ক্রীড়া ডেস্ক
ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুর বিপক্ষে জয় পেয়েছে আর্জেন্টিনা। এই জয়ে কাতার বিশ্বকাপের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন লিওনেল মেসিরা। যদিও ম্যাচটা সহজ ছিল না আর্জেন্টিনার জন্য। পেরুর রক্ষণ দুর্গ বেঁধ করতে ভালোই পরীক্ষা দিতে হয়েছে মেসি-লাওতারো মার্টিনেজদের।
এ নিয়ে টানা ২৫ ম্যাচ হারের স্বাদ পায়নি আর্জেন্টিনা। তবে পেরুর বিপক্ষে ম্যাচে ব্রাজিলিয়ান রেফারির কিছু সিদ্ধান্তে হতাশা ঝরেছে মেসির কণ্ঠে। আর্জেন্টিনার সঙ্গেই বারবার তিনি এমনটা করেন বলেও অভিযোগ করেছেন ছয় বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন আর্জেন্টিনা অধিনায়ক।
সেখানে মেসি লিখেছেন, ‘এই রেফারি যখনই আমাদের ম্যাচ পরিচালনা করেন, মনে হয় তিনি কোনো উদ্দেশ্যে বাস্তবায়নে এটা করছেন। তবে দিন শেষে আমরা গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেয়েছি। যেটা আমাদের লক্ষ্যের দিকে আরেক ধাপ এগিয়ে দিয়েছে।’
ম্যাচে মোট ৩২ বার ফাউলের বাঁশি বাজিয়েছেন রেফারি। দুইটি হলুদ কার্ডই অবশ্য পেরুর খেলোয়াড়রাই পেয়েছেন। তবে দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটের সময় পেরুর পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। যদিও সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় তারা।
সব মিলিয়ে ম্যাচটা যে সহজ ছিল না সেটাও জানিয়েছেন মেসি। লাতিন আমেরিকা অঞ্চলের সর্বোচ্চ এই গোলদাতা লিখেছেন, ‘কঠিন ম্যাচ। খেলাটা খুবই কষ্টসাধ্য ছিল। প্রচুর বাতাস, এসবই খেলাটা কঠিন করে তুলেছিল।’
ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুর বিপক্ষে জয় পেয়েছে আর্জেন্টিনা। এই জয়ে কাতার বিশ্বকাপের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন লিওনেল মেসিরা। যদিও ম্যাচটা সহজ ছিল না আর্জেন্টিনার জন্য। পেরুর রক্ষণ দুর্গ বেঁধ করতে ভালোই পরীক্ষা দিতে হয়েছে মেসি-লাওতারো মার্টিনেজদের।
এ নিয়ে টানা ২৫ ম্যাচ হারের স্বাদ পায়নি আর্জেন্টিনা। তবে পেরুর বিপক্ষে ম্যাচে ব্রাজিলিয়ান রেফারির কিছু সিদ্ধান্তে হতাশা ঝরেছে মেসির কণ্ঠে। আর্জেন্টিনার সঙ্গেই বারবার তিনি এমনটা করেন বলেও অভিযোগ করেছেন ছয় বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন আর্জেন্টিনা অধিনায়ক।
সেখানে মেসি লিখেছেন, ‘এই রেফারি যখনই আমাদের ম্যাচ পরিচালনা করেন, মনে হয় তিনি কোনো উদ্দেশ্যে বাস্তবায়নে এটা করছেন। তবে দিন শেষে আমরা গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেয়েছি। যেটা আমাদের লক্ষ্যের দিকে আরেক ধাপ এগিয়ে দিয়েছে।’
ম্যাচে মোট ৩২ বার ফাউলের বাঁশি বাজিয়েছেন রেফারি। দুইটি হলুদ কার্ডই অবশ্য পেরুর খেলোয়াড়রাই পেয়েছেন। তবে দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটের সময় পেরুর পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। যদিও সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় তারা।
সব মিলিয়ে ম্যাচটা যে সহজ ছিল না সেটাও জানিয়েছেন মেসি। লাতিন আমেরিকা অঞ্চলের সর্বোচ্চ এই গোলদাতা লিখেছেন, ‘কঠিন ম্যাচ। খেলাটা খুবই কষ্টসাধ্য ছিল। প্রচুর বাতাস, এসবই খেলাটা কঠিন করে তুলেছিল।’
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৪ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৭ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৭ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৭ ঘণ্টা আগে