহযোগী সমির, পুলিশের প্রতিবেদন

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত