Ajker Patrika

শেখ জামালের নতুন কোচ জুলফিকার মাহমুদ মিন্টু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শেখ জামালের নতুন কোচ জুলফিকার মাহমুদ মিন্টু

পারিবারিক কারণ দেখিয়ে দেশে ফিরে গিয়েছিলেন। কিন্তু আর ফিরে আসেননি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মেসিডোনিয়ান কোচ মারজার সেকুলোভস্কি। ক্লাবে আর ফেরা হবে না জেনে কোচ পদ থেকে নিজেকে সরিয়েও নিয়েছিলেন। তাঁর জায়গায় আজ নতুন কোচ হিসেবে শেখ জামাল নিয়োগ দিয়েছে জুলফিকার মাহমুদ মিন্টুকে।

ক্লাবের ফেসবুকে পেজে আজ দুপুর ২টার দিকে নতুন কোচ হিসেবে জুলফিকার মাহমুদের নিয়োগের কথা জানানো হয়েছে। তারও আগে বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে আরেক পোস্টে জানানো হয়, বড় পারিবারিক জটিলতার কারণে ক্লাবের প্রধান কোচ পদে ইস্তফা দিয়েছেন মারজান সেকুলোভস্কি। 

দেশে ফিরে যাওয়ায় বেশ কয়েক ম্যাচেই শেখ জামালের ডাগআউটে ছিলেন না সেকুলোভস্কি। তাঁর অনুপস্থিতিতে আপদকালীন দায়িত্ব পালন করেন তাঁরই সহকারী সাইফুর রহমান মনি।

mintu2১০ দলের বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভালো অবস্থানে নেই শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ৫ ম্যাচে ২ জয় ও ৩ হারে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম অবস্থানে তারা। লিগে দলটির পরের ম্যাচ ৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। সেই ম্যাচে শেখ জামালের ডাগআউটে দেখা যাবে জুলফিকার মাহমুদকে। এএফসি প্রো লাইসেন্সধারী জুলফিকার মাহমুদ মিন্টু গত মৌসুমে কোচ ছিলেন শেখ রাসেল ক্রীড়াচক্রের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত