ক্রীড়া ডেস্ক
সৌদি সুপার কাপ ফাইনালে আল নাসরের হারের রেশ এখনো কাটেনি। হারের হতাশা তৎক্ষণাৎ প্রকাশ করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই ক্ষত না শুকাতেই রোনালদোর দলকে ফিরতে হলো মাঠের খেলায়। এবারও জয় পাওয়া হলো না আল নাসরের।
আল আওয়াল স্টেডিয়ামে গতকাল ২০২৪-২৫ সৌদি প্রো লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে আল নাসর। পরিসংখ্যান বলছে, আল রায়েদের বিপক্ষে রীতিমতো দাপট দেখিয়ে খেলেছে রোনালদোর দল। ৭৩ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর আল নাসর নেয় ৮ শট। রোনালদো নিজেও গোল করেন। যেটা তাঁর সৌদি প্রো লিগে ৫০তম গোল। তবে রোনালদোর মাইলফলক ছোঁয়ার ম্যাচ নিষ্পত্তি হয়েছে ১-১ গোলের ড্রয়ে।
আল নাসর-আল রায়েদের ম্যাচে যেন দুই দলই শক্তিনির্ভর ফুটবল খেলায় মেতেছিল। ১২ ও ১০ ফাউল করে আল নাসর ও আল রায়েদ। রেফারিকেও ঘন ঘন কার্ড দেখাতে হয়েছে। ১৬ মিনিটে আল রায়েদ ডিফেন্ডার মুবারক আল রাজেহ দেখেছেন হলুদ কার্ড। এই যে কার্ডের সূচনা হলো, সেই ধারাবাহিকতায় ২০ ও ২৭ মিনিটে মুবারকের দুই সতীর্থ খালিদ মোহাম্মদ আল সুবাই ও মোহাম্মদ সালেম আল দাওসারি। কার্ড বন্যার মধ্যেই ম্যাচে গোলমুখ খোলে আল নাসর। ৩৪ মিনিটে সাদিও মানের ক্রস থেকে পাস রিসিভ করে হেডে মাইলফলকের সেই গোল করেন রোনালদো।
প্রথমার্ধের শেষেই ম্যাচে প্রথম হলুদ কার্ড দেখে আল নাসর। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ষষ্ঠ মিনিটে দলটির মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচকে দেখানো হয় হলুদ কার্ড। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করেন রোনালদোরা। দ্বিতীয়ার্ধের শুরু হতে না হতেই সমতায় ফেরে আল রায়েদ। তাতে আল নাসর ডিফেন্ডার অ্যায়মেরিক লাপোর্তের দায় রয়েছে। ৪৮ মিনিটে আল রায়েদের মিডফিল্ডার মোহামেদ ফুজাইরকে ট্যাকল করলে রেফারি সরাসরি লাল কার্ড দেখান লাপোর্তেকে। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখে লাল কার্ডকে হলুদ কার্ডে পরিণত করা হয়। পেনাল্টি থেকে সমতাসূচক গোল করেন ফুজাইর।
ম্যাচে কোনো লাল কার্ড না দেখা গেলেও হলুদ কার্ড দেখা গেছে ৮টি, যার মধ্যে আল নাসর পেয়েছে ৩ হলুদ কার্ড এবং ৫টি দেখেছে আল রায়েদ। ফুজাইর সমতাসূচক গোলের পর আর কোনো দলই লক্ষ্য ভেদ করতে পারেনি। ১-১ গোলের ড্রয়ে সৌদি প্রো লিগের নতুন মৌসুম শুরু করল আল নাসর ও আল রায়েদ।
২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন রোনালদো। সৌদি ক্লাবটিতে দেড় বছরের ক্যারিয়ারে ৬৭ ম্যাচে করেছেন ৬১ গোল ও অ্যাসিস্ট করেন ১৬ গোলে। যেখানে সৌদি প্রো লিগেই করেন ৫০ গোল। এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত খেলেন ৪৮ ম্যাচ।
