ক্রীড়া ডেস্ক
ঢাকা: তাঁদের বেশির ভাগই ‘টিন এজার’। তবে এই বয়সেই বড় মঞ্চে আলো ছড়ানোর সুযোগ পেয়ে গেছেন। এবার ইউরোতে তারা হয়ে জ্বলতে পারেন, এমন কজন কৈশোরোত্তীর্ণ ফুটবলারের দিকে চোখ রাখতেই হবে।
জুড বেলিংহাম (১৭) ইংল্যান্ড
জুড বেলিংহাম এক বিস্ময়ের নাম! বরুসিয়ার হয়ে ১৭ বছর বয়সেই বুন্দেসলিগায় খেলছেন। গত কবছর ধরে দারুণ ফুটবলীয় নৈপুণ্যে নিজেকে চিনিয়েছেন ‘সব্যসাচী মিডফিল্ডার’ হিসেবে। তাঁর ওপর অগাধ আস্থা ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটের । ইউরোতে তাই চোখ থাকবে বেলিংহামের ওপর। কে জানে, এই ইউরো দিয়েই হয়তো ফুটবল বিশ্বে হইচই ফেলে দিতে পারেন ১৮–এ পা দেওয়ার আগেই! বয়সভিত্তিক পর্যায়ে ইংলিশ ক্লাব বার্মিংহাম সিটিতে ১০ বছর খেলে যোগ দিয়েছেন বরুসিয়ায়। ডর্টমুন্ডের জার্সিতে ৪৬ ম্যাচে করেছেন ৪ গোল, সহায়তা করেছেন ৪টি। শুধু গোল নয় মাঠে প্রতিপক্ষের বল কেড়ে নেওয়া ও আক্রমণে সহায়তা করে পুরো মাঝমাঠ তটস্থ রাখতে পারেন ইংলিশ মিডফিল্ডার। এই তরুণ মিডফিল্ডারের এবার ইউরোপের সবচেয়ে বড় মঞ্চে আলো ছড়ানোর সুযোগ।
জামাল মুসিয়ালা (১৮) জার্মানি
বয়সভিত্তিক দলে জার্মানি ও ইংল্যান্ডের হয়ে খেলার পর থিতু হয়েছেন জার্মানিতে। ইউরোপের ফুটবলের বড় তারকা হওয়ার দৌড়ে সামনের সারিতেই আছেন মুসিয়ালা। ১৮ বছর বয়সেই তাঁর প্রতিভার ঝলক দেখিয়ে জায়গা করে নিয়েছেন জার্মানির ইউরো দলে। বড় মঞ্চে এবার নিজেকে প্রমাণের পালা। মাঠে বলে নিয়ন্ত্রণ আর গোল করার ক্ষুধা এই সহজাত দক্ষতা দিয়ে জ্বলে উঠতে পারেন এবারের ইউরোতে! শুরুটা হয়েছিল জার্মান ফুটবল ক্লাব টিএসভি লেহরেনৎসের যুব পর্যায়ের হয়ে। পরে সাউদাম্পটন, চেলসি ও বায়ার্ন মিউনিখের যুব দলের হয়েও খেলেছেন। ২০১৯–২০ মৌসুমে প্রথমে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের বয়সভিত্তিক দলে এবং পরের মৌসুমে বায়ার্ন মিউনিখের মূল দলে অভিষেক। চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে স্বাগতিক লাৎসিওর বিপক্ষে বায়ার্নের ইতিহাসে সবচেয়ে কম বয়সী (১৭ বছর ৩৬৩ দিন) ফুটবলার হিসেবে গোল করার রেকর্ডও করেছেন।
নুনো মেন্দেস (১৮) পর্তুগাল
পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে গত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন নুনো মেন্দেস। বল দখলে দারুণ গতির ব্যবহার করা মেন্ডিসের দক্ষতায় কোনো ঘাটতি নেই। ইউরোর বর্তমান চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার মিশনে তাই এবার তুরুপের তাস হতে পারেন এই তরুণ পর্তুগিজ ডিফেন্ডার! এই বছরই পর্তুগালের হয়ে ক্যারিয়ার শুরু করা মেন্ডিস ২০১৫ সাল থেকে জাতীয় দলের পাইপলাইনে ছিলেন। ২০১২ থেকে লিসবনের বয়সভিত্তিক দলে খেলে ২০২০ সালে এসেছেন স্পোর্টিং লিসবনের মূল দলে। সেখানে খেলেছেন ৩৮ ম্যাচ।
আইজ্যাক (২১) সুইডেন
সুইডেনের হয়ে ইউরোতে বড় চমক উপহার দিতে পারেন আলেকজান্ডার আইজ্যাক। জাতীয় দলে আলেকজান্ডারের অভিষেক হয়েছিল ২০১৭ সালে। তখন থেকেই জাতীয় দলে নিয়মিত এই সুইডিশ ফরোয়ার্ড। এখন পর্যন্ত ২২ ম্যাচে গোল করেছেন ৬টি। ২০১৫ সাল থেকে জাতীয় দলে অভিষেকের আগ পর্যন্ত খেলেছেন সুইডেনের বয়সভিত্তিক দলে। বয়স ২১ হলেও চার বছরের জাতীয় দলে খেলার অভিজ্ঞতা দিয়েই আলো ছড়াতে পারেন এবারের ইউরোতে। আলেকজান্ডারের ক্লাব ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ। ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত বরুসিয়া ডর্টমুন্ডে খেলে ২০২০ সালে এসেছেন রিয়াল সোসিয়াদে।
ঢাকা: তাঁদের বেশির ভাগই ‘টিন এজার’। তবে এই বয়সেই বড় মঞ্চে আলো ছড়ানোর সুযোগ পেয়ে গেছেন। এবার ইউরোতে তারা হয়ে জ্বলতে পারেন, এমন কজন কৈশোরোত্তীর্ণ ফুটবলারের দিকে চোখ রাখতেই হবে।
জুড বেলিংহাম (১৭) ইংল্যান্ড
জুড বেলিংহাম এক বিস্ময়ের নাম! বরুসিয়ার হয়ে ১৭ বছর বয়সেই বুন্দেসলিগায় খেলছেন। গত কবছর ধরে দারুণ ফুটবলীয় নৈপুণ্যে নিজেকে চিনিয়েছেন ‘সব্যসাচী মিডফিল্ডার’ হিসেবে। তাঁর ওপর অগাধ আস্থা ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটের । ইউরোতে তাই চোখ থাকবে বেলিংহামের ওপর। কে জানে, এই ইউরো দিয়েই হয়তো ফুটবল বিশ্বে হইচই ফেলে দিতে পারেন ১৮–এ পা দেওয়ার আগেই! বয়সভিত্তিক পর্যায়ে ইংলিশ ক্লাব বার্মিংহাম সিটিতে ১০ বছর খেলে যোগ দিয়েছেন বরুসিয়ায়। ডর্টমুন্ডের জার্সিতে ৪৬ ম্যাচে করেছেন ৪ গোল, সহায়তা করেছেন ৪টি। শুধু গোল নয় মাঠে প্রতিপক্ষের বল কেড়ে নেওয়া ও আক্রমণে সহায়তা করে পুরো মাঝমাঠ তটস্থ রাখতে পারেন ইংলিশ মিডফিল্ডার। এই তরুণ মিডফিল্ডারের এবার ইউরোপের সবচেয়ে বড় মঞ্চে আলো ছড়ানোর সুযোগ।
জামাল মুসিয়ালা (১৮) জার্মানি
বয়সভিত্তিক দলে জার্মানি ও ইংল্যান্ডের হয়ে খেলার পর থিতু হয়েছেন জার্মানিতে। ইউরোপের ফুটবলের বড় তারকা হওয়ার দৌড়ে সামনের সারিতেই আছেন মুসিয়ালা। ১৮ বছর বয়সেই তাঁর প্রতিভার ঝলক দেখিয়ে জায়গা করে নিয়েছেন জার্মানির ইউরো দলে। বড় মঞ্চে এবার নিজেকে প্রমাণের পালা। মাঠে বলে নিয়ন্ত্রণ আর গোল করার ক্ষুধা এই সহজাত দক্ষতা দিয়ে জ্বলে উঠতে পারেন এবারের ইউরোতে! শুরুটা হয়েছিল জার্মান ফুটবল ক্লাব টিএসভি লেহরেনৎসের যুব পর্যায়ের হয়ে। পরে সাউদাম্পটন, চেলসি ও বায়ার্ন মিউনিখের যুব দলের হয়েও খেলেছেন। ২০১৯–২০ মৌসুমে প্রথমে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের বয়সভিত্তিক দলে এবং পরের মৌসুমে বায়ার্ন মিউনিখের মূল দলে অভিষেক। চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে স্বাগতিক লাৎসিওর বিপক্ষে বায়ার্নের ইতিহাসে সবচেয়ে কম বয়সী (১৭ বছর ৩৬৩ দিন) ফুটবলার হিসেবে গোল করার রেকর্ডও করেছেন।
