ক্রীড়া ডেস্ক
জিনেদিন জিদানের কোচিংয়ের দায়িত্ব ছাড়ার এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবে কোচিংয়ে আবার ফিরতে চান তিনি। তেমনই আভাস দিয়েছেন ফরাসি এই ফুটবল কিংবদন্তি।
কোচিং ক্যারিয়ার পুনরায় কোথা থেকে শুরু করবেন, জিদান অবশ্য জানাননি। তবে কোচিংয়ে ফেরার ইঙ্গিত তিনি দিয়েছেন। আরএমসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে এমন কিছু জানিয়েছেন জিদান। ফরাসি এই কিংবদন্তি ফুটবলার বলেন, ‘খুব শিগগির আমি ফিরছি। শুধু অল্প সময়ের জন্য অপেক্ষা করুন। আমি কোচিংয়ের থেকে বেশ একটা দূরে নই।’
২০১৪ সালেে জিদানের কোচিং ক্যারিয়ার শুরু হয়। রিয়াল মাদ্রিদ যুব দলের দায়িত্ব নিয়েছিলেন তখন। এরপর ২০১৬ সালে রিয়াল মাদ্রিদ মূল দলের দায়িত্ব পান জিদান। তাঁর অধীনে ২০১৬ থেকে ২০১৮—টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতেছে রিয়াল। তা ছাড়া ২০১৭ ও ২০২০ দুটি লা-লিগার শিরোপা লস ব্লাংকোসরা জিতেছে জিদানের অধীনে। ২০২১ সালে কোচিং ক্যারিয়ারের ইতি টানেন ফরাসি এই কিংবদন্তি ফুটবলার। সব মিলিয়ে জিদানের কোচিং ক্যারিয়ার ৩০১ ম্যাচের। জিতেছেন ১৯০ ম্যাচে, হেরেছেন ৪৮ ম্যাচে আর ড্র করেছেন ৪৮ ম্যাচ।
জিনেদিন জিদানের কোচিংয়ের দায়িত্ব ছাড়ার এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবে কোচিংয়ে আবার ফিরতে চান তিনি। তেমনই আভাস দিয়েছেন ফরাসি এই ফুটবল কিংবদন্তি।
কোচিং ক্যারিয়ার পুনরায় কোথা থেকে শুরু করবেন, জিদান অবশ্য জানাননি। তবে কোচিংয়ে ফেরার ইঙ্গিত তিনি দিয়েছেন। আরএমসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে এমন কিছু জানিয়েছেন জিদান। ফরাসি এই কিংবদন্তি ফুটবলার বলেন, ‘খুব শিগগির আমি ফিরছি। শুধু অল্প সময়ের জন্য অপেক্ষা করুন। আমি কোচিংয়ের থেকে বেশ একটা দূরে নই।’
২০১৪ সালেে জিদানের কোচিং ক্যারিয়ার শুরু হয়। রিয়াল মাদ্রিদ যুব দলের দায়িত্ব নিয়েছিলেন তখন। এরপর ২০১৬ সালে রিয়াল মাদ্রিদ মূল দলের দায়িত্ব পান জিদান। তাঁর অধীনে ২০১৬ থেকে ২০১৮—টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতেছে রিয়াল। তা ছাড়া ২০১৭ ও ২০২০ দুটি লা-লিগার শিরোপা লস ব্লাংকোসরা জিতেছে জিদানের অধীনে। ২০২১ সালে কোচিং ক্যারিয়ারের ইতি টানেন ফরাসি এই কিংবদন্তি ফুটবলার। সব মিলিয়ে জিদানের কোচিং ক্যারিয়ার ৩০১ ম্যাচের। জিতেছেন ১৯০ ম্যাচে, হেরেছেন ৪৮ ম্যাচে আর ড্র করেছেন ৪৮ ম্যাচ।
ফলোঅন এড়ানো দূরে থাক, দুই ইনিংস মিলিয়ে দুই শ’ রান করতেই হিমশিম খেতে হলো বাংলাদেশকে। প্রথম ইনিংসে মুমিনুল হকের ফিফটিতে টেনেটুনে ১৫৯ রান। দ্বিতীয় ইনিংসে আরও খারাপ অবস্থা—১৪৩ রানে অলআউট। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনেই বাংলাদেশ হেরেছে ইনিংস ও ২৭৩ রানে।
২৫ মিনিট আগেচ্যাম্পিয়ন দল বলে কথা। তা-ও আবার টানা দুবার চ্যাম্পিয়ন। বাংলাদেশ নারী ফুটবল দলের বরণ তো জাঁকজমকপূর্ণই হবে। সাবিনা খাতুনদের দেখতে ঢাকা বিমানবন্দরে দেখা গেছে উপচে পড়া ভিড়।
২ ঘণ্টা আগেবাংলাদেশের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ধসে পড়ে নিয়মিতই। মাঝে মধ্যে দুই একটা জুটিতে যা রান হয়, সেটা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারে না।
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝখানেই শোনা গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা গেল, শান্তকে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না।
৩ ঘণ্টা আগে