সৌদি সুপার কাপ ফাইনালে আল নাসরের হারের রেশ এখনো কাটেনি। হারের হতাশা তৎক্ষণাৎ প্রকাশ করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই ক্ষত না শুকাতেই রোনালদোর দলকে ফিরতে হলো মাঠের খেলায়। এবারও জয় পাওয়া হলো না আল নাসরের।
আল আওয়াল স্টেডিয়ামে গতকাল ২০২৪-২৫ সৌদি প্রো লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে আল নাসর। পরিসংখ্যান বলছে, আল রায়েদের বিপক্ষে রীতিমতো দাপট দেখিয়ে খেলেছে রোনালদোর দল। ৭৩ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর আল নাসর নেয় ৮ শট। রোনালদো নিজেও গোল করেন। যেটা তাঁর সৌদি প্রো লিগে ৫০তম গোল। তবে রোনালদোর মাইলফলক ছোঁয়ার ম্যাচ নিষ্পত্তি হয়েছে ১-১ গোলের ড্রয়ে।
আল নাসর-আল রায়েদের ম্যাচে যেন দুই দলই শক্তিনির্ভর ফুটবল খেলায় মেতেছিল। ১২ ও ১০ ফাউল করে আল নাসর ও আল রায়েদ। রেফারিকেও ঘন ঘন কার্ড দেখাতে হয়েছে। ১৬ মিনিটে আল রায়েদ ডিফেন্ডার মুবারক আল রাজেহ দেখেছেন হলুদ কার্ড। এই যে কার্ডের সূচনা হলো, সেই ধারাবাহিকতায় ২০ ও ২৭ মিনিটে মুবারকের দুই সতীর্থ খালিদ মোহাম্মদ আল সুবাই ও মোহাম্মদ সালেম আল দাওসারি। কার্ড বন্যার মধ্যেই ম্যাচে গোলমুখ খোলে আল নাসর। ৩৪ মিনিটে সাদিও মানের ক্রস থেকে পাস রিসিভ করে হেডে মাইলফলকের সেই গোল করেন রোনালদো।
প্রথমার্ধের শেষেই ম্যাচে প্রথম হলুদ কার্ড দেখে আল নাসর। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ষষ্ঠ মিনিটে দলটির মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচকে দেখানো হয় হলুদ কার্ড। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করেন রোনালদোরা। দ্বিতীয়ার্ধের শুরু হতে না হতেই সমতায় ফেরে আল রায়েদ। তাতে আল নাসর ডিফেন্ডার অ্যায়মেরিক লাপোর্তের দায় রয়েছে। ৪৮ মিনিটে আল রায়েদের মিডফিল্ডার মোহামেদ ফুজাইরকে ট্যাকল করলে রেফারি সরাসরি লাল কার্ড দেখান লাপোর্তেকে। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখে লাল কার্ডকে হলুদ কার্ডে পরিণত করা হয়। পেনাল্টি থেকে সমতাসূচক গোল করেন ফুজাইর।
ম্যাচে কোনো লাল কার্ড না দেখা গেলেও হলুদ কার্ড দেখা গেছে ৮টি, যার মধ্যে আল নাসর পেয়েছে ৩ হলুদ কার্ড এবং ৫টি দেখেছে আল রায়েদ। ফুজাইর সমতাসূচক গোলের পর আর কোনো দলই লক্ষ্য ভেদ করতে পারেনি। ১-১ গোলের ড্রয়ে সৌদি প্রো লিগের নতুন মৌসুম শুরু করল আল নাসর ও আল রায়েদ।
২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন রোনালদো। সৌদি ক্লাবটিতে দেড় বছরের ক্যারিয়ারে ৬৭ ম্যাচে করেছেন ৬১ গোল ও অ্যাসিস্ট করেন ১৬ গোলে। যেখানে সৌদি প্রো লিগেই করেন ৫০ গোল। এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত খেলেন ৪৮ ম্যাচ।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
১২ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
১২ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১৪ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৫ ঘণ্টা আগে