নুনো মেন্দেস (১৮) পর্তুগাল
পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে গত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন নুনো মেন্দেস। বল দখলে দারুণ গতির ব্যবহার করা মেন্ডিসের দক্ষতায় কোনো ঘাটতি নেই। ইউরোর বর্তমান চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার মিশনে তাই এবার তুরুপের তাস হতে পারেন এই তরুণ পর্তুগিজ ডিফেন্ডার! এই বছরই পর্তুগালের হয়ে ক্যারিয়ার শুরু করা মেন্ডিস ২০১৫ সাল থেকে জাতীয় দলের পাইপলাইনে ছিলেন। ২০১২ থেকে লিসবনের বয়সভিত্তিক দলে খেলে ২০২০ সালে এসেছেন স্পোর্টিং লিসবনের মূল দলে। সেখানে খেলেছেন ৩৮ ম্যাচ।
আইজ্যাক (২১) সুইডেন
সুইডেনের হয়ে ইউরোতে বড় চমক উপহার দিতে পারেন আলেকজান্ডার আইজ্যাক। জাতীয় দলে আলেকজান্ডারের অভিষেক হয়েছিল ২০১৭ সালে। তখন থেকেই জাতীয় দলে নিয়মিত এই সুইডিশ ফরোয়ার্ড। এখন পর্যন্ত ২২ ম্যাচে গোল করেছেন ৬টি। ২০১৫ সাল থেকে জাতীয় দলে অভিষেকের আগ পর্যন্ত খেলেছেন সুইডেনের বয়সভিত্তিক দলে। বয়স ২১ হলেও চার বছরের জাতীয় দলে খেলার অভিজ্ঞতা দিয়েই আলো ছড়াতে পারেন এবারের ইউরোতে। আলেকজান্ডারের ক্লাব ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ। ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত বরুসিয়া ডর্টমুন্ডে খেলে ২০২০ সালে এসেছেন রিয়াল সোসিয়াদে।
ফলোঅন এড়ানো দূরে থাক, দুই ইনিংস মিলিয়ে দুই শ’ রান করতেই হিমশিম খেতে হলো বাংলাদেশকে। প্রথম ইনিংসে মুমিনুল হকের ফিফটিতে টেনেটুনে ১৫৯ রান। দ্বিতীয় ইনিংসে আরও খারাপ অবস্থা—১৪৩ রানে অলআউট। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনেই বাংলাদেশ হেরেছে ইনিংস ও ২৭৩ রানে।
২৮ মিনিট আগেচ্যাম্পিয়ন দল বলে কথা। তা-ও আবার টানা দুবার চ্যাম্পিয়ন। বাংলাদেশ নারী ফুটবল দলের বরণ তো জাঁকজমকপূর্ণই হবে। সাবিনা খাতুনদের দেখতে ঢাকা বিমানবন্দরে দেখা গেছে উপচে পড়া ভিড়।
২ ঘণ্টা আগেবাংলাদেশের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ধসে পড়ে নিয়মিতই। মাঝে মধ্যে দুই একটা জুটিতে যা রান হয়, সেটা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারে না।
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝখানেই শোনা গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা গেল, শান্তকে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না।
৩ ঘণ্টা আগে