ক্রীড়া ডেস্ক, ঢাকা
ওয়েম্বলিতে কাল ডেনমার্ক-ইংল্যান্ড সেমিফাইনালের অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলা তখন শেষের পথে। ১০৪ মিনিটে ডেনিশ ডিফেন্ডারদের কাটিয়ে গোলমুখে ঢুকছিলেন রাহিম স্টার্লিং। তখনই পড়ে যান ইংলিশ ফরোয়ার্ড। রেফারি ইংলিশদের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান। যদিও তিনি সিদ্ধান্ত দিয়েছেন ভিডিও অ্যাসিসটেন্ট রেফারির (ভিএআর) সহায়তা নিয়ে। তবু এই পেনাল্টি নিয়ে কথা হচ্ছে অনেক।
কাল ওয়েম্বলির সেমিফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে সমতায় ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে সেখানে দেখা যায় এক প্রস্থ নাটক। ১০৪ মিনিটে রাহিমকে ট্যাকল করতে গেলে বিপদে পড়ে ডেনমার্ক। রেফারি পেনাল্টির বাঁশি বাজান ইংল্যান্ডের পক্ষে, যেখানে পেনাল্টিতে দলকে এগিয়ে নেন অধিনায়ক হ্যারি কেন। এই পেনাল্টিই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে পরে। পেনাল্টি নিয়ে ডেনিশরা অসন্তুষ্ট তো হয়েছেই, সংশয় প্রকাশ করেছেন টেলিভিশন ধারাভাষ্যকার, বিশ্লেষকেরাও।
এই পেনাল্টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোচনা হচ্ছে। সাবেক ফরাসি ডিফেন্ডার বিক্সেন্তে লিজারাজু টুইটারে লিখেছেন, ‘এটা কোনোভাবেই পেনাল্টি হয় না!’ মন্টেনেগ্রের বাস্কেটবল খেলোয়াড় নিকোলা ভুসেভিচ টুইট করেছেন, ‘আমার এখনো বিশ্বাস হচ্ছে না তারা ইংল্যান্ডকে পেনাল্টি দিয়েছে। এটা কোন ধরনের মজা!’ সাবেক স্কটিশ মিডফিল্ডার মাইকেল স্টুয়ার্ট বলেছেন, ‘এটা পেনাল্টি ছিল না। ভিএআর নিয়েও রেফারির সঠিক সিদ্ধান্ত দিতে না পারার মতো ব্যর্থতা আর কি হতে পারে!’
যা হওয়ার হয়েছে। ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে রোববার ইউরোর ফাইনালে ইতালির মুখোমুখি হবে ইংল্যান্ড। সাবেক ইংলিশ উইঙ্গার ক্রিস ওয়াডেল পর্যন্ত বলেছেন, ‘পেনাল্টির সিদ্ধান্তে নিজেও খুশি নই। কিন্তু এখন ভেবে কী হবে! আমরা তো ফাইনালে উঠে গেছি।’
ওয়েম্বলিতে কাল ডেনমার্ক-ইংল্যান্ড সেমিফাইনালের অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলা তখন শেষের পথে। ১০৪ মিনিটে ডেনিশ ডিফেন্ডারদের কাটিয়ে গোলমুখে ঢুকছিলেন রাহিম স্টার্লিং। তখনই পড়ে যান ইংলিশ ফরোয়ার্ড। রেফারি ইংলিশদের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান। যদিও তিনি সিদ্ধান্ত দিয়েছেন ভিডিও অ্যাসিসটেন্ট রেফারির (ভিএআর) সহায়তা নিয়ে। তবু এই পেনাল্টি নিয়ে কথা হচ্ছে অনেক।
কাল ওয়েম্বলির সেমিফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে সমতায় ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে সেখানে দেখা যায় এক প্রস্থ নাটক। ১০৪ মিনিটে রাহিমকে ট্যাকল করতে গেলে বিপদে পড়ে ডেনমার্ক। রেফারি পেনাল্টির বাঁশি বাজান ইংল্যান্ডের পক্ষে, যেখানে পেনাল্টিতে দলকে এগিয়ে নেন অধিনায়ক হ্যারি কেন। এই পেনাল্টিই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে পরে। পেনাল্টি নিয়ে ডেনিশরা অসন্তুষ্ট তো হয়েছেই, সংশয় প্রকাশ করেছেন টেলিভিশন ধারাভাষ্যকার, বিশ্লেষকেরাও।
এই পেনাল্টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোচনা হচ্ছে। সাবেক ফরাসি ডিফেন্ডার বিক্সেন্তে লিজারাজু টুইটারে লিখেছেন, ‘এটা কোনোভাবেই পেনাল্টি হয় না!’ মন্টেনেগ্রের বাস্কেটবল খেলোয়াড় নিকোলা ভুসেভিচ টুইট করেছেন, ‘আমার এখনো বিশ্বাস হচ্ছে না তারা ইংল্যান্ডকে পেনাল্টি দিয়েছে। এটা কোন ধরনের মজা!’ সাবেক স্কটিশ মিডফিল্ডার মাইকেল স্টুয়ার্ট বলেছেন, ‘এটা পেনাল্টি ছিল না। ভিএআর নিয়েও রেফারির সঠিক সিদ্ধান্ত দিতে না পারার মতো ব্যর্থতা আর কি হতে পারে!’
যা হওয়ার হয়েছে। ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে রোববার ইউরোর ফাইনালে ইতালির মুখোমুখি হবে ইংল্যান্ড। সাবেক ইংলিশ উইঙ্গার ক্রিস ওয়াডেল পর্যন্ত বলেছেন, ‘পেনাল্টির সিদ্ধান্তে নিজেও খুশি নই। কিন্তু এখন ভেবে কী হবে! আমরা তো ফাইনালে উঠে গেছি।’
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৫ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
৬ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
৭ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
৭ ঘণ্টা আগে